PussFi এর কিছু কার্ড ডিজাইন।
হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দাদা আজ একটা পোস্ট করেছেন, য পোস্টের মাধ্যমে আপনারা সবাই জানতে পেরেছেন যে খুব শীঘ্রই PUSS এর মাস্টার কার্ড আসতে যাচ্ছে।
এটাকে আমি বিশাল অর্জন বলে মনে করি। এমন ভীষণ শখ ছিল এরকম নিজেদের একটা কার্ড থাকবে যে কার্ড দিয়ে শপিং করা যাবে, রিয়েল লাইফে এটিএম বুথ থেকে টাকা উইথড্র দেওয়া যাবে। দেশের বাইরে গেলোও আপনি সহজেই ইউজ করতে পারবেন কার্ডটি।
দাদা বেশ কয়েকটি ডিজাইন করেছে। কমিউনিটিতে দুটো ডিজাইন শেয়ার করেছেন তিনি। দাদার পাশাপাশি আমিও কয়েকটি ডিজাইন করেছি। ডিজাইনগুলো নিচে দেওয়া হল।
প্রথম কার্ড - ফ্রন্ট সাইড।
প্রথম কার্ড - ব্যাক সাইড।
দ্বিতীয় কার্ড - ফ্রন্ট সাইড।
দ্বিতীয় কার্ড - ব্যাক সাইড।
তৃতীয় কার্ড - ফ্রন্ট সাইড।
তৃতীয় কার্ড - ব্যাক সাইড।
এই তিনটি কার্ডের ডিজাইন করেছি। আপনাদের কাছে কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। যাইহোক এখন আপনারা অপেক্ষা করুন সেই দিনটির জন্য যেদিন আপনার হাতে PussFi কার্ড পেয়ে যাবেন।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমাদের নিজস্ব কয়েনের নিজস্ব কার্ড।ভাবতেই ভালো লাগছে।আর আজকে আপনার শেয়ার করা PussFi এর প্রত্যেকটা কার্ডের ডিজাইন এক কথায় অসাধারণ হয়েছে।প্রত্যেকটা ডিজাইন আমার অনেক ভালো লেগেছে।
ভাবতেই ভালো লাগছে আমাদের কার্ড।আর নিজেদের জিনিসের প্রতি সবার একটা ভালো লাগা কাজ করে।তবে প্রতিটি কার্ড এর ডিজাইন বেশ সুন্দর হয়েছে। আমার কাছে প্রথম কার্ড এর ডিজাইনটি একটু বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।
পুষফি এর মাস্টার কার্ড পাওয়া কে আমি আমাদের জন্য বিশাল অর্জন বলে মনে করছি। আজকে দাদা সকালে মাস্টার কার্ড এর তিনটি ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করেছিলেন সেগুলোর মধ্যে আমার প্রথমটি ভালো লেগেছিল। পুনরায় আপনার পোস্টের মধ্যেও তিনটি ডিজাইন দেখতে পেলাম। সত্যি বলতে আপনার পোস্ট এর ও তিনটি ডিজাইন এর মধ্যে প্রথম ডিজাইনটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। পুষ এগিয়ে যাবে সাফল্যের সীমা ছাড়িয়ে।
ভাই প্রতিটি কার্ড সত্যিই দারুণ হয়েছে। তবে শেষের কার্ডটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। পুসফাই ডেবিট কার্ড হাতে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। যাইহোক এতো সুন্দর সুন্দর কার্ড আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পুষফাই এর জন্য তৈরি করা প্রতিটি কার্ডের ডিজাইন কিন্তু দারন হয়েছে। আপনার তৈরি করা প্রতিটি ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছ।তবে এমন একটি সুন্দর উদ্যোগের কথা ভেবে কিন্তু বেশ ভালোই লাগছে। আশা করি আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাই অপেক্ষায় আছি কবে এই কার্ড হাতে পাব। আপনি আজকে তিনটা কার্ডের ডিজাইন আমাদের সাথে শেয়ার করেছেন। যদি আমি আমার নিজের ব্যক্তিগত পছন্দের কথা বলি তাহলে দ্বিতীয় কার্ড আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে।
PUSS এর মাস্টার কার্ড ভাবতেই যেন ভালোলাগা কাজ করে।PussFi কার্ড হাতে পাওয়ার অপেক্ষায় রইলাম।আপনার তিনটি কার্ড-ই তো আমার কাছে একই মনে হয়েছে শুধু কালার ভিন্ন করেছেন।এমনিতেই দারুণ হয়েছে কার্ডগুলি তবে শেষ কার্ডটি একটু বেশিই ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনি ও দেখছি পুসফাই প্রজেক্টের বেশ কয়েকটি মাস্টারকার্ড ডিজাইন করেছেন। আপনার ডিজাইন করা প্রতিটি কার্ড আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে, বিশেষ করে আপনার ডিজাইন করা তৃতীয় কার্ড টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব কার্ড বেশ দারুন হয়েছে।
খুবই সুন্দর সুন্দর পুসের কার্ড ডিজাইন করেছেন। ডিজাইনগুলো আমার অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা ডিজাইন প্রফেশনাল হয়েছে।
PussFi এর কার্ড ডিজাইন দারুন হয়েছে। আপনি খুবই সুন্দর এবং দক্ষতার সাথে এই কার্ডের ডিজাইনগুলো করেছেন। আমার অনেক ভালো লেগেছে আর ডিজাইনগুলো চমৎকার হয়েছে।