সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - অক্টোবর তৃতীয় সপ্তাহ (Weekly Plagiarism Report -October -3rd week)
17-10-2021
চৌর্যবৃত্তি একটি মারাত্মক ব্যাধি। এটি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজানে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।
আমাদের কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ
ক্রমিক নং | নাম | পোস্ট লিংক | চৌর্যবৃত্তির শতকরা | প্রধান উৎস |
---|---|---|---|---|
১ | @bidyut01 | সাগরিকা.. | 100% | [উৎস](একরাত্রি-রবীন্দ্রনাথ ঠাকুর।) |
২ | @uche12 | উৎসব.. | 100% | উৎস |
৩ | @gopiray | কাশফুলের. | 100% | উৎস |
৪ | @banglastory | ফেসবুক. | 100% | উৎস |
কপিরাইট বিধি লঙ্ঘন:
ক্রমিক নং | নাম | পোস্ট | প্রধান উৎস |
---|---|---|---|
১ | @doctorstrips | লিংক | উৎস |
যাদেরকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তাদের কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া এই লিংক থেকে জয়েন হয়ে নিন।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
জ্বি ভাইয়া, আমরা সবসময় চাই আমাদের কমিউনিটির পরিবেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। আর যার জন্য আপনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।তার জন্য অসংখ্যা ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে।
কমিউনিটির পরিবেশ ভালো রাখার জন্য সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। সততা ও নিষ্ঠা মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। অন্যের মেধাকে কাজে লাগিয়ে নিজের বলে উপস্থাপন করা খুবই অপরাধমূলক একটি কাজ। আশাকরি সকলে এই কাজগুলো থেকে বিরত থাকবে। নিজের আত্মসম্মান বোধ ধরে রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই। তাই আমরা এমন কিছু করবোনা যাতে সকলের কাছে ছোট হয়ে যাই। যারা চৌর্যবৃত্তির সাথে নিজেকে জড়িত রেখেছে তারা কখনোই ভালো কিছু করতে পারবে না। কারণ তাদের মনের মধ্যে নিজের মেধাকে কাজে লাগিয়ে কোনো কিছু করার স্পৃহা নেই।
সঠিক ।।। এ বিষয়ে সবাইকে সাবধান থাকতে হবে। আর সবার নিজ নিজ স্থান থেকে সতর্ক হতে হবে।
জি অবশ্যই ভাইয়া নিজেদেরকে সতর্ক থাকতে হবে। সব সময় নিজের প্রচেষ্টায় নিজের মেধাকে কাজে লাগাতে হবে।
খুব খুব অসাধারণ একটি কাজ এটা ।এজন্য আর কেউ সাহস পাবে না অপরাদ করতে ।ধন্যবাদ ভাই ।
তবুও প্রতি সপ্তাহ তেই এধরনের কাজ দেখতে হচ্ছে কমিউনিটি তে।
ভাই এভাবেই একটু চেক করলে সবাই সতর্ক হবে ।এটাই ঠিক আছে ভাই ।ধন্যবাদ
আমরা আমাদের কমিউনিটিকে স্বচ্ছ ও পরিস্কারভাবে দেখার সুযোগ
পাচ্ছি শুধুমাত্র দাদা আপনার দূরদৃষ্টির ফলে।আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।
আলহামদুলিল্লাহ আমি ভয় নিয়ে প্রবেশ করেছিলাম যে আমার নাম নাই তো। ইনশাল্লাহ চেষ্টা করবো এমন ভাবেই কাজ করার জন্য যাতে এখানে কোন দিন নিজের নাম টা না আসে।
মনের ভাব টি শুনে সত্যিই ভালো লাগলো।
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে নামের সংখ্যা টা একটু বেশি লাগছে আর সব মনে হচ্ছে বাইরের।আশা রাখি আস্তে আস্তে সাভাবিক হবে।আর আপনি তো আপনার মাস্টার প্লান নিয়ে আছেনি ভাইয়া অসংখ্য ধন্যবাদ জানায় আপনাকে জঞ্জাল মুক্ত করার জন্য।
এগিয়ে যাক আমার বাংলা ব্লগ
ইদানিং পুরাতন ইউজাররা আর ঝামেলা করছে না । নতুনরাই বেশি ঝামেলা করছে।
কমিউনিটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এ সকল কাজগুলো খুবই চমৎকার। খুব সুন্দর রিপোর্ট তৈরি করা হয়েছে। যদিও সবগুলোই নতুন আর এগুলো একটি স্বাভাবিক তম স্থান। যাইহোক অ্যাক্টিভ ব্যবহারকারীদের তুলনায় এটি খুবই সামান্য। এমন চলতে থাকলে আগামীতে এটি জিরো পার্সেন্ট এ নেমে আসবে।
ধন্যবাদ সুন্দর রিপোর্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য
আপনি সঠিক বলেছেন । নতুন ইউজাররাই বর্তমানে এই ধরনের কাজ বেশি করছে।
অনেক সুন্দর কাজ ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম পোস্ট গুলোকে খুজে বের করার জন্য। এটা অনেক কষ্টসাধ্য একটি কাজ। আশাকরি এরা সাবধান হবে এবং পরবর্তীতে আর এই ভূল করবে না।
কিন্তু তারা তো সুধরাচ্ছে না।
আফসোস 😐😐😐
প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, কারন আমি শুরু থেকেই দেখে আসছি, আপনি এই কমিউনিটির পরিবেশ সবসময় ঠিক রাখার চেষ্টা করেই চলেছেন। আর আজকের পোস্টে এই নাম গুলো
ম্যানশন করার কারণে হইতো তারা এই অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবেন আশা করি। এই পোস্টটি সবার জন্যই শিক্ষণীয় ছিল অনেক ধন্যবাদ আপনাকে।
সাপ্তাহিক চৌর্যবৃত্তি প্রতিবেদনের মাধ্যমে সকলে আরও সতর্ক ভাবে কাজ করতে উৎসাহ পাবে। আমি মনে করি এই প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। আমার বাংলা ব্লগ কমিটিতে সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাপ্তাহিক চৌর্যবৃত্তি প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ।