You are viewing a single comment's thread from:

RE: গান কভার: মানুষ ভজলে সোনার মানুষ হবি... (লালনগীতি)

in আমার বাংলা ব্লগlast month

বিশেষ করে ছোটবেলার স্মৃতির কথা, পুরস্কার পাওয়া, জড়তা কাটিয়ে সামনে আসার অভিজ্ঞতা – এগুলো খুবই অনুপ্রেরণাদায়ক। তুমি যেভাবে নিজের ভালোবাসাকে লালন করছো আর অন্যদের সঙ্গে তা ভাগ করে নিচ্ছো, সেটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। "মানুষ ভজলে সোনার মানুষ হবি..." – এই গানটিও এক গভীর দর্শনের বার্তা দেয়, আর তোমার কণ্ঠে শুনতে নিশ্চয়ই আরও হৃদয়গ্রাহী হয়েছে।

Sort:  
 last month 

হ্যাঁ বন্ধু "মানুষ বুঝলে সোনার মানুষ হবি" এই গানটি গভীর দর্শনের বার্তা দেয়। তোমার সুন্দর সাবলীল ভাষার মন্তব্য করে মুগ্ধ হয়ে গেলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।