RE: স্টিমিট-কে জনপ্রিয় করে তুলতে টুইটার, ইউটিউব, টেলিগ্রামএবং ফেসবুকের ব্যবহার
স্টিম এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে আমি মনে করি সে কারণেই এর জনপ্রিয়তা পাচ্ছে না। যেমন, youtube, facebook, twitter এগুলোতে যে কোন কিছু সার্চ করলেই চলে আসে কিন্তু স্টিমে কোন সার্চ অপশন নেই। অনেকে এখানে এসে কি করবে বুঝতে পারে না কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব সহজেই সবকিছু করতে পারে। বিশেষ করে android যে অ্যাপ গুলো রয়েছে আমরা ব্যবহার করে থাকি সেগুলোর জনপ্রিয়তা সবচেয়ে বেশি কিন্তু স্টিমে সেই ধরনের কোন অ্যাপস নেই। যেখানে বিস্তারিত সবকিছু একীভূত থাকবে। যেটা সবাইকে আগ্রহ প্রকাশ করাবে খুব সহজেই বিস্তারিত জানতে পারবে। একটা কথা ঠিক বলেছেন দাদা এই প্লাটফর্ম কে সবাই ইনকামের সোর্স হিসেবে মনে করে সেজন্য অনেকেই এখানে কিছুদিন কাজ করতে না করতেই অনগ্রহী হয়ে ওঠে। ফেসবুকে যেমন আমরা কোন প্রফিট ছাড়াই বিনোদন নেওয়ার জন্য ব্যবহার করি নিজের চিন্তাধারা ক্রিয়েটিভ মনোভাব প্রকাশ করি। কখনো এই ধরনের চিন্তাভাবনা থাকে না যে এখান থেকে আমরা কোন উপকৃত হচ্ছি কিনা। খুব অল্প দিনের মধ্যেই ইনস্টাগ্রাম টুইটার যেগুলো জনপ্রিয়তা পেয়েছে আমি মনে করি তার চেয়ে স্টিম অনেক জনপ্রিয়তা পাবে কারণ নিরাপত্তা জনিত কারণে। দাদা আপনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন প্রত্যেকটা রুলস স্টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলেই এই প্লাটফর্ম অনেক দূর এগিয়ে যাবে। যেমন ফটোগ্রাফি, ভিডিও, নিজের ক্রিয়েটিভ চিন্তাধারা এবং বিভিন্ন ধরনের গল্প শেয়ার সোশ্যাল মিডিয়ায় যেগুলো এমনিতেই শেয়ার করতে সবাই পছন্দ করে। এগুলো সহজে করতে পারলেই অনেক জনপ্রিয়তা পাবে।