PUSS নিউ লিস্টিং
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
বেশ কয়েকদিন ধরে কমিউনিটিতে গুঞ্জন শোনা যাচ্ছে যে puss new listing হচ্ছে। অর্থাৎ এই পোস্টটি আমি আপনাদের সাথে কবে শেয়ার করবো, তা জানিনা। কিন্তু এখন যখন আমি এই পোস্টটি লিখছি। তখন কিন্তু puss কয়েন নিয়ে উনাদের টুইট গুলো দেখে আসলেই অনেক ভালো লাগে কারণ টুইটগুলোতে বুঝা যায় যে দারুন কিছু হতে চলেছে।
শুধু তাই নয়, আসলে বিভিন্ন ব্যাপার রয়েছে এই ক্ষেত্রে। অর্থাৎ একটা নিউ লিস্টিং মানে অনেক অনেক কাজ। তাই উনাদের উপরে কতোটা প্রেসার যাচ্ছে, বিশেষ করে ফাউন্ডার এর উপর। অর্থাৎ আমাদের দাদার উপরে কতোটা প্রেসার যাচ্ছে। এটা আমরা হয়তো সকলে আঁচ করতে পারি। তবে এই যে আমাদের কয়েন এতোগুলো এক্সচেঞ্জ সাইটে লিস্টিং হচ্ছে। এটা কিন্তু অনেক দারুন একটা ব্যাপার হচ্ছে। এবং এটা অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। কারণ যতো বেশি এক্সচেঞ্জ সাইটে লিস্টিং থাকবে। ততো বেশি মানুষ পর্যন্ত আমাদের কয়েন পৌঁছাবে। এটা আমাদের জন্য সত্যিই দারুণ একটি খবর।
যাইহোক, বর্তমানে আমি যেটা এখন অনেক বেশি করার চেষ্টা করছি। সেটা হচ্ছে puss কয়েন এর মার্কেটিং। তো এই পোস্টটি ও তার অন্তর্ভুক্ত। কারণ আমরা যতো এই কয়েন নিয়ে লেখালেখি করবো।ততো বেশি গুগলে আমাদের লেখাগুলো জমা হতে থাকবে। এবং কেউ যদি এসে এই কয়েন সম্পর্কে জানতে চায়। অর্থাৎ এই কয়েন সম্পর্কে সার্চ করে। তাহলে কিন্তু প্রথমে আমাদের এই লেখাগুলো আসতেই থাকবে। তাই যতো বেশি সম্ভব, আমাদের এই কয়েন নিয়ে পজেটিভ এবং ভালো ভালো লেখা লিখতে হবে। যাতে করে আমাদের এই কয়েন সম্পর্কে সকলের কাছে একটি পজিটিভ ধারণা যায়।
আর বরাবর আমি এর আগেও একটি পোস্টে বলেছি যে, কয়েন এ লিস্টিং মানেই কিন্তু একটু সাবধানতা অবলম্বন। কারণ বেশিরভাগ লিস্টিং এর সময় এমন হয় যে, প্রাইস কিছুটা বেড়ে যায় তো সেটার সময় অবশ্যই সেল করে মার্কেট ডাম্ব করা যাবে না। এদিকটায় বিশেষ নজর দিতে হবে।
They liked the post normally, the author of the sneaker will earn a lot from this post
$Puss অফিসিয়াল টুইটার একাউন্ট প্রতিনিয়ত ফলো করলেই সব আপডেট পাওয়া যায়। ধারাবাহিকভাবে এক্সচেঞ্জ সাইটগুলোতে লিস্টিং হওয়া যেন ধাপে ধাপে সফলতা অর্জন করার একটা অংশবিশেষ।