You are viewing a single comment's thread from:

RE: একগুচ্ছ অণুকবিতা "রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম"

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি প্রেমে পড়েছি তার রূপে নয়,
ব্যক্তিত্বে ।
আমি প্রেমে পড়েছি তার কথায় ভুলে নয়,
কথার দামে ।
আমি প্রেমে পড়েছি তার শরীরের মোহে নয়,
বরং, তার শারীরিক পরিশ্রমে ।

আমি ভালোবেসেছি তাকে দেখে নয়,
তার অন্তরটাকে দেখে ।

প্রকৃত ভালোবাসার অন্তর্নিহিত বিষয় ফুটিয়ে তুলেছেন আপনার কবিতার মধ্যে আমার কাছে এই লাইনগুলো অনেক ভালো লেগেছে। যেটা ভালোবাসার আসল বাস্তবতা তুলে ধরেছেন। যেটা পড়ে অনেক ভালো লাগলো দাদা।

Sort:  

Thank You for sharing...