You are viewing a single comment's thread from:

RE: সংগ্রামে প্রণয় (My Original Bengali Poetry "Love in Conflict")

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা 'সংগ্রাম পরিণয়' কবিতা চমৎকার লেগেছে । আপনার কবিতায় বর্তমান সমাজের প্রেক্ষাপট তুলে ধরেছেন। মানুষ তার সততা ও ন্যায়পরায়ণতাকে ভুলে গিয়ে অসৎ পথ বেছে নিয়েছেন।

হয়তো ভালোবাসার তীব্রতা নিয়ে,
একদিন ফুরিয়ে যাবো আমি ও,
শূন্যতায় অস্তিত্ব বাজি রেখে।
ভালোবাসার রাজ্যে আমি চিরদিন কলঙ্কিত নায়ক।

ভালোবাসা নিয়ে অনেক সুন্দর লিখেছেন। ভালোবাসা মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। জীবনে সুখী হতে গেলে খুবই প্রয়োজন।যা অনেকের জীবনে কলঙ্কিত ডেকে আনে।আমার মতো ব্যাখা দেওয়ার চেষ্টা করেছি। এতো সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।