আজকে আপনি যে জলরুটি রেসিপি তৈরি করেছেন সেটা আমিও অনেকবার খেয়েছি । আমাদের এখানে ভিন্ন নাম চাপরা পিঠা অনেক মজা খেতে। সকালে ঘুম থেকে উঠে আম্মা এই ধরনের চাপরা পিঠা বানাইত খেতে দারুন মজা। অনেক দিন পর সেই ধরনের রেসিপি দেখতে পেলাম। অনেকদিন হলো খাওয়া হয় না। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করলো। এক সময় বাড়িতে তৈরি করে খাওয়ার চেষ্টা করব।
একেক এলাকায় এই জল রুটিকে একেক নাম বলে।আন্টি সকালে এই রুটি বানাতো ও খেয়ে মজা পেতেন জেনে ভালো লাগলো।