পাওয়ার আপ প্রতিযোগিতা -৩ এর ফলাফল || প্রতিযোগিতাটি নতুন সপ্তাহে চলমান থাকবে। [ ABB-POWER UP CONTEST]
পাওয়ার বৃদ্ধি মানে নিজস্ব ক্ষমতা বৃদ্ধি। আর নিজের সক্ষমতা বৃদ্ধি করতে যারা কার্পণ্যতা করে এই প্ল্যাটফর্মে তাদের ভবিষ্যৎ ততটা ও সমৃদ্ধ হবে না। আমাদের কমিউনিটির ইউজাররা যদি নিজেদের পাওয়ার বৃদ্ধিতে যথেষ্ট যত্নশীল হয় তাহলে তাদের নিজেদেরই লাভ। এখানে এডমিন প্যানেলের কোন লাভ নেই। আপনারাতো প্রত্যেকেই জানেন আমার বাংলা ব্লগ কমিউনিটি সবসময় ইউজারদের ভালোর দিকটা নিয়ে বেশি ভাবে। এরই ধারাবাহিকতায় ২১ দিন আগে একটি কনটেস্ট প্রকাশ করা হয়। কন্টেস্টের বিষয় ছিল পাওয়ার বৃদ্ধি করা। টার্গেট ডিসেম্বর উদ্যোগটি আরো সফলভাবে রান করানোর জন্যই মূলত এই কনটেস্ট এর আয়োজন করা। এই সপ্তাহে ২৬ জন ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে। বিষয়টি সত্যিই আমাদেরকে আনন্দিত করেছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজাররা বর্তমানে তাদের শক্তি বৃদ্ধিতে সিরিয়াস অবস্থানে আছে ।
কনটেস্টে যারা পার্টিসিপেট করেছে নিম্নে তাদের নাম ঘোষণা করা হলো:
ক্রমিক | নাম | পাওয়ার বৃদ্ধি | স্টিমের পরিমান |
---|---|---|---|
১ | @abusalehnahid | 16.2338% | 75 STEEM |
২ | @hayat221 | 5.63063% | 50 STEEM |
৩ | @litonali | 28.2828% | 56 STEEM |
৪ | @rex-sumon | 3.97678% | 500 STEEM |
৫ | @razuan12 | 3.00661% | 50 STEEM |
৬ | @emranhasan | 6.55022% | 60 STEEM |
৭ | @sagor1233 | 1.17683% | 38 STEEM |
৮ | @alsarzilsiam | 7.13946% | 150 STEEM |
৯ | @mahamuddipu | 36.1702% | 50 STEEM |
১০ | @rayhan111 | 2.33536% | 50 STEEM |
১১ | @isha.ish | 43.1471% | 1550 STEEM |
১২ | @mrahul40 | 5.14403% | 100 STEEM |
১৩ | @pro12 | 10.3896% | 56 STEEM |
১৪ | @haideremtiaz | 9.62963% | 65 STEEM |
১৫ | @emonv | 68.5185% | 73 STEEM |
১৬ | @moh.arif | 0.415144% | 100 STEEM |
১৭ | @tangera | 2.39464% | 50 STEEM |
১৮ | @limon88 | 6.32911% | 50 STEEM |
১৯ | @green015 | 11.6528% | 195 STEEM |
২০ | @nusuranur | 7.33453% | 205 STEEM |
২১ | @ripon40 | 15.0376% | 60 STEEM |
২২ | @engrsayful | 10.5553% | 230 STEEM |
২৩ | @santa14 | 73.0337% | 65 STEEM |
২৪ | @shopon700 | 5.52486% | 50 STEEM |
২৫ | @simaroy | 8.19672% | 50 STEEM |
২৬ | @mdsamad | 1.27551% | 30 STEEM |
এই সপ্তাহে মোট পাওয়ার বৃদ্ধি করা হয়েছে ৪০০৮ স্টিম। চলমান কনটেস্টে তিন সপ্তাহে মোট পাওয়ার বৃদ্ধি করা হয়েছে ৩৩০,৩৭৫ স্টিম।
গত সপ্তাহে যারা কনটেস্টে পার্টিসিপেট করেছে কিন্তু নিয়ম মানেনি তাদেরকে উইনার লিস্টে রাখা হচ্ছে না। নিম্নে তাদের লিস্ট প্রদান করা হলোঃ-
ক্রমিক | নাম | পাওয়ার বৃদ্ধি | স্টিমের পরিমান |
---|---|---|---|
১ | @mdsamad | 1.27551% | 30 STEEM |
২ | @sagor1233 | 1.17683% | 38 STEEM |
পাওয়ার বৃদ্ধি কনটেস্টের প্রাইজ পুল রাখা হয়েছিল ৫০ স্টিম। আজকে অ্যানাউন্সমেন্ট এর মাধ্যমে উক্ত পুরস্কার বিতরণ করা হবে। যে সকল ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের পাওয়ার বৃদ্ধির পরিমাণ এবং পাওয়ার বৃদ্ধির পারসেন্টেন্স নিচে উল্লেখ করা হলোঃ-
অবস্থান | নাম | পাওয়ার বৃদ্ধি | পুরস্কার এর পরিমান |
---|---|---|---|
১ | @santa14 | 73.0337% | ১২ STEEM |
২ | @emonv | 68.5185% | ১০ STEEM |
৩ | @isha.ish | 43.1471% | ৮ STEEM |
৪ | @mahamuddipu | 36.1702% | ৬ STEEM |
৫ | @litonali | 28.2828% | ৫ STEEM |
৬ | @abusalehnahid | 16.2338% | ৪ STEEM |
৭ | @ripon40 | 15.0376% | ৩ STEEM |
৮ | @green015 | 11.6528% | ২ STEEM |
যেভাবে কনটেস্টের উইনার সিলেকশন করা হয়েছেঃ-
ইউজাররা যে পরিমাণ পাওয়ার বৃদ্ধি করেছেন , সেই পরিমাণটি পূর্বে তার ওয়ালেট এ থাকা মোট এস.পি'র কত পারসেন্ট সেটি নির্ণয় করা হয়েছে । যতজন পার্টিসিপেন্ট এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের সবার মধ্যে যাদের পারসেন্টেন্স টা সবচেয়ে বেশি, পর্যায়ক্রমিকভাবে তাদেরকেই উইনার লিস্টে রাখা হয়েছে ।
উদাহরণঃ-
মিস্টার ক-এর ওয়ালেটে একশত এস.পি আছে। সে আরো দশ স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার ক টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।
এবার মিস্টার খ-এর ওয়ালেটে ১০০০ এস.পি আছে। সে আরো একশত স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার খ টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।
তাহলে মিস্টার ক এবং মিস্টার খ আলাদা এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করা সত্ত্বেও তাদের পারসেন্টেন্স সেম এসেছে। ক্যালকুলেশন টা মূলত এভাবেই করা হবে।
এই কনটেস্ট টি আগামী সাতদিন পুনরায় সচল থাকবে। আগামী সাত দিন পর কমিউনিটি হ্যাংআউটে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং একটি অ্যানাউন্সমেন্ট পোস্ট করে দেওয়া হবে। আগামী সপ্তাহেও সবার অংশগ্রহণ কামনা করছি।
কনটেস্টে পার্টিসিপেট করার জন্য যে সকল নিয়ম অনুসরণ করতে হবে সেগুলো নিম্নে দেয়া হলঃ-
পাওয়ার আপ করে আপনাকে একটি পোস্ট করতে হবে। যেখানে উল্লেখ করতে হবে আপনি কি পরিমান STEEM পাওয়ার বৃদ্ধি করলেন। পাওয়ার বৃদ্ধির পূর্বের এবং পরের, ওয়ালেট এর স্ক্রিনশট যুক্ত করতে হবে আপনার পোস্টে।
সর্বনিম্ন ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করতে পারবেন। সর্বোচ্চ: আনলিমিটেড।
পার্টিসিপেট করতে হলে নিজের একাউন্টে কমপক্ষে ৫০ স্টিম পাওয়ার থাকতে হবে।
আপনার পোষ্টের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ট্যাগ হিসেবে ব্যবহার করুন যথাক্রমে #abb-powerup #TargetDecember , #welovepowerups ( @steemcurator01 থেকে সাপোর্ট পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে যদি #club5050 ট্যাগ ইউজ করেন)
কনটেস্টে অংশগ্রহণের পোস্ট শুধুমাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বাংলা ভাষায় করতে হবে।
কন্টেস্টের প্রাইজ পোলের স্পন্সর: @alsarzilsiam,@kingporos,@rupok,@winkles,@moh.arif,@hafizullah,@shuvo35
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
যদি বেশি পাওয়ার আপ করতে পারিনি এজন্য আপসেট আমি ।তবে আর যারা পাওয়ার আপ করেছেন তাদের ধন্যবাদ জানাই ।এভাবেই টার্গেট ডিসেম্বর পুরা হবে ইংশাল্লাহ।ধন্যবাদ সবাইকে ।
আপনি খুবই সুন্দর ভাবে এবং দক্ষতার সাথে ফলাফল ঘোষণা করেছেন। বিজয়ীদের ম সুন্দর ভাবে নির্ধারণ করেছেন। যারা বিজয়ী হয়েছে তাদের জন্য রইল শুভকামনা।
বিজয়ী না হতে পারলেও এই উদ্যেগে অংশগ্রহণ করতে পেরে ভাল লাগছে। এটি অনেক গুরুত্বপূর্ন ও চমৎকার উদ্যোগ। ধন্যবাদ।
সকল বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি। ইনশাআল্লাহ এই সপ্তাহে অংশগ্রহণ করবো কনিটেস্ট এ। পাওয়ার করা মানেই নিজের আইডিতে সক্ষমতা বৃদ্ধি। 💓☘️
প্রাইজ পাই কি পাইনি তার চেয়ে বেশি ভালো লাগে যখন এই লিস্টে নিজের নাম দেখতে পাই। আসলে যারা কমিউনিটির সাথে লং টাইম কাজ করতে চায় তারাই পাওয়ার আপ করছে, তারাই নিজেকে স্বক্ষম করে তুলছে। ব্যাপারটি খুবই দারুণ লেগেছে আমার কাছে। সকলের জন্যই শুভকামনা রইলো।
সবার আগ্রহ দেখে সত্যি আমি মুগ্ধ , প্রতিটি মানুষ যথেষ্ট চেষ্টা করেছেন পাওয়ার আপ কন্টেস্টে অংশ গ্রহণ করার, সবার এই আগ্রহ আমাদের আরো সামনে এগিয়ে যেতে সাহায্য করবে বলে আশা করি , আর যারা এই কন্টেস্টে অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছেন তাদের জানায় অনেক অভিনন্দন আর ভালোবাসা।
সত্যি অনেক ভালো লাগে পাওয়ার আপ করতে। ইনশাআল্লাহ সামনে আরো বড় করে করার চেষ্টা করবো।
অনেক ধন্যবাদ সুমন ভাইয়াকে আমাকে প্রথম করার।
আমাদের উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ।
লিস্টে নিজের নামটি দেখে অবশ্য খুশি লাগছে। যদিও প্রতিযোগিতায় উইনার হতে পারেনি। চেষ্টা থাকবে এখন আরও বেশি পাওয়ার আপ করে বিজয়ী হবার। এতের করে নিজের সক্ষমতাও বাড়বে। কন্টেস্ট বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন।
পাওয়ার আপ করার সামর্থ হলেই আমিও পাওয়ার আপ করবো। আমার বাংলা ব্লগকে অনেক ভালোবাসি।
পাওয়ার বৃদ্ধির প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বন্ধুদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। পাওয়ার বৃদ্ধির প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই।আমিও এই সপ্তাহে পাওয়ার বৃদ্ধির কনটেস্টে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।