মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #৪২
প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।
ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।
আজকের টপিক্স: গতিশীল বাহনের মোশন ফটোগ্রাফি।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:
- ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
- ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
- ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
- ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
- শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
- সময়সীমা সাত দিন।
এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।
পুরস্কার থাকছে:
প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।
প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
গতিশীল বাহনের মোশন ফটোগ্রাফি টপিকটা কিন্তু বেশ ভালো লেগেছে ভাইয়া। এরকম ফটোগ্রাফি কখনো করা হয়নি। আপনি দারুন একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আশা করছি সবাই নিজেদের সেরা ফটোগ্রাফি গুলো উপস্থাপন করবে।
0.00 SBD,
0.21 STEEM,
0.21 SP
আপনার প্রত্যেকটি প্রতিযোগিতার বিষয় আমার কাছে দারুণ লাগে।আমি চেষ্টা করি অংশ নেওয়ার জন্য দাদা।তবে এটা ঠিক বুঝতে পারছি না এটা কি কোনো যানবাহনের ছবির কথা বলেছেন?
0.00 SBD,
0.21 STEEM,
0.21 SP
প্রতিযোগিতার আয়োজন করেছেন দেখে খুব ভালো লাগলো ভাইয়া। আসলে ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে। প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই ভাইয়া।
0.00 SBD,
0.20 STEEM,
0.20 SP
এবারের টপিকটাও দারুণ। প্রতিবার ভাবি ছবি পোস্ট করব কিন্তু হয়ে ওঠে না৷ এবারেও ভাবছি করব। কিন্তু হয় না। ভুলে যাব হয়তো। তবে রেজাল্ট হলে দেখি। কী সুন্দর সুন্দর সব ফটোগ্রাফি। আহা। চোখের প্রশান্তি যেন।
0.00 SBD,
0.20 STEEM,
0.20 SP
এবারেও খুব সুন্দর একটি টপিকের উপর প্রতিযোগিতা দিয়েছেন ভাইয়া। গতিশীল বাহনের মোশন ফটোগ্রাফি কখনও করা হয়নি। তাছাড়া মোশন বলতে কি বোঝানো হয়েছে ভাইয়া বুঝতে পারছি না। যাই হোক আশা করি সবাই অংশগ্রহন করার চেষ্টা করবে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
0.00 SBD,
0.19 STEEM,
0.19 SP
মোবাইলের ক্যামেরায় মোশন নামে অপশন পাবেন। সেটা অন করে, রানিং বাহন ক্যাপচার করবেন।
0.00 SBD,
0.19 STEEM,
0.19 SP
এবারের প্রতিযোগিতার টপিকটা একেবারে ভিন্ন ধরনের। চেষ্টা করবো গতিশীল বাহনের মোশন ফটোগ্রাফি ক্যাপচার করতে। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
0.00 SBD,
0.18 STEEM,
0.18 SP
বিবরণ: এই ফটোগ্রাফি টি হচ্ছে একটি চলমান নৌকার ফটোগ্রাফি। বেশ কিছু দিন আগে লালমনিরহাট জেলার একটি নদীর মধ্যে ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমরা নৌকায় করে ঘোরাঘুরি করার সময়ে এই ফটোগ্রাফি টি সংগ্রহ করেছিলাম। আসলে এই নদী টি আকারে অনেক টা বড় ছিল।
ডিভাইস: আইফোন ১১
নন ফ্ল্যাশ, নন এডিটেড।
আমি প্রতিনিয়ত আপনার ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করি। আপনি প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে ও একটি নতুন ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছেন, দেখে বেশ ভালো লাগলো। তবে, এ সপ্তাহের ফটোগ্রাফী টপিক টি একটু ভিন্ন। যাইহোক, অংশগ্রহণ করার চেষ্টা করবো।
ক্যাপশন: গতিশীল বাহনের মোশন ফটোগ্রাফি।
ডিভাইস- Samsung Galaxy A52
ফোকাল ল্যান্থ- 24 mm
ফ্ল্যাশ- No Flash
ইডিটেড ওর নন ইডিটেড- No Edited
বর্ননা: শীতকালে সকাল বেলার রাস্তায় খুব একটা গাড়ি চলাচল দেখা যায় না যেহেতু আমি গ্রামে বেশিরভাগ সময় থাকি সেহেতু গ্রামের সকাল বেলায় দু একটা ভ্যান গাড়ির দেখা পাবেন। মূলত এই ভ্যান গাড়ির খুব একটা দ্রুতগতিতে যেতে পারে না তবে কুয়াশা ঘেরা সকালবেলায় এই চলন্ত ভ্যান গাড়ির ছবি কাপচার করেছিলাম মূলত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যই। যাইহোক অবশেষে এই ছবির মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে ভালো লাগলো।
মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা অনেক ভালো লেগেছে। এই ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন অনেক ভালো ছিল। টপিকটা অনেক সুন্দর ছিল। আর আমার কাছে এই টপিক খুব ভালো লেগেছে। আমি যথাযথভাবে চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।