পাওয়ার আপ প্রতিযোগিতা -১ এর ফলাফল || প্রতিযোগিতাটি নতুন সপ্তাহে চলমান থাকবে। [ ABB-POWER UP CONTEST]
পাওয়ার বৃদ্ধি মানে নিজস্ব ক্ষমতা বৃদ্ধি। আর নিজের সক্ষমতা বৃদ্ধি করতে যারা কার্পণ্যতা করে এই প্ল্যাটফর্মে তাদের ভবিষ্যৎ ততটা ও সমৃদ্ধ হবে না। আমাদের কমিউনিটির ইউজাররা যদি নিজেদের পাওয়ার বৃদ্ধিতে যথেষ্ট যত্নশীল হয় তাহলে তাদের নিজেদেরই লাভ। এখানে এডমিন প্যানেলের কোন লাভ নেই। আপনারাতো প্রত্যেকেই জানেন আমার বাংলা ব্লগ কমিউনিটি সবসময় ইউজারদের ভালোর দিকটা নিয়ে বেশি ভাবে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে একটি কনটেস্ট প্রকাশ করা হয়। কন্টেস্টের বিষয় ছিল পাওয়ার বৃদ্ধি করা। টার্গেট ডিসেম্বর উদ্যোগটি আরো সফলভাবে রান করানোর জন্যই মূলত এই কনটেস্ট এর আয়োজন করা। ইতিমধ্যেই ৩৬ জন ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে। বিষয়টি সত্যিই আমাদেরকে আনন্দিত করেছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজাররা বর্তমানে তাদের শক্তি বৃদ্ধিতে সিরিয়াস অবস্থানে আছে ।
কনটেস্টে যারা পার্টিসিপেট করেছে নিম্নে তাদের নাম ঘোষণা করা হলো:
অবস্থান | নাম | পাওয়ার বৃদ্ধি | স্টিমের পরিমান |
---|---|---|---|
১ | @rme | 7.2565 % | 320,302 STEEM |
২ | @tangera | 11.7371% | 200 STEEM |
৩ | @sagor1233 | 1.5945% | 50 STEEM |
৪ | @wahidasuma | 14.7492% | 50 STEEM |
৫ | @hayat221 | 10.0951% | 80 STEEM |
৬ | @rex-sumon | 2.36396% | 275 STEEM |
৭ | @saifulraju | 47.4655% | 206 STEEM |
৮ | @litonali | 21.2127% | 30 STEEM |
৯ | @rasel72 | 1.7771% | 39 STEEM |
১০ | @green015 | 14.0057% | 200 STEEM |
১১ | @ripon40 | 29.1839% | 80 STEEM |
১২ | @limon88 | 3.37266 % | 25 STEEM |
১৩ | @isha.ish | 24.6187% | 700 STEEM |
১৪ | @jibon47 | 11.3732% | 30 STEEM |
১৫ | @pro12 | 22.7642% | 56 STEEM |
১৬ | @sahadathossen | 6.05263% | 68 STEEM |
১৭ | @beer75 | 69.6938% | 33 STEEM |
১৮ | @sangram5 | 28.81% | 138 STEEM |
১৯ | @razuan12 | 1.59744% | 25 STEEM |
২০ | @munna101 | 40% | 30 STEEM |
২১ | @labib2000 | 41.1523% | 100 STEEM |
২২ | @tania69 | 60.9756% | 50 STEEM |
২৩ | @haideremtiaz | 9.24214% | 50 STEEM |
২৪ | @abusalehnahid | 30.9038% | 106 STEEM |
২৫ | @emranhasan | 6.14251% | 50 STEEM |
২৬ | @nusuranur | 7.67148% | 170 STEEM |
২৭ | @steem-for-future | 2.6178% | 30 STEEM |
২৮ | @mrahul40 | 9.05797% | 75 STEEM |
২৯ | @engrsayful | 15.9925% | 255 STEEM |
৩০ | @shopon700 | 13.986% | 100 STEEM |
৩১ | @md-razu | 32.2581% | 50 STEEM |
৩২ | @emon42 | 5.76132% | 70 STEEM |
৩৩ | @mahir4221 | 47.619% | 30 STEEM |
৩৪ | @selinasathi1 | 19.0114% | 150 STEEM |
৩৫ | @monira999 | 15.3846% | 50 STEEM |
৩৬ | @swagata21 | 309.091% | 67 STEEM |
৩৭ | @alokroy647 | 26.4305 % | 85 STEEM |
চলমান কনটেস্টে মোট পাওয়ার বৃদ্ধি করা হয়েছে ৩২৩,৯২৫ স্টিম
পাওয়ার বৃদ্ধি কনটেস্টের প্রাইজ পুল রাখা হয়েছিল ৫০ স্টিম। আজকে অ্যানাউন্সমেন্ট এর মাধ্যমে উক্ত পুরস্কার বিতরণ করা হবে। যে সকল ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের পাওয়ার বৃদ্ধির পরিমাণ এবং পাওয়ার বৃদ্ধির পারসেন্টেন্স নিচে উল্লেখ করা হলোঃ-
অবস্থান | নাম | পাওয়ার বৃদ্ধি | পুরস্কার এর পরিমান |
---|---|---|---|
১ | @swagata21 | 309.091% | ১২ STEEM |
২ | @beer75 | 69.6938% | ১০ STEEM |
৩ | @tania69 | 60.9756% | ৮ STEEM |
৪ | @mahir4221 | 47.619% | ৬ STEEM |
৫ | @saifulraju | 47.4655% | ৫ STEEM |
৬ | @labib2000 | 41.1523% | ৪ STEEM |
৭ | @munna101 | 40% | ৩ STEEM |
৮ | @md-razu | 32.2581% | ২ STEEM |
যেভাবে কনটেস্টের উইনার সিলেকশন করা হয়েছেঃ-
ইউজাররা যে পরিমাণ পাওয়ার বৃদ্ধি করেছেন , সেই পরিমাণটি পূর্বে তার ওয়ালেট এ থাকা মোট এস.পি'র কত পারসেন্ট সেটি নির্ণয় করা হয়েছে । যতজন পার্টিসিপেন্ট এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের সবার মধ্যে যাদের পারসেন্টেন্স টা সবচেয়ে বেশি, পর্যায়ক্রমিকভাবে তাদেরকেই উইনার লিস্টে রাখা হয়েছে ।
উদাহরণঃ-
মিস্টার ক-এর ওয়ালেটে একশত এস.পি আছে। সে আরো দশ স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার ক টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।
এবার মিস্টার খ-এর ওয়ালেটে ১০০০ এস.পি আছে। সে আরো একশত স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার খ টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।
তাহলে মিস্টার ক এবং মিস্টার খ আলাদা এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করা সত্ত্বেও তাদের পারসেন্টেন্স সেম এসেছে। ক্যালকুলেশন টা মূলত এভাবেই করা হবে।
এই কনটেস্ট টি আগামী সাতদিন পুনরায় সচল থাকবে। আগামী সাত দিন পর কমিউনিটি হ্যাংআউটে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং একটি অ্যানাউন্সমেন্ট পোস্ট করে দেওয়া হবে। আগামী সপ্তাহেও সবার অংশগ্রহণ কামনা করছি।
কনটেস্টে পার্টিসিপেট করার জন্য যে সকল নিয়ম অনুসরণ করতে হবে সেগুলো নিম্নে দেয়া হলঃ-
পাওয়ার আপ করে আপনাকে একটি পোস্ট করতে হবে। যেখানে উল্লেখ করতে হবে আপনি কি পরিমান STEEM পাওয়ার বৃদ্ধি করলেন। পাওয়ার বৃদ্ধির পূর্বের এবং পরের, ওয়ালেট এর স্ক্রিনশট যুক্ত করতে হবে আপনার পোস্টে।
সর্বনিম্ন ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করতে পারবেন। সর্বোচ্চ: আনলিমিটেড।
পার্টিসিপেট করতে হলে নিজের একাউন্টে কমপক্ষে ৫০ স্টিম পাওয়ার থাকতে হবে।
আপনার পোষ্টের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ট্যাগ হিসেবে ব্যবহার করুন যথাক্রমে #abb-powerup #TargetDecember , #welovepowerups ( @steemcurator01 থেকে সাপোর্ট পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে যদি #club5050 ট্যাগ ইউজ করেন)
কনটেস্টে অংশগ্রহণের পোস্ট শুধুমাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বাংলা ভাষায় করতে হবে।
কন্টেস্টের প্রাইজ পোলের স্পন্সর: @alsarzilsiam,@kingporos,@rupok,@winkles,@moh.arif,@hafizullah,@shuvo35
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সকল অংশগ্রহণকারীর জন্য অন্তরের অন্তস্থল থেকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামীতে এই ধারা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস শুভকামনা সবার জন্য♥♥
সবার এতোটা আগ্রহ দেখে সত্যিই খুব ভালো লাগছে। আসলে দিন শেষে এটাই হচ্ছে বড় পাওয়া। কারণ কমিউনিটিটা আমাদের আর তার সকল কনটেস্টকে এগিয়ে নিয়ে যাওয়াও আমাদের কাজ।
আমি ইনশাল্লাহ অবশ্যই সামনেও পার্টিসিপেট করবো।
সবার আনন্দ দেখে আমিও খুব আনন্দিত, এই সপ্তাহে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি। যদি সাধ্য হয় অবশ্য আমি সামনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। ধন্যবাদ দিতে চাই যিনি এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। পাওয়ার আপ করে নিজের শক্তি বাড়াবো কমিউনিটির শক্তি বাড়াবো।
যারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ। এএবং বিজয়ীদের অভিনন্দন। এবং এই সপ্তাহেও সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।
#Welovepowerups
বেশ অনেকেই অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতায়।তবে আমার সব থেকে ভালো লেগেছে আমাদের কমিউনিটির শ্রদ্ধেয় দাদারা ও এতে অংশগ্রহণ করেছিলেন।এটি অনেকটা আনন্দের সঙ্গে সঙ্গে উৎসাহ ও পাই আমরা।সকল বিজয়ীদের আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।
সপ্তাহের ফলাফল টি আমার মাঝে প্রবল আনন্দ যুগিয়েছে। আমি একজন নতুন ইউজার তারপরেও আমি বেশ কিছু পাওয়ার অফ করেছি এখনও পাওয়ার আপের পোস্টটি করা হয়নি তবে খুব শীঘ্রই করব। তোমার বেশি উৎসাহিত হলাম পারক কনটেস্টের পোস্টটি দেখে । ধন্যবাদ অনুপ্রেরণার বাণী আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য।
আমার বাংলা ব্লগ কমিউনিটি তে নতুন এবং পুরনো উভয় ব্যবহারকারী আসেন। তবে যার পাওয়ার বেশি সে পাওয়ার বৃদ্ধি করলে যে প্রথম হতে পারবে সেটা কোন বিষয় নাই। নতুনরাও কিন্তু পাওয়ার বৃদ্ধি করে শতকরা অনুযায়ী পাওয়ার বৃদ্ধি করে তারা তাদের নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে পারে খুব সহজেই।
সুন্দর একটি সিস্টেম চালু করা হয়েছে এডমিন প্যানেল থেকে। যার মাধ্যমে নতুন এবং পুরনো বিবেচনা দিকটি খুবই নগণ্য দেখায়।
এবং সকল বিজয়ীদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন।
আমরা পাওয়ার আপ ভালোবাসি। যারা বিজয়ী হয়েছেন সবার জন্য শুভকামনা রইল এবং নতুন সংযোজিত দুটি নিয়ম অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ । এই কনটেস্ট এর মাধ্যমে প্রতি সপ্তাহে পাওয়ার আপ অব্যাহত থাকবে এবং কমিউনিটি এগিয়ে যাবে।
আমি পাওয়ার আপ কনটেস্টে অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করলাম। আসলে পাওয়ার আপ জিনিসটা আমাদের সবারই করা উচিত।পাওয়ার আপ করলে নিজের শক্তি বারে এবং স্টিমিট প্লাটফর্মে নিজের ক্ষমতা বৃদ্ধি পায়। আশা করি সবাই পাওয়ার আপ করবেন নিজের জন্য খুবই ভালো।
যারা বিজয়ী হয়েছেন পাওয়ার আপ প্রতিযোগিতায় সবাইকে অনেক শুভেচ্ছা জানাই ❤️ এই প্রতিযোগিতা এবং পাওয়ার আপ করার মাধ্যমে নিজের সক্ষমতা বৃদ্ধি পাবে সেই সাথে আমাদের কমিউনিটির। ধীরে ধীরে আমরা এগিয়ে যাবো এভাবেই 💚