স্পোর্টস : চাম্পিয়ানস লীগ ( রিয়াল মাদ্রিদ ^ লিভারপুল )//by ripon40

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • চাম্পিয়ানস লীগ (রিয়াল মাদ্রিদ ^লিভারপুল )
  • ২৮, নভেম্বর ,২০২৪
  • বৃহস্পতিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





IMG_20241128_101902.jpg

ছবিঃ Kirar tv থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ম্যাচের পরিসংখ্যান:


রিয়াল মাদ্রিদলিভারপুল
মোট শট-০৮মোট শট-১৭।
টার্গেটের শট-০৩টার্গেটের শট-০৭।
দৈর্ঘ্য৯০ মিনিট ।
বল পজিশন -৩৭%বল পজিশন -৬৩%
পাস করে -৩৬৫পাস করে -৬১৭
পাস নির্ভুলতা-৮৭%পাস নির্ভুলতা-৯১%
ফাউল-১০ফাউল-১০
হলুদ কার্ড- ০৪হলুদ কার্ড - ০৩
রেড কার্ড- ০০রেড কার্ড-০০
অফসাইডস-০৩অফসাইডস-০১
কোণ-০৫কোণ- ০৮
সময়কাল রাত ২.০০ টায়২৮.১১.২০২৪ইং
ফলাফল :রিয়াল মাদ্রিদ-০০ লিভারপুল -০২

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

Screenshot_2024-11-28-10-09-51-333_com.google.android.youtube.jpg


দীর্ঘদিন ক্লাব ফুটবল বিরতি শেষে আবার খেলা শুরু হতে চলেছে। এই সময় ক্লাবের ফুটবল খেলা বিরতি থাকে দলের খেলা শুরু হয়ে যায়। কোপা আমেরিকা ইউরো কাপ আরো অন্যান্য উপমহাদেশীয় খেলা হয়ে থাকে। যে খেলা গুলো আমরা সবাই উপভোগ করেছি বিশেষ করে ইউরো কাপ এবং কোপা আমেরিকা এই দুটো আসর দর্শকের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে থাকে। এবার ইউরো কাপ সবচেয়ে বেশি উপভোগ করেছি কারণ ইউরোপ প্রতিটা দল খুবই শক্তিশালী কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় সেজন্য খেলা দেখে অনেক মজা হয়। কোপা আমেরিকা অনেকগুলো ভালো দল রয়েছে কিন্তু ইউরোর দল থেকে তুলনামূলকভাবে কম শক্তিশালী।

Screenshot_2024-11-28-10-11-21-096_com.google.android.youtube.jpg


আজকে আপনাদের সাথে আবার চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচ রিভিউ নিয়ে চলে আসলাম। আসলে যারা অনেকদিন যাবত ক্লাবের খেলা গুলো দেখেন না বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ বর্তমান তারা যদি খেলা দেখে অনেক ভিন্নতা উপলক্ষিত হবে। বিশেষ করে সিস্টেম একদমই চেঞ্জ করে ফেলা হয়েছে। যেটা বুঝতে অনেক সময় লাগে আমি প্রথমে ভালোভাবে বুঝতে পারছিলাম না। লীগের খেলার মাঝে কিছুদিন বিরতি গিয়েছে জাতীয় দলের খেলা যেগুলো দেখেছি আবার চ্যাম্পিয়নস লিগ শুরু হয়ে গেছে। পয়েন্ট টেবিলের খেলা এর আগের দিন অনেকগুলো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ছিল যেখানে বড় দলগুলোর পারফরমেন্স ভালোই ছিল। গতকাল রাতে রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুলের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়।

Screenshot_2024-11-28-10-12-16-747_com.google.android.youtube.jpg


আবারো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৪-২৫ মৌসুমের খেলা শুরু হয়ে গেল। বিগত চ্যাম্পিয়ন্স লিগে দেখতাম গ্রুপ পর্বের মাধ্যমে খেলা গুলো শুরু হতো। এবার ভিন্ন ধরনের তালিকাভিত্তিক খেলা শুরু হয়েছে। আপনি যদি সেটা ভালোভাবে না বুঝে থাকেন কিভাবে দলগুলোকে সাজানো হয়েছে। যেটা আমার কাছে অনেক কঠিন লেগেছিল বুঝতে কারণ এই ধরনের প্লানিং ফুটবল হয়তো অনেকেরই পছন্দ হবে না। যেটা আমার কাছে অনেক পছন্দ হয়নি । শুধু আমার কাছে নয় অনেক ফুটবলার যারা চ্যাম্পিয়নস লিগে খেলছে তাদেরও পছন্দ হয়নি। এই নিয়ম ফুটবলের ইতিহাসে অনেক ধরনের নিয়ম যুগের পরিবর্তনের মাধ্যমে দেখতে পেয়েছি। এবার আসলেই অনেকটা ভিন্ন প্লানে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হতে চলেছে।

Screenshot_2024-11-28-10-15-32-980_com.google.android.youtube.jpg


যাইহোক, বর্তমান রিয়াল মাদ্রিদ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে তাদের পারফরমেন্স অন্যান্য ক্লাবগুলোর চেয়ে সবচেয়ে উপরে। দলের স্কোয়াড শক্তিশালী হলেও তাদের পারফরম্যান্স খুবই খারাপ ।।যেমনটা প্রত্যাশা করেছিল তেমনটা হচ্ছে না যে দলে তারকা ভরা সেই দলটি সবচেয়ে বাজে পারফরমেন্স করছে। লিভারপুলের সাথে চ্যাম্পিয়ন্স লিগে তাদের পারফরম্যান্স খুবই ভালো কিন্তু তাদের খেলা দেখে আমি হতাশ এই ম্যাচটি কি হবে সেটার প্রেডিকশন করাই মুশকিল ছিল। যাইহোক, রিয়াল মাদ্রিদকে এগিয়ে রেখেছিলাম যেহেতু লিভারপুলের ঘরের মাঠে খেলা সেহেতু লিভারপুলের জেতার সম্ভাবনা অনেকটা রয়েছে। লিভারপুল ইংলিশ লীগের পয়েন্ট তালিকায় এক নম্বরে রয়েছে তাদের পারফরমেন্স গত কয়েক মৌসুম খারাপ গেলেও এবার তাদের পারফরম্যান্স খুবই ভালো।

Screenshot_2024-11-28-10-16-14-268_com.google.android.youtube.jpg


রিয়াল মাদ্রিদের অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার ইনজুরিতে পড়েছে বিশেষ করে ভিনিসিয়াস। এমবাপে থাকার পরেও তার পারফরম্যান্স একদমই বাজে খেলা শুরুতেই দোতলা আক্রমণত ফুটবল খেলা শুরু করে লিভারপুল চাইবে নিজেদের ঘরের মাঠে ম্যাচটি জিতিয়ে যাওয়ার প্রথমার্ধের খেলায় রিয়াল মাদ্রিদকে খুঁজে পাওয়া যায়নি অন্যদিকে লিভারপুল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। অনেকগুলো সহজ সুযোগ পায় কিন্তু তারা কাজে লাগাতে পারেনি। সুযোগগুলো মিস না করলে লিভারপুল প্রথমার্ধে এগিয়ে যেত। যাইহোক, রিয়াল মাদ্রিদের গোলকিপার দেওয়াল হিসেবে প্রত্যেকটা আক্রমণ থেকে রক্ষা করে দলকে। যেটা ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন্স থেকে করেই চলেছে। প্রতিপক্ষ দলের আতঙ্কের নাম হল হুব করতোয়া সত্যিই চ্যাম্পিয়ন্স লিগে তার প্রাচীরের মতো ঠেকিয়ে দেওয়ার বিষয়টি অবাক করে আমাকে।

Screenshot_2024-11-28-10-17-45-049_com.google.android.youtube.jpg


প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হয় ।লিভারপুল গোল দেয়ার জন্য মরিয়া হয়ে ওঠে ৫২ মিনিটের মাথায় দারুন একটি সুযোগ পায় । সেখান থেকে আর্জেন্টিনার মিডফিল্ডার আলিস্টার দারুন একটি গোল করে দলকে এক শূন্য বলে এগিয়ে নিয়ে যায়। সেখানে রিয়াল মাদ্রিদ এক শূন্য গোলে পিছিয়ে পড়ে। রিয়াল মাদ্রিদ কিছুটা কমু না তো ফুটবল খেলতে শুরু করে তারা একটি পেনাল্টি পায় ডি বক্সের মধ্যে লিভারপুলের প্লেয়ার ফাউল করলে সেই সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হয়। এমবাপ্পে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত তার এই পেনাল্টি মিসের কারনে দলকে হতাশ করে। খেলা প্রায় শেষের দিকে ফ্রি কিক পায় সেখান থেকে দারুন একটি হেডে গোল করে দলকে 2-0 গোলে এগিয়ে নিয়ে যায় জ্যাকপো। রিয়াল মাদ্রিদের ম্যাচে ফিরে আসার স্বপ্ন ধুলিসাৎ হয়ে যায়। আশা করি ম্যাচ রিভিউ পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




IMG-20240120-WA0015.jpg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 4 days ago 

Screenshot_2024-11-28-11-24-56-047_com.coinmarketcap.android.jpg

Screenshot_2024-11-27-21-08-56-371_com.android.chrome.jpg

Screenshot_2024-11-27-21-06-07-393_com.twitter.android.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

ম‍্যাচটা একেবারে বাজে খেলেছে রিয়াল মাদ্রিদ। বিশেষ করে অ‍্যাটাকিং এ। এমবাপ্পে ছাড়া অন্য রা সেরকম কোন মুভই করেনি বল নিয়ে। অন্য দিকে লিভারপুল ছিল দূর্দান্ত। অসাধারণ একটা সিজেন অতিবাহিত করছে তারা। স্বাভাবিক ভাবেই জয়টা পেয়েছে তারা।