স্পোর্টস : রিয়াল মাদ্রিদের লীগ শিরোপা থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা //by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- রিয়াল মাদ্রিদের শিরোপা হাত ছাড়া হওয়ার সম্ভাবনা
- ০৩, মার্চ ,২০২৫
- সোমবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ছবিঃ Kirar tv থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।
ম্যাচের পরিসংখ্যান:
রিয়াল বেটিস | রিয়াল মাদ্রিদ |
---|---|
মোট শট-১৮ | মোট শট-০৯। |
টার্গেটের শট-০৩ | টার্গেটের শট-০২। |
দৈর্ঘ্য | ৯০ মিনিট । |
বল পজিশন -৪১% | বল Let's -৫৯% |
পাস করে -৩৮৮ | পাস করে -৫৫১ |
পাস নির্ভুলতা-৮৫% | পাস নির্ভুলতা-৮১% |
ফাউল-১৭ | ফাউল-১২ |
---|---|
হলুদ কার্ড- ০৩ | হলুদ কার্ড - ০৪ |
রেড কার্ড- ০০ | রেড কার্ড-০০ |
অফসাইডস-০০ | অফসাইডস-০০ |
কোণ-০৯ | কোণ- ০২ |
সময়কাল রাত ১১.০০ টায় | ০২.০৩.২০২৫ইং |
ফলাফল : | রিয়াল বেটিস-০২ রিয়াল মাদ্রিদ-০১ |
ম্যাচের সারসংক্ষেপ
আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।
গত মৌসুমীর তুলনায় এবার লা লিগা অনেকটা জমে উঠেছে। রিয়াল মাদ্রিদ বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদ তারা এমনভাবে প্রতিযোগিতা করছে এবারের লাল লিগা কে জিতবে নির্দিষ্ট করে বলার উপায় নেই। তাদের পয়েন্ট ব্যবধান খুবই কম। যদিও ২৬ ম্যাচ খেলে এখন পর্যন্ত বার্সেলোনা ৩ পয়েন্ট এগিয়ে আছে। এই তো কিছুদিন আগে অনেক পয়েন্টের ব্যবধানের রিয়াল মাদ্রিদ একে ছিলৃ বর্তমান তাদের অবস্থা তিন নম্বরে চলে গিয়েছে ।অ্যাটলেটিকো মাদ্রিদ ২ নাম্বারে রয়েছে। পয়েন্ট এর ব্যবধান যদিও অনেক কম তবুও রিয়াল মাদ্রিদের জন্য গতকালকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। রিয়াল মাদ্রিদ কখন ভালো খেলে কখন খারাপ খেলে বোঝার উপায় নেই।
রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগ এতটা শক্তিশালী অন্য কোন ক্লাবে নেই। তবুও তাদের পারফরমেন্স হতাশ করছে আক্রমণাত্মক ফুটবল খেলা তাদের কাছ থেকে আশাই করছি না। বিশেষ করে লীগের খেলা গুলো তাদের পারফরম্যান্স খুবই খারাপ চ্যাম্পিয়ন্স লিগে তারা ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে চলেছে। পয়েন্ট তালিকা নিজেদের অবস্থান ধরে রাখার জন্য রিয়াল ব্যাতিসের সাথে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদিও খেলার শুরুতে তারা আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। প্রতিপক্ষ দলের পারফরমেন্স খুবই ভালো ছিল সেজন্য নিজেদের ডিফেন্স লাইন খুবই শক্তিশালী করে খেলা প্রয়োজন ছিল।
দুই দল খেলাটি শুরু করে স্বাভাবিকভাবে তেমন কোন আক্রমণ দেখতে পায় না দশ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ দারুন একটি সুযোগ পায় সেই সুযোগটি কাজে লাগিয়ে দলকে এক শূন্য গোলে এগিয়ে নিয়ে যায় যেহেতু রিয়াল মাদ্রিদ 1-০ গোলে এগিয়ে গিয়েছে সেজন্য এই ম্যাচটি তাদের জেতা খুবই সহজ হবে এটাই স্বাভাবিক। প্রতিপক্ষ দল গোল দেয়ার জন্য মরিয়া হয়ে উঠবে সেই সুযোগটি কাজে লাগানোর জন্য রিয়াল মাদ্রিদ দারুন একটা প্লাস পয়েন্ট পেয়েছিল। যেটা তারা কাজে লাগাতে পারেনি। এরকম অনেকগুলো সহজ সুযোগের মিস করে সেখানে প্রতিপক্ষ সুযোগটি কাজে লাগানোর জন্য মরিয়া হয়ে ওঠে।
যাইহোক, নির্দিষ্ট টাইম বিরতি শেষে খেলাটি আবার শুরু হয়।৩৪ মিনিটের মাথায় রিয়াল ব্যাতিস দারুন একটি সুযোগ পায়। যেটা কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরায় ।কর্নার কিক থেকে হেডের মাধ্যমে গোল করে দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করে। রিয়াল মাদ্রিদ কোথায় যেন হারিয়ে গেল তাদের তেমন একটা দেখতে পায়নি। এই ধরনের বাজে পারফরমেন্স সত্যিই হতাশা বয়ে আনে। তেমনটাই লেগেছে তাদের এত ভালো ভালো প্লেয়ার থাকতেও এত খারাপ পারফরমেন্স যেটা কখনোই কেউ আশা করেনা। তাদের এই বাজে পারফরমেন্স হয়তো পয়েন্ট তালিকা থেকে ছিটকে দেবে হয়তো ভেবেছিলাম গোলটি পরিশোধ হবে তাদের তেমন কোন আক্রমণ দেখতে পাইনি।
৫৪ মিনিটের মাথায় দারুন একটি পেনাল্টি পায় সেখান থেকে রিয়াল ব্যাতিস গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নিয়ে যায় আর অন্যদিকে রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়ে সেখান থেকে হয়তো রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াবে সেটাই প্রত্যাশা করেছিলাম কিন্তু তাদের আক্রমণাত্মক ফুটবল খেলা যেন হারিয়ে গিয়েছিল খুবই বাজে পারফরম্যান্স বিশেষ করে মিডফিল্ড খুবই বাজে ছিল যেটা আমার কাছে সবচেয়ে বেশি হতাশ লেগেছে তারা পরবর্তীতে আর কোন ভালো আক্রমণ করতে পারেনি। নির্দিষ্ট টাইম এর খেলা শেষে রিয়াল মাদ্রিদকে পড়াজয় মেনে নিতে হয়। আশা করি পরবর্তী ম্যাচে ভালো খেলবে। যেটা তাদের জন্য শিক্ষনীয় ।আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ

ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
লীগ থেকে অনেক টা ছিটকে গিয়েছে রিয়াল মাদ্রিদ এটা বলাই যায়। বার্সেলোনা যেমন ফর্মে রয়েছে মনে হয় না আর কোন পয়েন্ট ড্রপ করবে তারা। এবার লীগটা জেতার আশা শেষ। বেটিস এর কাছে এমন হার মোটেই গ্রহণযোগ্য না।