DIY - রঙিন কাগজের চকলেট।
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা??আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টটি হলো রঙিন কাগজের চকলেট।
আমি আজ খুব সিম্পল উপায়ে রঙিন কাগজ দিয়ে চকলেট তৈরি করেছি।জানিনা এই ডাই প্রজেক্ট আপনাদের কাছে কেমন লাগবে। তবুও আমি আশা রাখছি, রঙিন কাগজের চকলেট আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না।তাহলে চলুন আজকের রঙিন কাগজের চকলেট তৈরির ধাপ গুলো পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করি।
রঙিন কাগজের চকলেট তৈরি করতে আমি যেসকল উপকরণ ব্যাবহার করেছি তা হলো:
১.রঙিন কাগজ
২.কাঁচি
৩. পেন্সিল
৪.আঠা
৫. স্কেল
প্রস্তুতির ধাপ সমূহঃ
ধাপ-১ঃ
প্রথম স্টেপে আমি রঙিন কাগজ, কাঁচি, স্কেল, পেন্সিল এবং আঠা সহ প্রয়োজনীয় উপকরণগুলো একসাথে নিতে হবে।
ধাপ-২ঃ
এবারে স্কেলের মাপ অনুযায়ী ৭ cm এবং ৩ cm মাপে রঙিন কাগজ কেটে নিতে হবে।
ধাপ-৩ঃ
তারপর কাগজের দুই কোনাকুনি আঠা লাগিয়ে সংযুক্ত করে দিতে হবে।
ধাপ-৪ঃ
কোনাকুনি আঠা লাগিয়ে দেওয়ার পরে বেলুনের মত একটা আকৃতি ধারণ করবে তখন যে কোন এক অংশ আঠা লাগিয়ে সংযুক্ত করে দিতে হবে। নিচের অংশ আঠা লাগিয়ে সংযুক্ত করে দিতে হবে।
ধাপ-৫ঃ
এখন কাগজের চকলেটের মত অংশটার মধ্যে কোন কিছু লিখে দিতে পারেন বা ছোট্ট কিছু দিতে পারেন। আপাতত একটা ছোট্ট কাগজের মধ্যে I love you লিখে দিলে ভালোবাসা প্রকাশ পায় হা হা হা।
ধাপ-৬ঃ
চকলেটের ঠোঙ্গার মত অংশের মধ্যে কাগজে লেখা অংশটা দিয়ে দিলাম।
ধাপ-৭ঃ
এরপর কোণাকুণি আঠা লাগিয়ে যুক্ত করে দিলাম।
ধাপ-৮ঃ
এবার চকলেটের দুই অংশ ছোট ছোট করে কেটে ডিজাইন তৈরি করে দিলাম যেন অরিজিনাল চকলেট এর মত দেখায়।
ধাপ-৯ঃ
ভিন্ন ভিন্ন রঙে বেশ কিছু চকলেট তৈরি করা হয়েছে যেগুলো নিচের ছবিতে দেখছেন।
এভাবেই খুব সহজে রঙিন কাগজের চকলেট তৈরি করা যায় যেমনটা আপনারা দেখছেন।আশা করি আপনাদের ভালো লেগেছে।আজ এ পর্যন্তই। আল্লাহ্ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

রঙিন কাগজ দিয়ে তৈরি করা চকলেট দেখতে একেবারে সত্যি কারের চকলেটের মতোই হয়েছে। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন কিছু তৈরি করা যায়। কাগজের তৈরি জিনিসগুলো দেখতে বেশ আকর্ষণীয়। বিভিন্ন রং এর চকলেট ভর্তি প্যাকেটগুলো দেখতে খুব সুন্দর হয়েছে ভাইয়া। তৈরি করার সম্পূর্ণ পদ্ধতি বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
0.00 SBD,
0.30 STEEM,
0.30 SP
বাহ্! চমৎকার একটি ডাই পোস্ট শেয়ার করেছেন ভাই। আপনি রঙিন কাগজ দিয়ে দারুণভাবে চকলেট তৈরি করেছেন। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। অনেকদিন পরে ডাই পোস্ট শেয়ার করলেন। যাইহোক এতো সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
0.00 SBD,
0.30 STEEM,
0.30 SP
আপনার তৈরি রঙিন কাগজের চকলেট দেখে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো।কখনো যদি কাউকে প্রপোজ করি,তাহলে তাকে বিভিন্ন রঙের কাগজ দিয়ে এভাবে চকলেটের খোসা বানিয়ে তার ভিতর ছোট্ট একটি কাগজে আপনার মত করে I love you লিখে দেবো।আমি হান্ডেট পার্সেন্ট কনফার্ম এভাবে যদি কাউকে প্রপোজ করা যায় তাহলে রিজেক্ট হওয়ার কোন ভয় থাকবেনা।রঙিন কাগজ ব্যবহার করে দারুন এই ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করে আমার মাথায় এত সুন্দর একটি বুদ্ধি জাগ্রত করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
0.00 SBD,
0.30 STEEM,
0.30 SP
রঙিন কাগজের তৈরি কটা চকলেট গুলো দেখতে একেবারে সত্যিকারের চকলেট এর মত হয়েছে। যদিও ভেতরটা ফাঁকা মনে হচ্ছে। তবে জিনিসটা কিন্তু দারুন লেগেছে। মজা করার জন্য বাচ্চাদের দিলে মন্দ লাগবে না।
0.00 SBD,
0.29 STEEM,
0.29 SP
রঙিন কাগজের চকলেট দেখতে অরিজিনাল চকলেটের মতো মনে হচ্ছে। তবে চকলেট এর ভিতরে তো চকলেট নেই হা হা হা।যাইহোক ভাইয়া অনেক সুন্দর হয়েছে চকলেট গুলো। ধন্যবাদ আপনাকে।
0.00 SBD,
0.29 STEEM,
0.29 SP
রঙিন কাগজের চকলেট গুলো দেখে এই জ্বরের সময় খুব ভালো লাগলো।মিষ্টি খাবারই এ সময়টাতে ভালো লাগে। আপনি চমৎকার তৈরি করেছেন।অনেকদিন পর ডাই পোস্ট করেছেন তা দেখে আরো বেশী ভালো লাগলো ভাইয়া।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য।
0.00 SBD,
0.29 STEEM,
0.29 SP
রঙিন কাগজের চকলেট তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেন ভাইয়া। রঙিন কাগজ দিয়ে এ ধরনের জিনিস তৈরি করতে আমারও অনেক বেশি ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
0.00 SBD,
0.28 STEEM,
0.28 SP
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর চকলেট তৈরি করেছেন। বিভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করার কারণে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগছে। ছোট বাচ্চাদেরকে যদি আপনি এই প্যাকেট গুলো দেন তারা তো অনেক বেশি খুশি হয়ে যাবে। খুবই কিউট লাগছে এই চকলেট গুলো দেখতে।
0.00 SBD,
0.28 STEEM,
0.28 SP
ভাইয়া, রঙিন কাগজ দিয়ে তৈরি চকলেটগুলো সত্যিই দারুণ হয়েছে! দেখে মনে হচ্ছে যেন আসল চকলেট। কাগজ দিয়ে বিভিন্ন আকর্ষণীয় জিনিস তৈরি করার এই আইডিয়া সত্যিই অসাধারণ। বিশেষ করে রঙিন চকলেট ভর্তি প্যাকেটগুলো একেবারে চোখে পড়ার মতো সুন্দর হয়েছে। তৈরির পুরো পদ্ধতি বিস্তারিতভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
0.00 SBD,
0.28 STEEM,
0.28 SP
বাহ,রঙিন কাগজের চকলেটগুলি তো দারুণ হয়েছে।মনে হচ্ছে টুপ করে নিয়ে খেয়ে ফেলি☺️☺️,তাছাড়া এগুলো মনে হয় স্পেশাল ভালোবাসা দিবসের দিনে ভাবীকে গিফট করেছিলেন বুঝি!ভাবি মনে হয় খুবই খুশি হয়েছে হি হি,ধন্যবাদ দাদা।
0.00 SBD,
0.27 STEEM,
0.27 SP