সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - অক্টোবর তৃতীয় সপ্তাহ (Weekly Plagiarism Report -October -3rd week)

in আমার বাংলা ব্লগ3 years ago

Polish_20211002_012645154.jpg

17-10-2021

চৌর্যবৃত্তি একটি মারাত্মক ব্যাধি। এটি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজানে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।

আমাদের কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ

ক্রমিক নংনামপোস্ট লিংকচৌর্যবৃত্তির শতকরাপ্রধান উৎস
@bidyut01সাগরিকা..
100%
[উৎস](একরাত্রি-রবীন্দ্রনাথ ঠাকুর।)
@uche12উৎসব..
100%
উৎস
@gopirayকাশফুলের.
100%
উৎস
@banglastoryফেসবুক.
100%
উৎস

কপিরাইট বিধি লঙ্ঘন:

ক্রমিক নংনামপোস্টপ্রধান উৎস
@doctorstripsলিংক উৎস


যাদেরকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তাদের কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া এই লিংক থেকে জয়েন হয়ে নিন।


JOIN WITH US ON DISCORD SERVER

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

জ্বি ভাইয়া, আমরা সবসময় চাই আমাদের কমিউনিটির পরিবেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। আর যার জন্য আপনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।তার জন্য অসংখ্যা ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কমিউনিটির পরিবেশ ভালো রাখার জন্য সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। সততা ও নিষ্ঠা মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। অন্যের মেধাকে কাজে লাগিয়ে নিজের বলে উপস্থাপন করা খুবই অপরাধমূলক একটি কাজ। আশাকরি সকলে এই কাজগুলো থেকে বিরত থাকবে। নিজের আত্মসম্মান বোধ ধরে রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই। তাই আমরা এমন কিছু করবোনা যাতে সকলের কাছে ছোট হয়ে যাই। যারা চৌর্যবৃত্তির সাথে নিজেকে জড়িত রেখেছে তারা কখনোই ভালো কিছু করতে পারবে না। কারণ তাদের মনের মধ্যে নিজের মেধাকে কাজে লাগিয়ে কোনো কিছু করার স্পৃহা নেই।

 3 years ago 

সঠিক ।।। এ বিষয়ে সবাইকে সাবধান থাকতে হবে। আর সবার নিজ নিজ স্থান থেকে সতর্ক হতে হবে।

 3 years ago 

জি অবশ্যই ভাইয়া নিজেদেরকে সতর্ক থাকতে হবে। সব সময় নিজের প্রচেষ্টায় নিজের মেধাকে কাজে লাগাতে হবে।

 3 years ago 

খুব খুব অসাধারণ একটি কাজ এটা ।এজন্য আর কেউ সাহস পাবে না অপরাদ করতে ।ধন্যবাদ ভাই ।

 3 years ago 

তবুও প্রতি সপ্তাহ তেই এধরনের কাজ দেখতে হচ্ছে কমিউনিটি তে।

 3 years ago 

ভাই এভাবেই একটু চেক করলে সবাই সতর্ক হবে ।এটাই ঠিক আছে ভাই ।ধন্যবাদ

 3 years ago 

আমরা আমাদের কমিউনিটিকে স্বচ্ছ ও পরিস্কারভাবে দেখার সুযোগ
পাচ্ছি শুধুমাত্র দাদা আপনার দূরদৃষ্টির ফলে।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আলহামদুলিল্লাহ আমি ভয় নিয়ে প্রবেশ করেছিলাম যে আমার নাম নাই তো। ইনশাল্লাহ চেষ্টা করবো এমন ভাবেই কাজ করার জন্য যাতে এখানে কোন দিন নিজের নাম টা না আসে।

 3 years ago 

মনের ভাব টি শুনে সত্যিই ভালো লাগলো।

 3 years ago 

🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

 3 years ago 

গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে নামের সংখ্যা টা একটু বেশি লাগছে আর সব মনে হচ্ছে বাইরের।আশা রাখি আস্তে আস্তে সাভাবিক হবে।আর আপনি তো আপনার মাস্টার প্লান নিয়ে আছেনি ভাইয়া অসংখ্য ধন্যবাদ জানায় আপনাকে জঞ্জাল মুক্ত করার জন্য।

এগিয়ে যাক আমার বাংলা ব্লগ

 3 years ago 

ইদানিং পুরাতন ইউজাররা আর ঝামেলা করছে না । নতুনরাই বেশি ঝামেলা করছে।

 3 years ago 

কমিউনিটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এ সকল কাজগুলো খুবই চমৎকার। খুব সুন্দর রিপোর্ট তৈরি করা হয়েছে। যদিও সবগুলোই নতুন আর এগুলো একটি স্বাভাবিক তম স্থান। যাইহোক অ্যাক্টিভ ব্যবহারকারীদের তুলনায় এটি খুবই সামান্য। এমন চলতে থাকলে আগামীতে এটি জিরো পার্সেন্ট এ নেমে আসবে।

ধন্যবাদ সুন্দর রিপোর্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য

 3 years ago 

আপনি সঠিক বলেছেন । নতুন ইউজাররাই বর্তমানে এই ধরনের কাজ বেশি করছে।

 3 years ago 

অনেক সুন্দর কাজ ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম পোস্ট গুলোকে খুজে বের করার জন্য। এটা অনেক কষ্টসাধ্য একটি কাজ। আশাকরি এরা সাবধান হবে এবং পরবর্তীতে আর এই ভূল করবে না।

 3 years ago 

কিন্তু তারা তো সুধরাচ্ছে না।

 3 years ago 

আফসোস 😐😐😐

 3 years ago 

প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, কারন আমি শুরু থেকেই দেখে আসছি, আপনি এই কমিউনিটির পরিবেশ সবসময় ঠিক রাখার চেষ্টা করেই চলেছেন। আর আজকের পোস্টে এই নাম গুলো
ম্যানশন করার কারণে হইতো তারা এই অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবেন আশা করি। এই পোস্টটি সবার জন্যই শিক্ষণীয় ছিল অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সাপ্তাহিক চৌর্যবৃত্তি প্রতিবেদনের মাধ্যমে সকলে আরও সতর্ক ভাবে কাজ করতে উৎসাহ পাবে। আমি মনে করি এই প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। আমার বাংলা ব্লগ কমিটিতে সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাপ্তাহিক চৌর্যবৃত্তি প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ।