SuperWalk - NFT SHOE হোল্ডারদের পুরস্কার ডিস্ট্রিবিউশন।

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কিছুদিন আগে 'আমার বাংলা ব্লগ" কমিউনিটির সাথে SuperWalk এর একটা collaboration হয়েছিল। SuperWalk এর দুইটা মুড ছিলো। একটা বেসিক মুড, আরেকটা হচ্ছে প্রো'মুড।

Basic mode টা ইউজ করার পর আমরা সবাইকে বলেছিলাম NFT shoe কিনতে। আমাদের কথা মতো অনেকেই কিনেছিলেন। বেশিরভাগ ইউজার ইগনোর করেছিল। এমন নয় যে এখন পুরস্কার ঘোষণা করা হচ্ছে। পুরস্কার তখনই ঘোষণা করা হয়েছিল। প্রথমে ১০ হাজার ডলারের পুরস্কার থাকলেও পরে সিদ্ধান্ত চেঞ্জ করা হয়।

সিদ্ধান্ত নেওয়া হয় বাংলা ব্লগ থেকে যারা পোস্ট করবে তাদেরকে সাপোর্ট দেয়া হবে। আর NFT shoe এর জন্য ফাইনাল ১০০০ ডলারের প্রাইজমানি রাখা হবে। এরই ফলশ্রুত SuperWalk কোম্পানি আমার কাছে ১০০০ ডলারের GRND টোকেন হস্তান্তর করেছে। আমি গতকাল এটা রিসিভ করেছি।

মোট ১৩ জন ইউজার আমাদের হিসেবে NFT shoe বাই করেছে। এর মধ্যে সকলেই নিয়মিত পোস্ট করেছেন যেটা আবশ্যক ছিল। এখন সময় হলো ১৩ জনের মাঝে এক হাজার ডলারের GRND টোকেন ভাগ করে দেওয়া। যারা এই পুরস্কার পাবে তাদের নাম নিচে দেওয়া হল:

No.ID
1@nazmul01
2@kazi-raihan
3@nevlu123
4@aongkon
5@ripon40
6@joniprins
7@ayaan001
8@hafiz34
9@emon42
10@bijoy1
11@mohinahmed
12@Shahid540
13@bristi1

এখনো যদি কারোর নাম মিসিং থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। যাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে তারা প্রত্যেকেই যেই অ্যাড্রেসে GRND টোকেন রিসিভ করবেন সে এড্রেসটি কমেন্ট বক্সে লিখবেন। Gate.io তে GRND টোকেন লিস্ট আছে৷ Gate.io তে গিয়ে ডিপোজিটে ক্লিক করবেন এরপর GRND টোকেন সার্চ করবেন। এরপর GRND টোকেনের ডিপোজিট এড্রেসটি কপি করবেন। কপি করে এড্রেসটি কমেন্ট বক্সে লিখে দিবেন।

White Merry Christmas and Happy New Year Facebook Cover_20250205_171534_0000.png



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  
 2 months ago (edited)

কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে সেই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পুরস্কার পাওয়া অন্য রকম একটা অনুভূতি।

Address

0x8744519Cb3EC4540D35DF38de022eB30934Ae1De

 2 months ago 

Gate.io grnd adders: 0xFe2b3c431bf0fa335C83B7399221Ddb1F875ae5f

 2 months ago 

আহ্ চোখের শান্তি। পুরস্কারের জন্য মনোনীত করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

0x722cCA959B0e58942BD64B595BE258a7e53957Fe

 2 months ago 

অনেক খুশি হলাম এই রিওয়ার্ডের বিষয়টি দেখে। ভাইয়া এটা হচ্ছে আমার Super walk এর রিসিভিং এড্রেস। এখানে পাঠালে আবারো কিনে নিব।

0xC39cC26568473C972054F89CD4e4ABAAe859B2a3

 2 months ago 

প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদের সকলকেই অভিনন্দন। এই ধরনের প্রতিযোগিতা ইউজারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আগ্রহ বাড়ে। এই ইভেন্ট গুলোতে যারা সঠিকভাবে অংশগ্রহণ করে কাজ করতে পেরেছিল তারাই ভালো করেছে।ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 2 months ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার অনুপ্রেরণায় আজকে আমরা এই লিস্টে আসতে পেরেছি। সেজন্য অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 2 months ago 

দারুণ একটি সুখবর পেলাম। NFT কিনে হাঁটাহাঁটি করলাম আবার গিফটও পাবো।😍

My Gate.io Adress-
0x20556503dE10495c9347fD9A4463b3A564919ADc

 2 months ago 

এটা আমার Super walk এর রিসিভিং এড্রেস।

0x7406B271CEc147A87284A14e50c6257C9Edc1762

 2 months ago (edited)

সবাই তো দেখছি বেশ ভালো এমাউন্টের রিওয়ার্ড পাবে। যারা এনএফটি কিনেছে এবং রিওয়ার্ড পাবে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি gate.io grnd এড্রেস দিলাম।

0x98962D7eddAf0aEc656F364110Dfd87C8E9D48b1

Screenshot_20250206_141033_Gateio.jpg

 2 months ago 

ব্যক্তিগতভাবে আমি বলতে পারি এই লিস্টে যুক্ত হতে পেরেছি কেবলমাত্র আপনার উৎসাহ পেয়ে। বারবার করে বলার পরেই আমরা এই এনএফটি কিনেছিলাম। আমাদের মাঝে প্রাইস ডিস্ট্রিবিউট নিয়ে পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আমি একটু পরে রিচিভার লিংক দিবো ভাইয়া।আবারো আপনার প্রতি কৃতজ্ঞ রইলাম।