পাওয়ার আপ প্রতিযোগিতা - ১১ এর ফলাফল | প্রতিযোগিতার সপ্তাহ- ১২-নতুন সপ্তাহে চলমান থাকবে।

in আমার বাংলা ব্লগ6 days ago

Blue_Black_Professiona_Intelligent_Technology_Presentation_20250320_132914_0000.webp

পাওয়ার বৃদ্ধি মানে নিজস্ব ক্ষমতা বৃদ্ধি। আর নিজের সক্ষমতা বৃদ্ধি করতে যারা কার্পণ্যতা করে এই প্ল্যাটফর্মে তাদের ভবিষ্যৎ ততটা ও সমৃদ্ধ হবে না। আমাদের কমিউনিটির ইউজাররা যদি নিজেদের পাওয়ার বৃদ্ধিতে যথেষ্ট যত্নশীল হয় তাহলে তাদের নিজেদেরই লাভ। এখানে এডমিন প্যানেলের কোন লাভ নেই। আপনারাতো প্রত্যেকেই জানেন আমার বাংলা ব্লগ কমিউনিটি সবসময় ইউজারদের ভালোর দিকটা নিয়ে বেশি ভাবে। এরই ধারাবাহিকতায় 42 দিন আগে একটি কনটেস্ট প্রকাশ করা হয়। কন্টেস্টের বিষয় ছিল পাওয়ার বৃদ্ধি করা। টার্গেট ডিসেম্বর উদ্যোগটি আরো সফলভাবে রান করানোর জন্যই মূলত এই কনটেস্ট এর আয়োজন করা। এই সপ্তাহে 17 জন ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে। বিষয়টি সত্যিই আমাদেরকে আনন্দিত করেছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজাররা বর্তমানে তাদের শক্তি বৃদ্ধিতে সিরিয়াস অবস্থানে আছে ।

কনটেস্টে যারা পার্টিসিপেট করেছে নিম্নে তাদের নাম ঘোষণা করা হলো:

ক্রমিকনামপাওয়ার বৃদ্ধিস্টিমের পরিমান
1@ah-agiminvalid10 STEEM
2@mostafezur001invalid10 STEEM
3@mahfuzanilainvalid10 STEEM
4@bijoy1invalid10 STEEM
5@steem-for-futureinvalid10 STEEM
6@moh.arifinvalid25 STEEM
7@mohamad786invalid10 STEEM
8@polash123invalid10 STEEM
9@kingporosinvalid10 STEEM
10@jamal7invalid10 STEEM
11@arpita007invalid10 STEEM
12@nevlu123invalid10 STEEM
13@rayhan111invalid10 STEEM
14@alsarzilsiam0.232337%100 STEEM
15@ripon400.813074%100 STEEM
16@aongkon1.10852%100 STEEM
17@rex-sumon0.256598%200 STEEM
18@tangera0.104232%50 STEEM
19@nazmul013.33111%50 STEEM
20@purnima143.12695%50 STEEM
21@kazi-raihan1.22399%100 STEEM
এই সপ্তাহে মোট পাওয়ার বৃদ্ধি করা হয়েছে ৮৯৫ স্টিম।

পাওয়ার বৃদ্ধি কনটেস্টের প্রাইজ পুল রাখা হয়েছিল ৭৫ স্টিম। আজকে অ্যানাউন্সমেন্ট এর মাধ্যমে উক্ত পুরস্কার বিতরণ করা হবে। যে সকল ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের পাওয়ার বৃদ্ধির পরিমাণ এবং পাওয়ার বৃদ্ধির পারসেন্টেন্স নিচে উল্লেখ করা হলোঃ-

অবস্থাননামপাওয়ার বৃদ্ধিপুরস্কার এর পরিমান
@nazmul013.33111%২০ STEEM
@purnima143.12695%১৮ STEEM
@kazi-raihan1.22399%১৫ STEEM
@aongkon1.10852%১০ STEEM
@ripon400.813074%৭ STEEM
@rex-sumon0.256598%৫ STEEM

যেভাবে কনটেস্টের উইনার সিলেকশন করা হয়েছেঃ-

ইউজাররা যে পরিমাণ পাওয়ার বৃদ্ধি করেছেন , সেই পরিমাণটি পূর্বে তার ওয়ালেট এ থাকা মোট এস.পি'র কত পারসেন্ট সেটি নির্ণয় করা হয়েছে । যতজন পার্টিসিপেন্ট এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের সবার মধ্যে যাদের পারসেন্টেন্স টা সবচেয়ে বেশি, পর্যায়ক্রমিকভাবে তাদেরকেই উইনার লিস্টে রাখা হয়েছে ।

উদাহরণঃ-
মিস্টার ক-এর ওয়ালেটে একশত এস.পি আছে। সে আরো দশ স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার ক টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।

এবার মিস্টার খ-এর ওয়ালেটে ১০০০ এস.পি আছে। সে আরো একশত স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার খ টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।

তাহলে মিস্টার ক এবং মিস্টার খ আলাদা এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করা সত্ত্বেও তাদের পারসেন্টেন্স সেম এসেছে। ক্যালকুলেশন টা মূলত এভাবেই করা হবে।
Capture.PNG

এই কনটেস্ট টি আগামী সাতদিন পুনরায় সচল থাকবে। আগামী সাত দিন পর কমিউনিটি হ্যাংআউটে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং একটি অ্যানাউন্সমেন্ট পোস্ট করে দেওয়া হবে। আগামী সপ্তাহেও সবার অংশগ্রহণ কামনা করছি।

নিম্নে পাওয়ার বৃদ্ধি কনটেস্ট এর নিয়মাবলী উল্লেখ করা হলঃ-

যেভাবে আপনি পাওয়ার আপ কনটেস্টে অংশগ্রহণ করবেনঃ

  • সপ্তাহে একবার পাওয়ার আপ করে সেটি দিয়ে পোস্ট করতে পারবেন। একাধিকবার পাওয়ার আপ করার ডকুমেন্ট দিয়ে একটি পোস্ট করা যাবে না। (একজন ইউজার যতবার খুশি ততবার পাওয়ার আপ করতে পারবে কিন্তু কনটেস্টে পার্টিসিপেট করার জন্য শুধুমাত্র একবার পাওয়ার আপ করে উক্ত ডকুমেন্ট দিয়ে একটি পোস্ট তৈরী করতে পারবে)

  • পাওয়ার আপ করে আপনাকে একটি পোস্ট করতে হবে। যেখানে উল্লেখ করতে হবে কি পরিমান STEEM পাওয়ার বৃদ্ধি করলেন। পাওয়ার বৃদ্ধির পূর্বের এবং পরের, ওয়ালেট এর স্ক্রিনশট যুক্ত করতে হবে আপনার পোস্টে।

1642081215009-01.jpeg

আপনি এভাবেও পোস্টের উপরের অংশে উল্লেখ করতে পারেন।
[ss From @razuahmed ]

  • সর্বনিম্ন ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করতে পারবেন। সর্বোচ্চ: আনলিমিটেড। (টার্গেট ডিসেম্বরের জন্য যেকোনো এমাউন্ট কিন্তু কনটেস্টে পার্টিসিপেট করার জন্য মিনিমাম ৫০ স্টিম)

  • কনটেস্ট অংশগ্রহণ করতে হলে আপনার ওয়ালেট এ minimum-100 স্টিম পাওয়ার থাকতে হবে।

  • আপনার পোষ্টের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ট্যাগ হিসেবে ব্যবহার করুন যথাক্রমে #abb-powerup #TargetDecember , #welovepowerups

  • কনটেস্টে অংশগ্রহণের পোস্ট শুধুমাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বাংলা ভাষায় করতে হবে।

Capture.PNG


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Posted using SteemPro Mobile

Polish_20240825_125322804.png

Sort:  
 6 days ago 

পাওয়ার আপ বৃদ্ধি করা আমাদের প্রতিটি ইউজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ পাওয়ার আপের মাধ্যমে আমরা সুন্দরভাবে কাজ করে এগিয়ে যেতে পারবো। স্টিমিট প্ল্যাটফর্মে দীর্ঘ মেয়াদে কাজ করার জন্য অনেক সুবিধা হয়। যারা পাওয়ার আপ প্রতিযোগিতায় ভালো করেছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 6 days ago 

এই সপ্তাহে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই সপ্তাহে মোটামুটি ভালো এমাউন্টের পাওয়ার আপ করা হয়েছে। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 5 days ago 

প্রতি সপ্তাহের মত এই সপ্তাহেও পাওয়ার বৃদ্ধি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। পাওয়ার বৃদ্ধি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীদের তালিকায় নিজের নাম দেখতে পেয়ে অনেক বেশি ভালো লাগলো।

 5 days ago 

দীর্ঘমেয়াদীভাবে এই প্ল্যাটফর্মিটিকে থাকার জন্য আমাদের সকলের উচিত নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে নেওয়া। আর এই সক্ষমতা বৃদ্ধি করার কাজটা আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে খুব সহজে করতে পারছি। ধারাবাহিকভাবে সক্ষমতা বৃদ্ধি করার জন্য এই প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 5 days ago 

একদম ঠিক ভাই আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজাররা বর্তমানে তাদের শক্তি বৃদ্ধিতে সিরিয়াস অবস্থানে আছে ।আর তাই সবাই পাওয়ার আপ করে সব সময়।আপনাকেও অনেক ধন্যবাদ সব সময়ের মত এই প্রতিযোগিতাটি চলমান রাখার জন্য।

 3 days ago 

গত সপ্তাহে যারা পাওয়ার আপ করে জয়ী হয়েছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন ।আসলে পাওয়ার আপ এর প্রয়োজনীয়তা কতটুকু সেটা আমার বাংলা ব্লগের সবাই বুঝতে পেরেছে। যার কারণে ধারাবাহিকতা বজায় রেখে সবাই পাওয়ার আপ করে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এই পাওয়ার আপ প্রতিযোগিতাটি চলমান রাখার জন্য।