ছোটবেলার ঈদের শপিং -
হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বর্তমান সময়টা অনেক বেশি আনন্দের। এ সময়টাতে চারিদিকে আনন্দের আবহাওয়া লক্ষ্য করা যায়। ৩০ টি রোজা দেখতে দেখতেই প্রায় শেষ হয়ে গেল। আর হয়তোবা একটি রোজা বাকি আছে। আর বেশি হলে দুইটি । এবার কয়টি রোজা হবে একটু পরেই শোনা যাবে। সৌদি আরবে যদি আজকে চাঁদ দেখা যায় তাহলে আমাদের আর একটি রোজা থাকছে।
যাই হোক চারিদিকে শপিং এর ধুম পড়ে গিয়েছে লক্ষ্য করলাম। ছোট থেকে বড় সবাই কমবেশি শপিং করছে। যার যেমন সমর্থ্য সে সেরকম কেনাকাটা করছে। বয়োজ্যেষ্ঠরা ছোটদের শপিং করিয়ে দিয়ে আনন্দ হচ্ছে আবার ছোটরা শপিং পেয়ে আনন্দ পাচ্ছে।
সময়ের স্রোতে আমাদের অনুভূতিতেও বিশাল পরিবর্তন এসেছে। এক সময় শপিং পেতে ভালো লাগতো আর শপিং করতে ভালো লাগতো। এখন নিজে শপিং করার থেকে ছোটদের শপিং করিয়ে দেয়ার দায়িত্বটা বড় হয়ে উঠেছে। ছোটবেলার শপিং গুলো নিয়ে কতটা উচ্ছাসিত ছিলাম বলে প্রকাশ করা যাবে না। এই অনুভূতিগুলো সবারই চাইল্ডহুডে ছিল।
যখন ঈদের নতুন জামা পেতাম তখন সেটা লুকিয়ে রাখতাম। কেউ যদি আগেই দেখে ফেলে তাহলে ঈদ হবে না এরকমটা ভাবতাম। মাঝেমধ্যে যখন রুমে কেউ থাকতো না তখন বের করে দেখতাম। মাঝেমধ্যে তো আবার নতুন কাপড়ের ঘ্রাণ নিতাম। ভারী মজার ছিল ঘটনা গুলো। যাইহোক সেদিন গুলো বয়স বাড়ার সাথে সাথে তলিয়ে গেছে ।
এবার ঈদে আমি নিজে তেমন কিছুই কিনিনি। তবে আমার ছেলে অনেকগুলো গিফট পেয়েছে। তার মধ্যে একটি গিফট আমাদের কমিউনিটির মাকসুদা কাওসার আপু পাঠিয়েছেন।
গিফটটা অনেকদিন আগেই এসেছে কিন্তু আমি প্যাকেট খুলিনি এতদিন। কুরিয়ার থেকে রিসিভ করে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। বাবু বাড়িতে ছিল না। ওরা যখন আসলো তখন বাবুর আম্মু নিজেই প্যাকেটটা খুলে দেখলো। অনেকগুলো ড্রেস পাঠিয়েছে, প্রত্যেকটাই অনেক সুন্দর ছিল।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

সত্যি ভাইয়া ছোটবেলার আনন্দটাই সবার চেয়ে বেশি আনন্দময় ছিল। সেই সময়ে বড়রা ছোটদের কে জামা কাপড় দিত, সালামি দিত। আর এই মুহূর্তগুলো মনে পড়লে খুব ভালো লাগে। আর এখন আমরা বড় হয়ে গিয়ে নিজেরাই সেই দায়িত্ব পালন করতে হচ্ছে। বাবুর জন্য মাকসুদা আপু বেশ সুন্দর কিছু জামা পাঠিয়েছে, দেখে ভালো লাগলো।
ছেলেবেলার ঈদ আনন্দ আর ঈদের শপিং সত্যিই অনেক মধুর সেই অনুভূতি। আজ ও গিফট পেতে ভালো লাগে।তবে এখন দায়িত্ব বেড়ে গেছে।সবাইকে দিতে হয় শপিং করে।এতোকিছুর মাঝে সামান্য কিছু গিফট নিজের জন্য পেলে ভালো লাগাটা অনেক বেশী হয়।মাকসুদা আপু আপনার বাবুর জন্য খুব চমৎকার কিছু ড্রেস পাঠিয়েছেন দেখছি।ভালো লাগলো আপনার অনুভূতি গুলো পড়ে। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া অনুভূতি গুলো শেয়ার করার জন্য। পরিবারের সবাইকে নিয়ে ঈদ উৎসব উদযাপন সুন্দর হোক এমনটাই আশাকরি।
আসলেই ছোটবেলার উৎসব সংক্রান্ত মুহূর্তগুলি খুবই স্মৃতিমধুর।তাছাড়া নতুন জিনিসের ঘ্রাণ সবারই ভালো লাগার মতো একটি বিষয়।আপনার বাবু তো দারুণ সব গিফট পেয়েছে।উপহারের জামা প্যান্টগুলি দারুণ ছিল, আপনার বাবুর জন্য অনেক ভালোবাসা ও আদর রইলো দাদা।