টার্গেট ডিসেম্বর সিজন-৫|| ২০০ স্টিম পাওয়ার বৃদ্ধি || Target December -200 STEEM power up|| by ripon40

in আমার বাংলা ব্লগ8 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • ২০০ স্টিম পাওয়ার বৃদ্ধি
  • ২১, মার্চ ,২০২৫
  • শুক্রবার


আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপ করছি।আমি পাওয়ার আপকে ভালোবাসি।

Black Modern Minimalist Reminder Instagram Post_20250123_232157_0000.png

Made by canva app

আমি প্রথমেই ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ কমিউনিটিকে" এতো সুন্দর একটি প্লাটফর্ম আমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা বাংলা ভাষায় মনের ভাব সহজেই প্রকাশ করতে পারছি। আমার বাংলা ব্লগ কমিউনিটি পাওয়ার আপ করাকে সাধুবাদ জানায়। আমি বিগত তিন বছর যাবৎ পাওয়ার আপ করে চলেছি। যেটা আমার সাপ্তাহিক ইনকাম থেকে। আমার সাপ্তাহিক ইনকামের ৫০-৬০% পাওয়ার আপ করার চেষ্টা করি।যেটা প্রতিনিয়ত চলমান থাকবে সাপ্তাহিক হিসেবে। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মডারেটর বিন্দু বিশেষ করে @rex-sumon ভাই @heroism প্রজেক্ট হাতে নিয়েছে। সেখানে যদি আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের পাওয়ার মিলিত করি তাহলে ভোটিং ভ্যালু বৃদ্ধি পাবে।যা থেকে ভালো ভালো কন্টেন্ট গুলো সুবিধা পাবে।সেই জন্য আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করি।তার পাশাপাশি হিরোইজমে ডেলিগেশন করার চেষ্টা করি। সুমন ভাইয়ের সিদ্ধান্তে উপনীত হয়ে অনেকে ডিসেম্বরের লক্ষ্যে পাওয়ার আপ করে চলেছেন।যার যতটুকু সাধ্য অনুযায়ী পাওয়ার করে চলেছেন।টার্গেট ডিসেম্বর সিজন ফোর শেষ করে আবার সিজন-৫ চলমান রয়েছে। সবাই তার লক্ষ্য অনুযায়ী পাওয়ার আপ করে চলেছে।ভিত্তি নাহ থাকলে কোথাও টিকে থাকা সম্ভব নয়। ভিত্তি শক্তিশালী করার জন্য সবাইকে পাওয়ার আপ করা উচিৎ ।আমার টার্গেট এই বছরের মধ্যে ১৫,০০০ স্টিম পাওয়ার আপ করার। আজ আমি ২০০ স্টিম পাওয়ার আপ করবো।২০০ স্টিম পাওয়ার আপ করার পর লক্ষ্যে পৌঁছাতে ২৩৪৬ স্টিম বাকি রয়েছে। আমার সাপ্তাহিক ইনকাম এর অর্ধেকটা পাওয়ার আপ করার চেষ্টা করি । নিজের সক্ষমতা বৃদ্ধির জন্যই পাওয়ার আপ করা।

IMG_20250321_215424.jpg

  • আমার লিকুইড স্টিম রয়েছে প্রায় ৩২২+ স্টিম। আর স্টিম পাওয়ার রয়েছে ১২৪৫৪ স্টিম। আমার লিকুইড স্টিমের প্রায় সম্পূর্ণটা পাওয়ার আপ করবো।

IMG_20250321_215437.jpg

  • আমার লিকুইড স্টিম থেকে ২০০ স্টিম পাওয়ার কনর্ভাটে বসিয়ে নিয়ে ওকে করে দিয়েছি।

IMG_20250321_215459.jpg

  • আমার আগে স্টিম পাওয়ার ছিল ১২৪৫৪ স্টিম। পাওয়ার আপ করার পর এখন স্টিম পাওয়ার হয়েছে ১২৬৫৪ স্টিম।আমি পাওয়ার আপ করতে ভালোবাসি। যেটা ভবিষ্যতে চলমান থাকবে।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 days ago 

Screenshot_2025-03-21-22-22-15-898_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-03-21-22-21-40-433_com.twitter.android.jpg

Screenshot_2025-03-21-22-18-10-333_com.twitter.android.jpg

 8 days ago 

অনেক বড় একটি অ্যামাউন্ট আজকে পাওয়ার আপ করলেন, যা সত্যিই প্রশংসনীয়। আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।

 8 days ago 

১৫ হাজার স্টিম পাওয়ার পূর্ণ করার টার্গেট নিয়ে পাওয়ার আপ করেছেন। বেশ বড় একটা অ্যামাউন্ট পাওয়ার আপের জন্য নির্ধারণ করেছেন। সাপ্তাহিক ইনকামের অর্ধেকটা পাওয়ার আপ করেন জেনে ভালো লাগলো। লক্ষ্যের অনেকটা কাছে চলে এসেছেন। আশা করছি ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে গেলে কাঙ্খিত লক্ষ্যে অতি শীঘ্রই পৌঁছে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 8 days ago 

বড় একটা এমাউন্ট পাওয়ার আপ করলেন নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে। এতে করে অনেকটা ই এগিয়ে গেলেন। আপনি।নিজ লক্ষ্যে পৌঁছে যেতে এভাবে ই এগিয়ে যাবেন এমনটাই আশাকরি। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 7 days ago 

আজকে আপনি এত বড় এমাউন্টের পাওয়ার আপ করেছেন দেখে খুব ভালো লাগলো। প্রতিনিয়ত এভাবে পাওয়ার আপ করতে থাকলে আপনার স্টিম পাওয়ার অনেক বৃদ্ধি করতে পারবেন । আশা করছি খুব শীঘ্রই আপনার লক্ষ্যটাও পূরণ হয়ে যাবে। ধারাবাহিকতা বজায় রেখে এভাবেই এগিয়ে যান।

 7 days ago 

আপনি তো দেখছি বেশ বড় এমাউন্টের পাওয়ার আপ করেছেন ভাই। আপনি ২০০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ১২,৬৫৪+ এসপি তে পৌঁছে গেলেন। এই সিজনে আপনি অবশ্যই ট্রিপল ডলফিন অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 2 days ago 

একাউন্টঃ @ripon40
পাওয়ার বৃদ্ধিঃ = 1.60591%