"লোভ একটি আগুনের মতো—যত বেশি তাতে জ্বালানি দিই, ততই তা বড় হতে থাকে এবং এক সময় তা আমাদের মন-মানসিকতা, নৈতিকতা এবং সম্পর্কগুলো পুড়িয়ে দেয়। মানুষের প্রকৃত সুখ আসে সততা, পরিশ্রম ও ভালোবাসা থেকে। অর্থ কামনা দোষের নয়, কিন্তু যখন সেই কামনা লোভে পরিণত হয়, তখনই শুরু হয় অবক্ষয়ের যাত্রা। তাই আমাদের উচিত সৎ পথে থেকে নিজেকে গঠনের চেষ্টা করা, যাতে আমরা সমাজে একজন মূল্যবান ও শ্রদ্ধার যোগ্য মানুষ হিসেবে পরিচিত হতে পারি।"