মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #৩৫

in আমার বাংলা ব্লগ3 days ago

Cover_20230704_085111_0000.png

হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত দিন আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: শীতের সকালের ফটোগ্রাফি । এ সপ্তাহে ৬ জন ইউজার পার্টিসিপেট করেছে।

কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।

এ সপ্তাহে ৬ জন পার্টিসিপেট করেছে । ৬ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদেরকে বাছাই করা হবে। চলুন প্রথমে অংশগ্রহণ এক নজরে দেখে নিই।



By: @emon42

প্রতিটা ঘাসে শিশিরবিন্দু। এমন দৃশ্য শুধু শীতকালেই দেখা যায়। শীতের সকালে শিশিরভেজা ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটার সময় যেন অনিন্দ‍্য সুন্দর একটা মূহূর্তের স্বাক্ষী হওয়া যায় ।





By: @kazi-raihan

বর্ননা: শীতের মৌসুম আসলে সকালের দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লাগে বিশেষ করে যখন সূর্য ওঠে আর কুয়াশার ভাবটা কেটে যায়। ছবিটা যখন তুলেছিলাম তখন অনেক সকাল সবেমাত্র সূর্য উঁকি দিচ্ছে আর সূর্যের আলোতে শীতের সকালের কুয়াশা ভাবটা যেন পর্যায়ক্রমে পরিষ্কার হয়ে যাচ্ছিল।





By: @tithyrani

শীতকালে মাঠের পর মাঠ হলুদ সরিষা ফুলের চাদরে ছেয়ে থাকে। শীতের সকালে তার সাথে কুয়াশার চাদর অন্যরকম এক মাত্রা যুক্ত করে। কিংবা হালকা মিষ্টি রোদ উঠলেও এই একই মাঠের আবহ পরিবর্তন হয়ে আরেক রকম আবেশে জড়িয়ে নেয়! শীতের সকালে প্রকৃতির কাছাকাছি থাকতে পারাটাও এক প্রকার সৌভাগ্য। ছবিটি গত বছর ৬ জানুয়ারি তোলা।





By: @ah-agim

বিবরণ: শীতের সকালের কুয়াশা ভেজা প্রাকৃতিক সৌন্দর্য খুবই দুর্দান্ত হয়ে থাকে। শীতের সকালে গাছপালা লতা পাতা এবং ঘাসের উপর প্রচুর কুয়াশা পড়ে থাকে। ঘাসের উপর শিশির বিন্দু এমন দৃশ্য দেখতে খুব ভালো লাগে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য
উপভোগ করা যায়।





By: @green015

আপনার ফটোগ্রাফি প্রতিযোগিতার বিষয়গুলি বরাবরই সুন্দর।যেটা আমার কাছে খুবই ভালো লাগে।এইবারও তার ব্যতিক্রম নয়,সময় উপযোগী টপিক এটি।





By: @shahid540

কিছু কথা:এটি একটি শীতের সকালের ফটোগ্রাফি। যদিও বা এখনো পরিপূর্ণভাবে শীত আসেনি তারপরও বর্তমান সময়ের শীতের সকাল বেশ দারুন লাগে। মিষ্টি মিষ্টি রোদ হালকা ঠান্ডা সবমিলিয়ে মজার একটি সকাল অনুভব করা যায়। বেশ কয়েকদিন থেকে চিন্তা করতেছি একদম ভোরের ফটোগ্রাফি করব কিন্তু হয়েই উঠছে না। আজকে অবশেষে করে নিলাম। তারপরেও অনেকটা লেট হয়ে গিয়েছিল। যাইহোক আমি চেষ্টা করেছি আমার সাধ্যমত শীতের সকালের ফটোগ্রাফি করার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে।







উক্ত ৬ টি এন্ট্রি থেকে ৬ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকেই দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেরা'রা পাচ্ছেন নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:




IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Posted using SteemPro Mobile

Polish_20240825_125322804.png

Sort:  
 3 days ago 

এই প্রতিযোগিতার মাধ্যমে শীতের সকালের খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেয়েছি। যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ইমন ভাইয়ের ফটোগ্রাফিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এই প্রতিযোগিতার ফলাফল আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য অনেক অনেক অভিনন্দন রইল। শীতের কিছু সুন্দর ফটোগ্রাফি দেখতে পেয়েছিলাম এই প্রতিযোগিতার মাধ্যমে।প্রত্যেকটি ফটোগ্রাফি আসলেই ভীষণ সুন্দর। ভাইয়া আজ আপনি প্রতিযোগিতার ফলাফল আমাদের মাঝে শেয়ার করে নিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rex-sumon,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 days ago 

আপনার দেওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চতুর্থ অবস্থান অর্জন করেছি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়ে বেশ ভালো লাগলো।

 2 days ago 

মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করেছেন দেখে খুব ভালো লাগলো। শীতের সকালের কুয়াশা ভেজা প্রাকৃতিক সৌন্দর্য খুবই দুর্দান্ত হয়ে থাকে। প্রতিযোগিতার মাধ্যমে বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। প্রতিযোগিতার ফলাফল আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।