চিরচেনা পৃথিবী

space-1903435_1280.jpg

Source

আমাদের সৌরজগতের অতি ক্ষুদ্র একটি অংশ আমাদের এই পৃথিবী কিন্তু আমাদের কাছে এই পৃথিবী হচ্ছে সবকিছু। আমরা আশেপাশে যা কিছু দেখছি না কেন যত ধরনের গবেষণা থেকে শুরু করে যত কিছুই হোক না কেন আমাদের এই পৃথিবীর মধ্যেই করে যাচ্ছি এবং এটা আমাদের জন্যই অনেকটা বড় মনে হয়। তবে মহাবিশ্বের কাছে এই পৃথিবী অতি ক্ষুদ্র একটি বিষয় কিন্তু তারপরও এই বিষয়গুলো যদি আমরা একটু কল্পনা করি দেখতাম তাহলে হয়তো আমরা একে অপরের প্রতি বিদ্বেষ কিংবা রাগ কখনোই রাখতাম না। একটু জমি নিয়ে কত ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, কত মারামারি, কত ধরনের হত্যা আরো কত ধরনের অপরাধ চারিদিকে ঘটে যাচ্ছে। আমরা কি এ ধরনের চিরচেনা পৃথিবী চেয়েছিলাম...?

বৈজ্ঞানিকরা বিভিন্ন ধরনের গবেষণার মাধ্যমে আমাদের এই পৃথিবীকে বাইরে থেকে আসা অস্ত্ররয়েড কিংবা অন্যান্য বাহ্যিক বিষয়গুলো থেকে অনেক আগে থেকেই রক্ষা করার বিভিন্ন ধরনের মিশন পরিকল্পনা করে আসছেন। তবেই আবার কিছু কিছু বিজ্ঞানীরা এটাও বলেছেন পৃথিবীর ধ্বংস হবে অভ্যন্তরীণ কারণে অর্থাৎ এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করে হয়তো এই পৃথিবী বিনষ্ট হয়ে যাবে।

যারা মহাকাশ নিয়ে পড়াশোনা করেন তারা অনেকেই জেনে থাকবেন আমরা অনেকেই ভাগ্যবান যে আমরা পৃথিবীর মত একটি জায়গায় আমাদের জন্ম হয়েছে। কারণ পৃথিবী ব্যতীত এখনো অন্য কোন গ্রহে প্রাণের অস্তিত্ব নেই এবং আমরাও অন্য কোন গ্রহে যে বেশিদিন বেঁচে থাকতে পারবো না। আমরা সবাই মরে যাব। কোন না কোন একদিন কিন্তু তারপরও এই বিষয়টি আমরা মেনে নিতে পারি না এবং বিভিন্ন ধরনের অপকর্মের সাথে লিপ্ত হয়ে যায় ক্ষনিকের সুখের জন্য।

আমরা কি এই চিরচেনা পৃথিবীতে চেয়েছিলাম? আমরা তো সাধারণ মানুষ। আমরা সব সময় শান্তি চাই। আমরা রাজনীতি বুঝি না আমরা শুধুমাত্র শান্তিতে বাঁচতে চাই তবে এই বাঁচতে চাওয়াটাও একটা অপরাধ হয়ে যায় মাঝে মাঝে সেটাই মনে হয় আমার কাছে। যাই হোক আপনাদের কি মনে হয় এই চিরচেনা পৃথিবী কে নিয়ে? মন্তব্যে লিখতে পারেন... আজকের মত এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 2 days ago 

হতে পারে আমাদের পৃথিবী মহাকাশের মধ্যে অতি ক্ষুদ্র একটা অংশ। তবে এই ক্ষুদ্র অংশটাই আমাদের মানুষদের তথা পৃথিবীর প্রত্যেকটি জীবের কাছেই অতীব গুরুত্বপূর্ণ। আপনার মতো আমারও মন্তব্য এটাই আমরা পৃথিবীতে শান্তিতে বাঁচতে চাই কোনো রাজনীতি কিংবা দাঙ্গা হাঙ্গামায় জড়িত থাকতে নয়। পরিশেষে এটাই চাইবো সর্বত্র শান্তি বিরাজমান হোক।