কারনহীন মন খারাপ
আজকের বছরের শেষ দিন। তবে এই দিনটা কোন কারণ ছাড়াই কেন যেন অনেক খারাপ যাচ্ছে। সকাল বেলা ঘুম থেকে উঠেই বিভিন্ন ধরনের টেনশন মাথায় গ্রাস করে ফেলেছিল। এছাড়াও আসছে 2025 এ আমার ব্যক্তিগত জীবনে অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে। সব মিলিয়ে এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে, যেখান থেকে বুঝে উঠতে পারছিনা আসলে বর্তমানে আমার কি করা উচিত! সব মিলিয়ে এত একটা টেনশন এর মধ্যে রয়েছে যেটা আসলে কাউকে বোঝাতে পারছি না, না পারছি কাউকে বলতে।
মন খারাপের বর্তমানে অনেক কারণ রয়েছে। ২০২৪ সাল টাই চলে গেল। এই ২০২৪ সালে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমার জীবন থেকে চলে গেছে যেটা হয়তো সারা জীবনেও আমি ভুলতে পারবো না। আবার এমন কিছু বিষয় অ্যাচিভ করছি যে তার জন্য সৃষ্টি কর্তার কাছে অনেক অনেক শুকরিয়া এবং ভালোবাসা জ্ঞাপন করতে ইচ্ছা করে। সব মিলিয়ে এমন একটা পরিস্থিতিতে আছি আসলে আমি নিজেই বুঝে উঠতে পারছি আনন্দ করবো না কি হব নাকি দুঃখ পাবো।
এইতো আমার সব বন্ধুরা আজকে পিকনিক খাচ্ছে। বিভিন্ন ধরনের আয়োজন করেছে। আমাকে ইনভাইটও করেছিল কিন্তু আসলে বর্তমানে আমার মুড বা মনের অবস্থা তেমন নেই যে পিকনিক খাব কিংবা ইনজয় করবো। কেন জানি এই বিষয়গুলো আমার কাছে একটু অন্যরকম মনে হয়। বর্তমানে একাকীত্ব জীবনটাই বেশি ভালো বলে মনে হচ্ছে। নিজের কাছেই জীবনের মানেটা অন্যরকম মনে হয় মাঝে মাঝে। জানিনা বিষয়গুলো কিভাবে সামলে উঠতে পারবো। কারণ সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ আমার জন্য অপেক্ষা করছে। সেই দায়িত্ব কর্তব্যগুলো কি আমি সঠিকভাবে পালন করতে পারব? সেই বিষয়গুলো নিয়ে ব্যাপক টেনশনে রয়েছি। যাই হোক নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ।
ভিন্ন সময় মানুষের মন মানসিকতা ভিন্ন রকম থাকে। স্বাভাবিক অবস্থায় যখন একজন মানুষের মন ভালো থাকে তখন সে যে কোন কাজে ফোকাস করতে পারে বা সবার সাথে স্বাভাবিকভাবে মিশতে পারে কিন্তু যখন কিছুটা মন খারাপ থাকে তখন সবকিছুুর সাথে নিজেকে স্বাভাবিকভাবে মানিয়ে নিতে পারে না।
আসলে মন খারাপের পিছনে অনেক কারণ থাকে। কারণহীন কখনো মন খারাপ হয় না। প্রত্যেকটা বিষয়ের পিছনে কোন না কোন কারণ থেকে থাকে। তবে যাই হোক বিষয়টা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
ভিন্ন সময় মানুষের মন মানসিকতা ভিন্ন রকম থাকে। স্বাভাবিক অবস্থায় যখন একজন মানুষের মন ভালো থাকে তখন সে যে কোন কাজে ফোকাস করতে পারে বা সবার সাথে স্বাভাবিকভাবে মিশতে পারে কিন্তু যখন কিছুটা মন খারাপ থাকে তখন সবকিছুুর সাথে নিজেকে স্বাভাবিকভাবে মানিয়ে নিতে পারে না।