কক্সবাজার থেকে ট্রেন জার্নি // by ripon40

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • কক্সবাজার থেকে ট্রেন জার্নি
  • ০২, মার্চ ,২০২৫
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি কক্সবাজার থেকে ট্রেনে যাওয়া মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করবো।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।



1000065145-01.jpeg


Device : Redmi Note 11
কক্সবাজার থেকে ট্রেনে যাত্রা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..





তাহলে চলুন শুরু করি


গত বছর জানুয়ারি মাসের ১৮ তারিখে আমরা বান্দরবান এবং কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম ঘুরতে। আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগে অনেক প্ল্যান করি। বর্তমান সবাই অনেক ব্যস্ত কেউ বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে। সেজন্য সবার একসঙ্গে হওয়াটা অনেক কষ্টকর। অনেক প্ল্যান পরিকল্পনা শেষে আমরা ১৮ তারিখে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। বান্দরবান পাহাড়ি অঞ্চলে ঘোরাঘুরি করার জন্য যে সকল প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন সেগুলো আমরা আগেই কিনেছিলাম। আমাদের কুষ্টিয়া থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বিকেল পাঁচটার দিকে রওনা হওয়ার পর আমরা কমলাপুর রেলস্টেশনে গিয়ে পৌঁছাই নয়টার দিকে। আমরা যখন বান্দরবন শহরে পৌঁছায় তখন সকাল 11 টা বাজে। অনেক পথ জার্নি করার মাধ্যমে সবাই ক্লান্ত ছিলাম। যাইহোক আপনাদের সাথে ধারাবাহিকভাবে বান্দরবান ও কক্সবাজার ঘুরাঘুরি মুহূর্তের দৃশ্যপট পর্ব আকারে শেয়ার করে চলেছি।

IMG_20240123_193721.jpg

IMG_20240123_193723.jpg

IMG_20240123_194020.jpg

IMG_20240123_194024.jpg


Device : Redmi Note 11
প্ল্যাটফর্মে প্রবেশ মুহূর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



গত বছর আমরা ট্যুরে আসার প্রথম প্ল্যান করেছিলাম ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার হয়ে বান্দরবান যাব। আবার হয়তো অনেকে মনে করবেন কক্সবাজার থেকে বান্দরবন ট্রেনে যাওয়া যায় নাকি সেটা কিন্তু নয় এখান থেকে আমরা বাসে যাওয়ার প্লান করেছিলাম। সেই প্লান অনুযায়ী একটি নির্দিষ্ট দিন ফিক্সড করে আমরা ট্রেনের টিকিট কাটার জন্য প্রস্তুতি নেই। সকাল আটটা থেকে অনলাইনে টিকিট আরে সেজন্য আমরা প্রস্তুতি নিয়ে সকালে ঘুম থেকে উঠে সবাই একসঙ্গে হয়ে ঠিক আটটার সময় টিকিট কাটার জন্য অ্যাপসটিতে ঢুকলাম। অবাক হওয়ার বিষয় 30 সেকেন্ডের মধ্যে টিকিট উধাও দেখতে দেখতে নাই হয়ে গেল। এত দ্রুত টিকিট শেষ হয়ে যাওয়ার কথা নয়।

IMG_20240123_194138.jpg

IMG_20240123_194140.jpg

IMG_20240123_194143.jpg

IMG_20240123_194144.jpg


Device : Redmi Note 11
সবাই যাত্রা করার জন্য প্রস্তুত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



সেই সময় ট্রেন প্রতিপক্ষের একটা গ্রুপ ছিল যারা টিকিট কালোবাজারি করত। অনলাইন থেকে তারা টিকিট আগেই নিজেদের আয়ত্তে নিয়ে এসে পড়ে বেশি টাকা বিক্রি করতো। আমাদের প্লান সেখানে ব্যর্থ হয়। কি আর করার অনেক চেষ্টা করার পরেও টিকিট পাইলাম না আলাদাভাবে যোগাযোগ করা হলেও তারা টিকিটের মূল্য অনেক বেশি চায় সেজন্য আমরা বিকল্প পথ বেছে নেই ঢাকা টু চট্টগ্রাম গিয়ে সেখান থেকে বান্দরবান ঘুরাঘুরি করার পর কক্সবাজার যাই । আসার সময়ের ট্রেনের টিকিট পাওয়া গিয়েছিল যেগুলো আমরা আগেই কেটে রেখেছিলাম। ট্রেন জার্নি সবার কাছে খুবই প্রিয় কিন্তু বাংলাদেশে ট্রেন যোগাযোগ ব্যবস্থার স্বল্পতার কারণে সেই সুযোগটা অনেকেরই হাতছাড়া হয়ে যায়।

IMG_20240123_201934.jpg

IMG_20240123_201936.jpg

IMG_20240124_062852.jpg

IMG_20240124_062856.jpg


Device : Redmi Note 11
যাত্রা মুহূর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



গত বছর প্রথম ট্রেন যোগাযোগ ব্যবস্থা কক্সবাজার থেকে চালু হয় যেটা পর্যটকদের জন্য খুবই খুশী সংবাদ ছিল। সেই সুযোগটি সবার কপালে জোটে না। আমাদের আসার সুযোগ কি হয়েছিল নতুন করা হয়েছে কক্সবাজার স্টেশন অনেক সুন্দর তখনো কাজ চলমান ছিল। যাইহোক সেখানে অনেক মানুষের ভিড় আমরা আসার আগেই দেখছি অনেক মানুষ সেখানে এসে বীরভূমীয়াতে একটি ট্রেনের অপেক্ষায় যেখানে হাজার যাত্রী আগমন ৭ঃ৪৫ এ ট্রেনের টাইম সেই সময় কোন একটা কারণে আধা ঘন্টা লেট ছিল ট্রেন যাইহোক সবাই অপেক্ষা করছিল স্টেশনে বসে আমরা সবাই মিলে একসঙ্গে বসে গল্প করছিলাম। সেই মুহূর্তটি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম।

পোস্ট বিবরণ

শ্রেণীকক্সবাজার থেকে ট্রেন জার্নি
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনকক্সবাজার

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 yesterday 

কক্সবাজার থেকে ট্রেন জার্নি করেছেন। ট্রেন জার্নি আমার কাছে অনেক নিরাপদ এবং সেভ জার্নি। ট্রেন ভ্রমণ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার ট্রেন ভ্রমণের কাহিনী আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 yesterday 

Screenshot_2025-03-02-17-32-03-562_com.android.chrome.jpg

Screenshot_2025-03-02-17-30-35-294_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-03-02-17-29-40-346_com.twitter.android.jpg

 22 hours ago 

ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে গেছেন এবং তারপরে বান্দরবান বেড়াতে গেছেন শুনে খুব ভালো লাগলো। বান্দরবান পাহাড়ি জায়গায় এবং ভীষণ সুন্দর বলেই জানি। যদিও কক্সবাজার আমার ঘোরা হলেও বান্দরবান যাওয়া হয়নি। তবে আপনাদের পোষ্টের মাধ্যমে এই সকল জায়গা দর্শন হয়ে যায়। আপনার ট্রেনে যাত্রাপথের বর্ণনা শুনে বেশ ভালো লাগলো।