মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #৪৫

in আমার বাংলা ব্লগ7 days ago

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Cover_20230704_085111_0000.png

প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।

ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।


আজকের টপিক্স:
গাছে থাকা ফলের ফটোগ্রাফি।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:

  • ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
  • ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
  • ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
  • ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
  • শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
  • সময়সীমা সাত দিন।

এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।

পুরস্কার থাকছে:

প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।

প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।




IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  
 7 days ago 

মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ফটোগ্রাফি প্রতিযোগিতার টপিক অনেক সুন্দর ছিল। আমি অবশ্যই চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আর অন্যদের মাধ্যমেও সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখার অপেক্ষায় থাকলাম।

 6 days ago 

এ সপ্তাহে দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। গাছে ঝুলে থাকা ফলের ফটোগ্রাফির মাধ্যমে প্রতিযোগিতার অংশগ্রহণ করা যাবে। খুব শীঘ্রই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব।

 6 days ago 

মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দেখেই তো খুব ভালো লাগলো। গাছের মধ্যে ফল দেখতে এমনিতেই খুব সুন্দর লাগে। আর এটার ফটোগ্রাফি করলে তো আরো ভালো লাগবে। আমি তো অবশ্যই চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আশা করি অন্যদের মাধ্যমেও সুন্দর ফটোগ্রাফি দেখব। সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য ধন্যবাদ।

 3 days ago 

ডিভাইস - মোবাইল
মডেল- রিয়েলমি সি-৫৩
ক্যামেরা- 50MP AI
ফ্লাস নেই, এডিট নেই।

আমাদের গ্রামের মাদ্রাসার সংলগ্ন মসজিদের সামনে বেশ কয়েকটা কাঁঠাল গাছ রয়েছে। কাঁঠাল আমাদের জাতীয় ফল, বৎসরে একবার ফলন পাওয়া যায়। তবে সৃষ্টিকর্তার অশেষ রহমতে মসজিদের সামনের গাছগুলোতে প্রতিবছর প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায়। প্রতিবছর কোনো এক শুক্রবারে নামাজের শেষে সে কাঁঠাল নেওয়ার জন্য নিলাম করা হয়। গত বছর ঈদের সময় বাড়িতে গিয়ে ফটোগ্রাফি করেছিলাম।

1000006107.jpg

میں نے زندگی میں پہلی بار گٹھل دیکھا ہے۔آج تک صرف نام ہی سنا تھا ۔آج دیکھ بھی لیا۔میں اس کو آم سمجھی تھی۔مگر پوسٹ پڑھنے پر پتہ چلا کہ یہ تو دوسرا پھل ہے۔ ایک خوبصورت اضافہ

 7 days ago 

বাহ্! দারুণ একটি টপিক নির্বাচন করেছেন ভাই। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে গাছে থাকা বিভিন্ন ধরনের ফলের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবো। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 4 days ago 

Notes_250217_221415_cac.jpg

ডিভাইস - Samsung Galaxy Note 20 Ultra 5g
ফোকাল ল্যান্থ - 7.00 mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - ইডিটেড

এই ফটোগ্রাফিটা অনেকদিন আগে ক্যাপচার করেছিলাম। তখন আমের সাইজ বেশ ছোট ছিলো। আম আমার খুব পছন্দের একটি ফল। যদিও কাঁচা আমের চেয়ে পাকা আম খেতে আমার বেশি ভালো লাগে। তবে মাঝেমধ্যে কাঁচা আমের ভর্তা খেতে দারুণ লাগে।

حالانکہ سردی کا موسم چل رہا ہے مگر پھر بھی ام تو عام ہی ہے پھلوں کا بادشاہ اس کو گرمی ہو یا سردی ہر موسم میں دیکھ کے منہ میں پانی ا جاتا ہے۔ کتنی خوبصورت تصویر ہے۔ میں نے اپنے بچپن میں کچے ام بہت کھائے ہیں۔ درخت سے توڑتی تھی اور چھیلے بغیر ہی کچے ام پر کاٹ کے نمک لگا کے کھا لیتی تھی۔ اور اس تصویر کو دیکھ کر مجھے اپنا بچپن یاد اگیا۔

 6 days ago 

আজকের টপিক্সটাও বেশ চমৎকার। আশা করছি এ প্রতিযোগিতার মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পাবো। আর আমি নিজেও চেষ্টা করব গাছে থাকা ফলের ফটোগ্রাফি শেয়ার করতে ধন্যবাদ ভাই।

 6 days ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? বেশ সুন্দর ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আসলে যে কোন ফল গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে খুব সুন্দর লাগে। আপনার ফটোগ্রাফি প্রতিযোগিতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর গাছের ঝুলন্ত ফল দেখতে পারবো। ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য। ভালো থাকবেন ভাইয়া।

 5 days ago 

একেবারে অসাধারণ একটি বিষয় সিলেক্ট করেছেন ভাই ৷ সব সময় আপনি খুব সুন্দর কিছু টপিক আমাদের মাঝে নিয়ে আসছেন৷ আজকের এই সুন্দর টপিকের মধ্যেও সকলের কাছ থেকে সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পারব বলে আশা করছি৷ আমিও একটি ফটোগ্রাফি শেয়ার করেছি৷ আশা করি আমাদের এই কমিউনিটির সবাই এখানে অংশগ্রহণ করবে৷ যা দেখার অপেক্ষায় রইলাম৷

 6 days ago 

IMG20241023140602.jpg

ডিভাইস- realme C55
ফোকাল ল্যান্থ-4.70 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড
বিবরণ: ফটোগ্রাফিটি হচ্ছে জাম্বুরা ফলের। জাম্বুরা গাছটি আমাদের ঘরের পাশে প্রায় সাড়ে তিন বছর আগে রোপণ করা হয়েছে। এই বছর গাছে অনেক জাম্বুরা ধরেছে । ঝুলন্ত অবস্থায় জাম্বুরা দেখতে খুব সুন্দর লাগছে। জাম্বুরা গুলো যাতে নিচের দিকে বেশি ঝুঁকে না যায় এজন্য বাঁশের খুঁটি বেঁধে দেওয়া হয়েছে।