ট্রাভেল: সমুদ্র বিলাস // by ripon40

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • সমুদ্র বিলাস
  • ২৫, জানুয়ারী ,২০২৫
  • শনিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি সমুদ্র বিলাসের মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করবো।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।



1000063547-01.jpeg


Device : Redmi Note 11
সমুদ্র বিলাস
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..





তাহলে চলুন শুরু করি


জানুয়ারি মাসে ১৮ তারিখে আমরা বান্দরবান এবং কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম ঘুরতে। আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগে অনেক প্ল্যান করি। বর্তমান সবাই অনেক ব্যস্ত কেউ বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে। সেজন্য সবার একসঙ্গে হওয়াটা অনেক কষ্টকর। অনেক প্ল্যান পরিকল্পনা শেষে আমরা ১৮ তারিখে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। বান্দরবান পাহাড়ি অঞ্চলে ঘোরাঘুরি করার জন্য যে সকল প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন সেগুলো আমরা আগেই কিনেছিলাম। আমাদের কুষ্টিয়া থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বিকেল পাঁচটার দিকে রওনা হওয়ার পর আমরা কমলাপুর রেলস্টেশনে গিয়ে পৌঁছাই নয়টার দিকে। আমরা যখন বান্দরবন শহরে পৌঁছায় তখন সকাল 11 টা বাজে। অনেক পথ জার্নি করার মাধ্যমে সবাই ক্লান্ত ছিলাম। যাইহোক আপনাদের সাথে ধারাবাহিকভাবে বান্দরবান ঘুরাঘুরি মুহূর্তের দৃশ্যপট পর্ব আকারে শেয়ার করে চলেছি।

IMG_20240122_151606-01.jpeg

IMG_20240122_151801-01.jpeg

IMG_20240122_152115-01.jpeg

IMG_20240122_152118-01.jpeg

IMG_20240122_152129-01.jpeg


Device : Redmi Note 11
সমুদ্র সৈকত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এর আগে আপনাদের সাথে ধারাবাহিকভাবে পর্ব আকারে পাহাড়ি অঞ্চলের কাটানো মুহূর্তের দৃশ্য শেয়ার করেছিলাম। আজকে কক্সবাজার সমুদ্র সৈকতে কাটানো মুহূর্তের দৃশ্য তুলে ধরব। আমাদের প্রথমে প্লান ছিল কক্সবাজার ঘোরাঘুরি করার পর পাহাড়ি অঞ্চলে ঘোরাঘুরি করব কিন্তু ট্রেনের টিকিটের ঝামেলা থাকায় সেটা সম্ভব হয়নি। প্রথমে পাহাড়ি অঞ্চলে ঘোরাঘুরি করে তারপর আমরা বান্দরবান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই। আমরা বান্দরবন থেকে সন্ধ্যা টাইমে কক্সবাজারে উদ্দেশ্যে রওনা দেই। সেখান থেকে যেতে বেশি সময় লাগেনি আনুমানিক রাত নয়টা দশটার দিকে আমরাও পৌঁছে যাই।

IMG_20240122_152245-01.jpeg

IMG_20240122_152249-01.jpeg

IMG_20240122_161558-01.jpeg

IMG_20240122_161558-02.jpeg

IMG_20240122_161741-01.jpeg


Device : Redmi Note 11
নিরিবিলি পরিবেশ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আগে থেকে আমাদের হোটেল বুক করা ছিল। সাগর ভাইয়ের বন্ধু তিনি হোটেলের মালিক সেজন্য আমাদের হোটেল বুক করায় কোন ঝামেলা হয়নি। আমরা কক্সবাজার পৌঁছানোর পর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দেওয়ার জন্য রেডি হই। খাওয়া-দাওয়া শেষ করে আবার হোটেলে ফিরে আসি। কারণ অনেক ক্লান্ত ছিলাম সবাই রাতের বেলা শীতের সময় সমুদ্রের পাড়ে গিয়ে কাটানো মুহূর্তটা তেমন একটা সুখকর হয় না। এর আগে যখন কক্সবাজার গিয়েছিলাম গরমের সময় সেই টাইমে সমুদ্রের রাতের বেলা কাটানো মুহূর্তগুলো দারুন ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন প্রচন্ড শীত ছিল। শীতের সময় সমুদ্র সৈকতে প্রচন্ড বাতাস থাকে এমনিতে ঠান্ডা জনিত সমস্যা সেজন্য রাতে বীচে যাওয়ার ইচ্ছা ছিল না।

IMG_20240122_161748-01.jpeg

IMG_20240122_163301-01.jpeg

IMG_20240122_163304-01.jpeg

IMG_20240122_163308-01.jpeg

IMG_20240122_164306-01.jpeg


Device : Redmi Note 11
প্রশান্তির অনুভূতি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



সবাই যেহেতু অনেক ক্লান্ত ছিলাম খুব দ্রুত ঘুমিয়ে পড়ি, সকাল দশটার দিকে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে সমুদ্রে তীরে যাওয়ার জন্য রেডি হই। সেদিন ভালোই রোদ ছিল প্রচন্ড বাতাস আমরা সবাই শীতের পোশাক পড়ে গিয়েছিলাম ।কারণ প্রচন্ড বাতাসে শীত লাগবে এটাই স্বাভাবিক। লাবনী বীচে আমরা বসে আড্ডা দিতে থাকলাম। সেই সময় মানুষের সমাগম খুবই কম ছিল। একান্ত নিরিবিলি পরিবেশ সমুদ্রের প্রান্তে সূর্যের ঝিলিক মুখে এসে পড়ছে। সেখানে গিয়ে যে যার মত ফটোগ্রাফি করতে শুরু করল। আমি বসে বসে সমুদ্রের বিশালতা উপভোগ করতে থাকলাম। সমুদ্রের পাড়ে গেলে জীবনের সকল দুঃখ-কষ্ট যেন দূর হয়ে যায় ।সেজন্য সবারই উচিত মাঝে মাঝে সমুদ্র সৈকতের তীরে গিয়ে দারুন সময় কাটানোর। আশা করি এই পর্ব আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীকক্সবাজার সমুদ্র বিলাস
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনকক্সবাজার

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 2 months ago 

Screenshot_2025-01-25-13-47-26-185_com.android.chrome.jpg

Screenshot_2025-01-25-13-46-37-601_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-01-25-13-46-11-491_com.twitter.android.jpg

 2 months ago 

কক্সবাজার ভ্রমণ আমার কাছে খুবই ভালো লাগে। বন্ধু আমাদের কক্সবাজার ভ্রমণ সত্যিই অনেক বেশি সুন্দর ছিল। বিশেষ করে আমরা যখন সকালে ঘুম থেকে উঠে সমুদ্র বিলাস করতে গিয়েছিলাম তখনকার মুহূর্তগুলো সত্যিই অসাধারণ ছিল। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে উপস্থাপন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

তোমার জন্য সুন্দর ছিল না বন্ধু আসলে মনের কথাটা বললে না । কারণ প্রচন্ড শীত ছিল শীতের মধ্যে কক্সবাজারে গোসল করা তেমন একটা মজা নেই। সেটা ভালোই বুঝতে পেরেছি।

 2 months ago 

আপনার এই ভ্রমণ পোস্ট আমার কাছে তো অনেক ভালো লাগলো। তবে আপনার পাশে যে মহামানব চশমা মাথায় দিয়ে শুয়ে রয়েছে তাকে দেখে আরো ভালো লাগলো। যাহোক ভাইয়া খুব সুন্দর প্রমাণ পোস্ট শেয়ার করেছেন। অনেক অনেক মুগ্ধ হলাম।

 last month 

তিনি আসলেই মহামানব অনেক ভালো একজন মানুষ ।বন্ধুর সাথে ঘুরতে গিয়ে দারুন সময় পার করেছি সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

ভ্রমণ করতে পছন্দ করে না এমন মানুষ খুব কম রয়েছে। ভ্রমণ করলে বিভিন্ন স্থান সম্পর্কে অবগত হওয়া যায় এবং অনেক ভালোলাগার কিছু দেখতে পাওয়া যায়। কক্সবাজার ভ্রমণ করেছেন এবং সেখান থেকে অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। সেই সাথে আজকের পোস্টে বর্ণনা করে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।

 last month 

কক্সবাজার গেলে মন ফ্রেশ হয়ে যায়। অতীতের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এভাবে সমুদ্রের দিকে তাকিয়ে থাকার বিষয়টি সত্যিই সেরা ছিল। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

অসাধারণ একটি ভ্রমণের পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো আজকে আপনার এই ভ্রমণের পোস্টটি পড়ে। একই সাথে সমুদ্র সৈকতের অসাধারণ সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। দারুন একটি ভ্রমণের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

সমুদ্র সবসময় অনেক সুন্দর। যেটা মানুষকে আকৃষ্ট করে। সমুদ্রের তীরে গেলে ভালো লাগা কাজ করে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

মাঝে মাঝে ফেসবুকে দেখি অনেক গ্রুপে জিজ্ঞেস করে পাহাড় না সমুদ্র। আপনারা দেখছি পাহাড় ঘুরে সমুদ্র দেখতে গিয়েছেন। সবাই কর্মে যোগ দিলে এটাই সমস্যা। একসঙ্গে ঘুরতে যাওয়া কঠিন হয়ে পড়ে। সমুদ্রের পাড়ে সময় টা দারুণ কাটিয়েছেন ভাই। দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last month 

হ্যাঁ আমাদের কাছে দুটোই অনেক প্রিয়। সেজন্য একসঙ্গে দুটোই ঘুরে দেখেছি অনেক ভালো লেগেছে আমার কাছে। সমুদ্রে গরমের সময় আমার কাছে বেশি ভালো লাগে।