মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #৪১
প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।
ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।
আজকের টপিক্স: কুয়াশাচ্ছন্ন প্রকৃতির ফটোগ্রাফি।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:
- ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
- ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
- ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
- ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
- শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
- সময়সীমা সাত দিন।
এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।
পুরস্কার থাকছে:
প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।
প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Focus length : 27 mm
flash : couldn't use
no edited
শীতকালে কুয়াশাচ্ছন্ন প্রকৃতি অপরূপ রূপে সেজে থাকে। সকাল বেলা ঘন কুয়াশার কারণে মন হয় চারপাশে যেন সাদা মেঘে ঢেকে আছে। এটাই শীতের সৌন্দর্য। আমি আজকে খুব সকালে ঘুম থেকে উঠে কিছু সময় হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম। চোখের সামনে কুয়াশাচ্ছন্ন প্রকৃতির অপরূপ মেলা দেখতে পাই এবং আমি ফটোগ্রাফি করি।
ক্যামেরা মডেল:- m32
ফোকাল লেন্থ:- 4.6mm
ফ্ল্যাশ :- ব্যবহৃত হয় নি।
এডিট:- নন- এডিট
শীতের ভারি কুয়াশায় ছাদের উপর থেকে এই দৃশ্যটি ক্যাপচার করেছিলাম।
গতকাল প্রচুর কুয়াশার মধ্যে ভোর বেলা স্কুলে যেতে হয়েছিল অনেকটা রাস্তা বাইক চালিয়ে। স্কুলে পৌঁছে দেখি চারপাশ কুয়াশাচ্ছন্ন। একটু দূরের মানুষটাকেই যেন ঠিক করে দেখার উপায় নেই৷ জায়গাটি কলকাতা নাকি দার্জিলিং সেটাই বোঝার উপায় ছিল না। তাই ক্যামেরাবন্দী করি প্রকৃতির সেই দৃশ্যকে৷
Cam - Infinix Hot 30 mobile
50 Megapixel
Non edited picture.
স্থান - সোদপুর, কলকাতা
একেবারে সময়োপযোগী একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাই। কুয়াশাচ্ছন্ন প্রকৃতির ফটোগ্রাফি দেখতে বরাবরই আমার খুব ভালো লাগে। আমি অবশ্যই চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ডিভাইস- poco m2
ফোকাল ল্যান্থ-3.789mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- নন ইডিটেড
বিবরণ:এটি হচ্ছে কুয়াশাচ্ছন্ন ভোরের প্রকৃতির ফটোগ্রাফি।সাদা কুয়াশায় ঢেকে গিয়েছিল চারিদিক আর আকাশ ফেটে যেন সূর্যের আলো ছড়িয়ে পড়ার চেষ্টা করছিলো।খেজুর গাছ, কুল গাছ ও ঘরটি সবই কুয়াশার চাদরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।সবুজ গাছের ফাক দিয়ে আমাদের এখানের জলের বড় ট্যাংকটি দেখা যাচ্ছে।
ডিভাইস- realme C55
ফোকাল ল্যান্থ-4.70 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড
বিবরণ: কুয়াশাচ্ছন্ন প্রকৃতির ফটোগ্রাফি টি ভোরবেলা তুলেছি। এখানে সাদা বক গুলো জমিতে মাছ খাচ্ছে। বক গুলো জমিতে মাছ খাওয়ার দৃশ্য বেশ দারুন লাগছে। কুয়াশাচ্ছন্ন থাকার কারণে গাছ গুলো স্পষ্ট বুঝা যাচ্ছে না। প্রকৃতির সবকিছু কুয়াশা চাদরে ঢাকা।
আশা করি ভাইয়া ভালো আছেন? কুয়াশাচ্ছন্ন প্রকৃতির ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছেন দেখে খুব ভালো লাগলো। বেশ সময় উপযোগী প্রতিযোগিতা আয়োজন করেছেন। এখন সকালবেলা প্রকৃতির সবকিছু কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে। কুয়াশা ভেজা প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাক, ভালো থাকবেন ভাইয়া।
আবারও শীতের সিজনের সুন্দর একটি বিষয় নিয়ে আপনি প্রতিযোগিতার ঘোষণা দিলেন। এখন যেহেতু শীতকাল বেশ কুয়াশা ও আছে। আশা করি বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো সবার কাছ থেকে। যেহেতু এখন একটু বের হচ্ছি না কুয়াশাচ্ছন্ন ফটোগ্রাফিতে ফোনের গ্যালারিতে জমা নেই। আশা করি সবার কাছ থেকে দারুণ দারুণ ফটোগ্রাফি দেখতে পাবো।
কুয়াশা ভেজা প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। আপনি সময় উপযোগী একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া। আশা করছি দারুন দারুন সব ফটোগ্রাফি গুলো দেখার সুযোগ পাবো।
বরাবরের মতো এই সপ্তাহে আপনি চমৎকার প্রতিযোগিতার আয়োজন করেছেন, কুয়াশাচ্ছন্ন প্রকৃতির ফটোগ্রাফি সময় উপযোগী প্রতিযোগিতা। আমিও চেষ্টা করবো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সকলের জন্য শুভকামনা।