মেয়ের জন্মদিনে কেক কাটার মূহুর্ত

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজ আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG-20241116-WA0008.jpg

এর আগে কয়েকটি পোস্টে আপনাদের সাথে আমি আমার মেয়ের জন্মদিনের কিছু মুহূর্ত শেয়ার করেছি। তবে আজকে শেয়ার করব জন্মদিনের কেক কাটার মুহূর্তটি। সারাদিন স্কুল পড়াশোনা সব শেষ করে সন্ধ্যা বেলা কেক করার জন্য প্রস্তুতি নিয়েছি।এর জন্য প্রথমে আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম।

IMG-20241116-WA0004.jpg

IMG-20241116-WA0022.jpg

IMG-20241116-WA0023.jpg

এরপর বার্থডে গার্লের কিছু ছবি তুলে নিয়েছিলাম যাতে বড় হয়েও এই ছবিগুলো দেখতে পারে।আর আমার মেয়ে ছবি তুলতে খুবই পছন্দ করে। এই পার্টি ড্রেস পরে সাইকেল নিয়ে ছবি তুলবে ওর বাবাও সেরকমই একটি ছবি তুলে দিয়েছে।এরপর ভাই বোন ভাইয়ের সঙ্গে ও কিছু ছবি তুলেছিল।

IMG_20241028_204353.jpg

IMG_20241028_203835.jpg

এইটা হচ্ছে ওর জন্মদিনের কেকের ছবি।আগেই বলছিলাম কেকটা আমিও ড্রেসের সাথে ম্যাচিং করে অর্ডার দিয়েছিলাম। কেকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর কেকের টেস্টটাও অসাধারণ ছিল। আমারনমেয়ে তো খুব পছন্দ করেছে কেকটা আর যারা যারা খেয়েছে সবাই বলেছে কে কে টেস্টটা একদম দারুন ছিল

1000013116.jpg

1000013110.jpg

মেয়ে তো কেক কাটার জন্য অনেকটা সময় অপেক্ষা করছে। সে তো কেক কাটার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছি।ল তাই ওর বাবার সাথে কেটে নিয়েছে। আর আমি ছবি তুলছিলাম। পরে আমি ওকে খাইয়ে দিয়েছি।

এই ছিল আমার আজকের আয়োজন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

আপনার মেয়েকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা দোয়া করি সে যেনো বড় হয়ে একজন ভালো মানুষ হয়ে উঠে। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখে।

 3 months ago 

আমারও তাই ইচ্ছে আপি। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটা মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 3 months ago 

শুভ জন্মদিন মামনী অনেক অনেক শুভকামনা রইলো তোমার জন্য। রাজকুমারী লাগছে। কেকটি দারুণ হয়েছে। বাবা,মা,ভাইয়ের সাথে অসাধারণ লাগছে বার্থডে গার্লকে।ধন্যবাদ সুন্দর গুছিয়ে পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 3 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাবি চমৎকার মন্তব্য করে আমার পাশে থাকার জন্য। শুভকামনা রইল।

 3 months ago 

দেখতে দেখতে আপনার মেয়ে অনেক বড় হয়ে গেল। এ বছর আপনার মেয়ের জন্মদিন উপলক্ষে বেশ ভালো একটি আয়োজন করা হয়েছিল ,দেখে বেশ ভালো লাগলো। আশা করছি আপনার মেয়ে একদিন আপনার পরিবারের মুখ উজ্জ্বল করবে। আপনার মেয়ের জন্য দোয়া রইলো।

 3 months ago 

অনেক অনেক দোয়া করবেন আমার মেয়ের জন্য। ভালো থাকবেন।

 3 months ago 

আপনার মেয়ের জন্মদিনে অনেক অনেক শুভ কামনা জানাই। সুস্থ থাকুক। অনেক অনেক বড় হোক। জন্মদিনের কেক খুব সুন্দর দেখতে হয়েছিল। আপনার মেয়েটা কিন্তু ভীষণ সোনা মেয়ে। কারণ জন্মদিনের দিন আর স্কুল পড়াশোনা সব কিছু করেছে।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। অনেক শুভকামনা রইল।

 3 months ago 

প্রথমেই আপনার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আপনার মেয়ের জন্মদিনের কেক কাটার মুহূর্ত দেখে খুব ভালো লাগলো আপু। তাছাড়া ফটোগ্রাফি গুলোও জাস্ট অসাধারণ হয়েছে। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।