বাস্তবতা // by ripon40

in আমার বাংলা ব্লগlast month (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • বাস্তবতা
  • ২৩, এপ্রিল ,২০২৫
  • বুধবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি " জীবনের বাস্তবতা " শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



school-work-851328_1280.jpg

Source

জীবন তখনই বুঝতে পারে জীবনের মানেটা কি! যখন পরিবার সমাজ সবার মাঝে নিজের অবস্থানকে তুলে ধরতে হয় , সেই কঠিন সময়ে নিজেকে সামাল দেওয়াটাও অনেক বড় একটা কঠিন কাজ। সেই পরিস্থিতি প্রতিটা মানুষের জীবনে একটি সময় চলে আসে। নিজেকে অনেক কিছু করতে হয় দায়িত্ব নিতে হয়। তখন বুঝতে পারা যায় জীবনের মানে কতটা কঠিন। হয়তো অনেকের জীবনে এই বিষয়টি উপলব্ধি করতে হয় না কিন্তু বেশিরভাগ মানুষের জীবনে এটা উপলব্ধি করতে হয়।

জীবন এক রহস্যময় যাত্রা, যেখানে সুখ-দুঃখ, আশা-নিরাশা, লাভ-ক্ষতি সবই একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। বাস্তবতা হলো জীবনের সেই অদৃশ্য আয়না, যা আমাদের স্বপ্ন ও কল্পনার মুখোমুখি দাঁড় করায়। কেউ চাইলেই জীবনের পথে কেবল হাসি-আনন্দের ফুল বিছিয়ে চলতে পারে না; মাঝেমধ্যে কাঁটার পথও মাড়াতে হয়।জীবনের বাস্তবতা আমাদের শেখায় যে প্রতিটি মুহূর্ত মূল্যবান, কিন্তু সব মুহূর্ত সমানভাবে সুখকর নয়। আমরা যখন ছোট থাকি, জীবনকে দেখি সহজ আর আনন্দময় চোখে। কিন্তু যত বড় হই, তত বুঝতে পারি জীবনের পথ অনেক জটিল। এখানে কেউ সহজে সফল হয় না, কেউ কষ্টের মাঝেই খুঁজে পায় নিজের অবস্থান।

বাস্তবতা আমাদের বোঝায় যে পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। শুধু স্বপ্ন দেখে বসে থাকলে কিছু অর্জন করা যায় না। স্বপ্নকে বাস্তব করতে হলে সাহস, ধৈর্য ও সংগ্রাম দরকার। অনেক সময় আমরা ভালো কাজ করেও প্রশংসা পাই না, আবার খারাপ কাজ না করেও দোষারোপের শিকার হইএটাও জীবনেরই বাস্তবতা।তবে বাস্তবতা কঠিন হলেও এটি আমাদের পরিপূর্ণ মানুষ করে তোলে। এটি আমাদের চিন্তাশক্তি বাড়ায়, সহনশীল হতে শেখায় এবং নিজেকে গড়ে তুলতে সহায়তা করে। জীবন কখনো আমাদের পরীক্ষা নেয়, আবার কখনো পুরস্কৃত করে। গুরুত্বপূর্ণ হলো, এই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে কখনো হাল না ছাড়া।

এখন সেই বিষয়টি ভালোই উপলব্ধি করতে পারি। যেটা জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বারবার অনুধাবিত বা অনুধাবন করার প্রয়াস তৈরি হচ্ছে। আমি মনে করি জীবনের লক্ষ্য কোথায় কিভাবে গিয়ে সমাপ্ত হবে সেই বিষয়টি কেউই নির্দিষ্ট করে বলতে পারেনা! কিন্তু জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় সংগ্রাম পরিশ্রম করে যেতে হয়। এভাবেই জীবনের কঠিন মুহূর্ত গুলো দূর হয়ে যায় এটাই জীবনের বাস্তবতা।

বাস্তবতা থেকে পালিয়ে নয়, বরং তাকে বুঝে এবং মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে। কারণ জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই বাস্তবতার মধ্যেই।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP4cQ3rGV2A1a6gSCqkE3azKW6humoMmNhmP9pABFoU2AqR3fxghvQpw6HiEsDT1N5xPJiLqcbx.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP5VNnDfe8SMtShCwyJcu9Xipwbt9nDau1ZEzRbsHfwxknFFKjVYGFK5aCwSUKZML2aDH2abRv6.png