সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - সেপ্টেম্বর তৃতীয় সপ্তাহ (Weekly Plagiarism Report -September-3rd week )
14-09-2021
চৌর্যবৃত্তি একটি মারাত্মক ব্যাধি। এটি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজানে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।
আমাদের কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ
ক্রমিক নং | নাম | পোস্ট লিংক | চৌর্যবৃত্তির শতকরা | প্রধান উৎস |
---|---|---|---|---|
১ | @getstarted | কিছু.. | 100% | উৎস |
২ | @emonv | সোনার.. | 100% | [উৎস](Rabindranath's song) |
৩ | @md-ashik | মুভি.. | 100% | উৎস |
কপিরাইট বিধি লঙ্ঘন:
ক্রমিক নং | নাম | পোস্ট | প্রধান উৎস |
---|---|---|---|
১ | @dreamland24 | লিংক | উৎস |
২ | @getstarted | লিংক | উৎস |
৩ | @lamot | লিংক | উৎস |
রিপিট পোস্টার :
ক্রমিক নং | নাম | প্রধান পোস্ট | পুনরাবৃত্তি |
---|---|---|---|
১ | @robiull | লিংক | লিংক১ , লিংক ২, |
২ | @nargiskhatun | লিংক | লিংক |
যাদেরকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তাদের কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া এই লিংক থেকে জয়েন হয়ে নিন।
JOIN WITH US ON DISCORD SERVER
এই রকম পরিস্তিতি আমি অনেক বার ফেস করেছি। আমি একজন ফ্রিল্যান্সার তাই ফ্রিল্যাসিং এর ক্ষেত্রেও এই ধরনের মানসিকতার মানুষের কার্যক্রম চোখে পড়েছে। যেমন আমার করা ডিজাইন হুবুহু কপি করে আবার পোষ্ট করা ফ্রিল্যান্সিং সাইটে। আবার এখানেও দেখছি একি ধরনের কর্মকান্ড । তবে আপনাকে ধন্যবাদ যে আপনি এগুলো খুব ভাল ভাবে সনাক্ত করতে পেরেছেন। শুভ কামনা রইলো । ভাল থাকবেন
মেধাচুরি করার মনমানসিকতা একটা জাতিকে মেধাকে ধবংস করে দেয়।
আমাদের উচিত এই ধরনের কার্যকলাপ থেকে নিজেকে বিরত থাকা। ধন্যবাদ বাংলা ব্লগকে এতো সুন্দর প্রতিবেদন প্রকাশ করা জন্য
হঠাৎ করে কমিউনিটিতে এই ধরনের এক্টিভিটিস বেড়ে গিয়েছে। যারা এই ধরনের খারাপ কাজের সঙ্গে জড়িত তারা নিজেদের সংশোধন করুন। নয়তো কঠিন সিদ্ধান্তের সম্মুখিন হবেন।
ধন্যবাদ ভাইয়া এটি নিয়ে পোস্ট করার জন্য।।
আপনারা যারা এই কাজটি করেছেন ।। তারা কাজটি ভালো করেননি।। হয়তো বা এটি ভুল বসতো করে ফেলেছেন আমার মতো ।।। আমি ও কিছুদিন আগে একই ভুল করে ফেলেছিলাম । পরে @rex-sumon ভাইয়ের কাছে ক্ষমা চাই যে এটি আমার ভুল হয়েছে । পরবর্তীতে আর আমি এরকম কাজ করিনি এটি আসলেই একটি খারাপ কাজ , আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা এরকম কাজ আর করিয়েন না । ভালো থাকবেন সবাই।
এবং সুমন ভাইয়ের জন্য ভালোবাসা ও শুভ কামনা রইল ❤️🥰
জ্ঞানচুরি করে এরা নিজেদের বিবেকের সামনে মুখোমুখি হয় কি করে!নাকি নিজের বিবেক কে আগেই জলাঞ্জলি দিয়ে দেয় ওরা!তাই হবে হয়তো। এই চিন্তাধারা ধ্বংসের লক্ষণ।দোয়া করি নিজে যেনো এই পথে জীবনেও পা না বাড়াই।
খুব সুন্দর। কমুনিটিতে স্বচ্ছ রাখতে দাদা অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। সত্যিই দাদার কাজ গুলো খুবই প্রশংসনীয় ।অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা। এভাবেই কমুনিটিকে পরিস্কার ততা সকলকে সতর্কতা জারি করানোর জন্য আপনার অবদান অপরিসীম।
আশা করি এই প্রতিবেদনটির মাধ্যমে সকলে সচেতন হবে। আমাদের সকলের উচিত এই ধরনের কার্যকলাপ থেকে নিজেদেরকে সবসময় বিরত রাখা।
খুবই কষ্টসাধ্য এবং অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন কমিউনিটির জন্য যা সত্যিই অনেক প্রশংসার দাবিদার, এই কাজটি না করলে আরো চৌর্যবৃত্তির হার বেড়ে যেত এবং ভবিষ্যতে এ থেকে সকলেই শিক্ষা গ্রহণ করবে আশা করা যায়।
এটা সত্যি অনেক দুঃখজনক। এই পোষ্ট টি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন থেকে আমাদেরও শিক্ষা নেয়া উচিত।
এমন ভুল আমার যেন কখনও না হয় আজ এই সুন্দর পোস্ট টা দেখে নিজেকে আরো একটু বেশি সতর্ক করে রাখলাম।