- $PUSS - ইউটিলিটি
হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ অনেকদিন পর $PUSS নিয়ে একটি পোস্ট লিখছি। আপনারা সবাই জানেন $PUSS আমাদের কমিউনিটির নেটিভ কয়েন। টোকেন না বলে কয়েন বললাম এর কারণ হলো আপনারা জানেন খুব দ্রুতই $PUSS এর ডেবিট কার্ড আসতে যাচ্ছে।
সর্বপ্রথম যখন কয়েনটি লঞ্চ করা হলো তখন এটা শুধু মাত্র মিম করেন ছিল। সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন আসে। ধীরে ধীরে আমরা চিন্তা করতে শুরু করি এটাকে কিভাবে ইউটিলিটি কয়েনে পরিণত করা যায়। এটা যদি আমরা করতে পারি তাহলে সেটা হবে বিশাল একটা সাকসেস। ভাবাটা যেরকম সহজ ছিল, করাটা সেরকম সহজ ছিল না।
প্রত্যেকটা ইউটিলিটি মেকিং এর জন্য প্রচুর পরিকল্পনা, প্রচুর মিটিং এবং প্রচুর কাজ করতে হয়। সেখানে থাকে আবার বিভিন্ন রকম বাধা-বিপত্তি। প্রথম থেকেই সবচেয়ে বড় বাধা ছিল সেলিং হাইপ্রেশার। কয়েনটা সবে মাত্র দাঁড়াতে শুরু করেছে এমন মুহূর্তে প্রচুর সেল প্রেসার আসতো। সেগুলোর সবকিছুই অভারকাম করে $PUSS এখন খুব স্ট্রং অবস্থানে রয়েছে।
কমিউনিটির সকল মেম্বারদের একটা বিষয়ে আশ্বস্ত করতে চাই, যে কয়েনের পাওয়ারফুল ইউটিলিটি থাকে সেই কয়েনের সাথে আপনারা থাকতে পারেন সহজেই। অল্প কিছুদিন আগে TronShib নামে একটি টোকেন লঞ্চ করা হয়েছিল। অনেকেই ঝাঁপিয়ে পড়েছিল সেখানে। আমি আসলে তাদেরকে দোষ দিতে চাই না। ক্রিপ্টো নলেজ অনেক কম থাকার কারণে এটা হয়েছিল।
যার কোন ইউটিলিটি নাই সে আসলে সারভাইভ করতে পারে না বেশিদিন। শুধুমাত্র হাইপের কারণে দু চার দিন হয়তো একটু মার্কেট পাম্প পজিশনে থাকতে পারে। সাধারণ জ্ঞানে একটু ভেবে দেখুন তারপরে মার্কেটটা কেন উপরে উঠবে? কোন কারণে আনলিমিটেড ইনভেস্টর আসতেই থাকবে?
$PUSS এর ক্ষেত্রে ব্যাপারটি সম্পূর্ণ আলাদা। abb-curation সহ অনেক বড় বড় কিছু ইউটিলিটি এসেছে , কিছুদিন পর আপনারা কার্ডও হাতে পেয়ে যাবেন আশা করি। পরিকল্পনায় আরো কিছু সুপার পাওয়ারফুল ইউটিলিটির কথা চিন্তা করা হয়েছে। ওগুলোও আসতে বেশি একটা দেড়ি করবে না।
ক্রিপ্টো মার্কেটও এখন ভালোর দিকে যেতে শুরু করেছে। এখন সময় পরিশ্রম করার। আপনারা সবাই পরিশ্রম করে যান এবং লয়ালিটি ধরে রেখে কাজ করে যান। ইনশা আল্লাহ সবার ফিউচার অনেক ভালো হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
পুরো পোস্টটি ভীষণ ভালো লাগলো তবে শেষের কথাগুলি একটু মনের মধ্যে গেঁথে গেল। চমৎকার কিছু ভবিষ্যৎ বার্তা দিয়ে দিয়েছেন আমাদের মাঝে। Tronshib আর puss দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। যাই হোক সে সব বিষয়ে বলতে চাচ্ছি না তবে অবশ্যই আপনার কথা মত নিজের কাজে ধারাবাহিকতা বজায় রাখবো আশা করি ফিউচার ব্রাইট হবে।
0.00 SBD,
0.21 STEEM,
0.21 SP
সত্যি কথা বলতে ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে তেমন একটা ধারনা নেই আমার।তবে আমাদের $puss coin নিয়ে আমি ভীষণ আশাবাদী। আমি মনে করি আমাদের এই কয়েনকে আমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে। আর একদিন ভালো কিছু হবে এটার বিষয়ে আমি ভীষণ আশাবাদী। আমি মনে করি দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ।আমরা সবাই নিজেদের পরিশ্রম দিয়ে এগিয়ে যাব।অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে বিষয়টি তুলে ধরার জন্য।
0.00 SBD,
0.20 STEEM,
0.20 SP
আসলেই ভাই ক্রিপ্টো নলেজ কম থাকার কারণে, ট্রনশিব টোকেন কিনে অনেকেই লস খেয়েছে। যাইহোক আমাদের পুস হচ্ছে ইউটিলিটি টোকেন। সুতরাং আমরা বলতেই পারি,পুস টোকেন অনেক দূর যাবে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
0.00 SBD,
0.20 STEEM,
0.20 SP
আপনি যে ধাপে ধাপে পুস কয়েনের ইউটিলিটি বাড়ানোর কথা বলছেন, তা ভবিষ্যতের জন্য অত্যন্ত আশাপ্রদ। কমিউনিটির একতাবদ্ধতা ও পরিশ্রমই সফলতার চাবিকাঠি। আমি বিশ্বাস করি $PUSS আরও শক্তিশালী হয়ে উঠবে এবং সকলের জন্য লাভজনক হবে।
0.00 SBD,
0.19 STEEM,
0.19 SP
আমি কয়েন মার্কেট তেমন বুঝি না তাই সবসময় চুপচাপ থাকার চেষ্টা করি। তবে এটা জানি আমাদের $PUSS সবার সেরা। কারণ একটা কয়েন লঞ্চ করলেই হয় না। তার পিছনে শক্তিশালী কমিউনিটি থাকা প্রয়োজন। তাইতো প্রথম দিকে এত পরিমাণ সেল হওয়া সত্ত্বেও আমাদের $PUSS এখনও স্ট্রং রয়েছে। তবে যারা লোভে পড়ে বেশি লাভের আসায় TronShib এ বড় এমাউন্ট ইনভেস্ট করেছে তাদের চেয়ে গাধা আর কেউ নয়। আমি বলবো তারা মার্কেট একদমই বুঝে না। আমরা পুস নিয়ে ধৈর্য ধরেছি বলেই আজ তার ফল পাচ্ছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য।
0.00 SBD,
0.19 STEEM,
0.19 SP