শখের PC বিল্ড -
হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অবশেষে আল্লাহর অশেষ রহমতে আমার একটি শখ পূরণ হলো। যতটা অল্প প্রাইস এর মধ্যে পাওয়া যায়- চেষ্টা করেছি একটি ভালো মানের গেমিং সেটআপ রেডি করতে।
PC বিল্ডার বাংলাদেশ কে ফলো করেই মূলত এটি বানিয়েছি আমি। সম্পূর্ণ পিসি বিল্ড করতে আমাকে হেল্প করেছে আল্ট্রা টেকনোলজি বাংলাদেশ। অনেকদিন ধরেই ভাবছিলাম আমি একটা গেমিং সেটআপ রেডি করব। তাছাড়া আমার ল্যাপটপের পারফরম্যান্স অনেক বাজে হয়ে গেছে আগের তুলনায়। গেমিং সেটাপ পার্পাস কনফিগারেশন রেডি করলে সেটা এমনি সাধারণ কাজের জন্য ভাত পানির মত হবে।
গত চার দিন আগে আমি অর্ডার করেছিলাম। মাত্র একদিন পরেই আমি হাতে পেয়ে গেছি। অনেক বেশি এই এক্সাইটেড ছিলাম। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সদর শাখায় যেতে হয়েছিল আনতে। বড় জিনিসগুলো থানা পর্যায়ে পর্যন্ত আসে না।
সকালের দিকেই চলে গিয়েছিলাম। কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে বলল আমার পার্সেলটা বিকেল চারটার
দিকে আসবে। একটু ভয়ে ভয়ে অপেক্ষা করতে লাগলাম। শুধু মনে হচ্ছিল কোনো কারণে আজকে যদি হাতে না পাই তাহলে আবার আগামীকালকে আসতে হবে।
কিন্তু আলহামদুলিল্লাহ চারটার পরেই আমার প্রোডাক্টটি চলে আসলো। কি যে খুশি লাগছিল যখন হাতে পেলাম!!
বাইকের পিছনে বসে দুইটা বক্স নিয়ে আসা টা একটু কঠিন ছিলো। তবুও শখের জিনিস হাতে পেয়েছি সে আনন্দে বাসার দিকে রওনা দিলাম। বাসায় আসতে ঘন্টা খানিক সময় লাগলো। বাসায় এসে প্রথমেই সবগুলো প্যাকেট খুলে আস্তে আস্তে দেখতে লাগলাম সবকিছু ঠিক আছে কিনা।
মনিটর একটা অর্ডার করেছি সেটা হাতে পেতে আরো কয়েকদিন দেরি হবে বিধায় টেস্ট করতে পারলাম না তবে আপাতদৃষ্টিতে দেখে সবকিছু ঠিকই মনে হলো। অসম্ভব সুন্দর লাগছিল যখন সবকিছু খুলে দেখছিলাম। এবার মনিটর টা হাতে পেলেই টেস্ট করে দেখব।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
এটা একদম ঠিক বলেছেন ভাই। গেমিং সেটআপ রেডি করাতে খুব ভালো হয়েছে। এই পিসি ইউজ করে খুব মজা পাবেন। আসলে নতুন জিনিস হাতে পাওয়ার আনন্দটাই অন্য রকম। আশা করি মনিটরও খুব শীঘ্রই হাতে পেয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
0.00 SBD,
0.24 STEEM,
0.24 SP
আপনার শখ পূরণ হয়েছে এইজন্য আপনাকে অনেক অভিনন্দন দাদা।আসলে শখের জিনিসের জন্য আলাদাই একটা অনুভূতি কাজ করে মনে।তা যদি হাতে সেই দিনেই পাওয়া যায় তাহলে তো আনন্দের শেষ থাকে না।তাছাড়া আপনার এই বক্স দুটি ভালোই কাজে দেবে আশা করি, ধন্যবাদ দাদা।
0.00 SBD,
0.23 STEEM,
0.23 SP
পুরো পিসি টা বাইকেই নিয়ে চলে আসলেন। আপনার সাহস আছে বলতে হবে যদি পড়ে যেত। যাইহোক অবশেষে যে আপনি নিজের শখের পিসি বিল্ড করতে পেরেছেন দেখে ভালো লাগল। শখ পূরণ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।
0.00 SBD,
0.22 STEEM,
0.22 SP
শখ বলে কথা।শখের জিনিস পাওয়া হলে সেই আনন্দ একটু অন্য রকমের ই হয়।মানুষের জীবনে শখ হয়েই থাকে।আমার মনে হয় পূরণ হওয়ার মতো শখ গুলো মানুষের পূরণ করা উচিত।আপনার অনুভূতি গুলো বেশ ভালো লাগলো।ইনশা আল্লাহ আশাকরি মনিটর ও আপনি খুব শীঘ্রই হাতে পেয়ে যাবেন।অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
0.00 SBD,
0.22 STEEM,
0.22 SP