গ্রামীণ জীবনযাত্রার ফটোগ্রাফি।
ফটোগ্রাফি
- The 11th October , 2021
- Monday
আজ আমি আপনাদের সাথে কোন রেনডম ফটোগ্রাফি শেয়ার করতেছি না। আজকে আমি গ্রামীন কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরব যেগুলো গ্রাম অঞ্চলে হরহামেশাই দেখা যায়। বিশেষ করে নদীর পার্শ্ববর্তী অঞ্চল গুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হয়ে থাকে। আমার গতকালের পোস্ট যারা পড়েছেন তারা জানেন যে আমি গতকাল বিকেলে ঘুরতে বেরিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি কিছু ফটোগ্রাফি করেছিলাম। আগে থেকেই প্ল্যান থাকার কারণে সাথে করে ক্যামেরাটা নিয়ে গিয়েছিলাম। যেখানেই যাই শুধু ফটোগ্রাফি করতে ইচ্ছা করে। আশেপাশের পরিবেশ প্রকৃতি সবকিছু দেখে এত ভালো লাগছিল যে অনেক অনেক ছবি তুলেছিলাম। তার মধ্যে থেকে দশটি ছবি আজকে আপনাদের সাথে শেয়ার করব।
চারিদিকে সবুজ গাছপালা। দু-ধারে নদী। নদীর পানি অনেকটাই শুকিয়ে গেছে। আর দুই পাশের নদীর মাঝখান দিয়ে লম্বা রাস্তা। কৃষকরা স্ব কাজে ব্যস্ত, শিশুরা আনন্দ করে বেড়াচ্ছে, জেলেরা মাছ ধরছে। ছবির মতন এমন দৃশ্যপটে নিজেকে আনতে পেরে কার না ভালো লাগে। এমন দৃশ্য গুলো ক্যামেরাবন্দি না করে কি থাকা যায় ?
Device : Canon EOS 600D
Date & EXIF data: 10-10-21 || f/5.0-220.00mm
What's 3 Word Location :https://w3w.co/hobby.eng..
প্রায় সন্ধা নেমে এসেছে। রক্তিম সূর্যটি ইলেকট্রিক পোলের আড়ালে লুকিয়ে আছে। কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে ভুলিনি। তুমি সুন্দর কিন্তু আমার মত এই সৌন্দর্যপিপাসুর কাছ থেকে লুকিয়ে থাকবা সেটা কি করে হয়।
Device : Canon EOS 600D
Date & EXIF data: 10-10-21 || f/5.6-140.00mm
What's 3 Word Location :https://w3w.co/hobby.eng..
নদীর ধারের সাদা কাশফুল গুলো বাতাসের তালে তালে আপন-মনে দোল খাচ্ছে। বেশিরভাগ ফুলগুলো কোন কারণে নষ্ট হয়ে গেছে। আর এগুলোই অবশিষ্ট আছে। কিন্তু তাদের মধ্যে সৌন্দর্য প্রকাশে কোন কৃপণতা নেই।
Device : Canon EOS 600D
Date & EXIF data: 10-10-21 || f/5.6-75.00mm
What's 3 Word Location :https://w3w.co/hobby.eng..
ঘাস ভর্তি বস্তা চাচা সাইকেলে চড়িয়ে অনেক দূর হেঁটে এসেছেন ।তাই এখন একটু বিশ্রাম নিচ্ছেন আর চেক করছেন যে তার গ্যাস লাইট টা ঠিকঠাক জ্বলে কিনা। চাচা ক্যামেরা দেখে মাঝেমধ্যে একটু ভাব ধরছিল, সেটা বেশ বোঝাই যাচ্ছিল।
Device : Canon EOS 600D
Date & EXIF data: 10-10-21 || f/5.6-75.00mm
What's 3 Word Location :https://w3w.co/hobby.eng..
আঁকাবাঁকা পথে বয়ে চলেছে নদী। জমি অপচয় না করে কৃষকরা সেটাকে ব্যবহার করছেন ফসল উৎপাদন করার কাজে।
Device : Canon EOS 600D
Date & EXIF data: 10-10-21 || f/5.0-180.00mm
What's 3 Word Location :https://w3w.co/hobby.eng..
কৃষক মাঠ থেকে ঘাস সংগ্রহ করে বেলা ফুরাবার পূর্বেই ঘাসগুলো ঘোড়া গাড়িতে নিয়ে বাড়ি ফিরছিলেন। নদীর পাশ দিয়েই একটা মেঠোপথ আছে। সে পথটাই তাদের চলাচলের জন্য উপযুক্ত।
Device : Canon EOS 600D
Date & EXIF data: 10-10-21 || f/4.0-75.00mm
What's 3 Word Location :https://w3w.co/hobby.eng..
মাছ ধরতে আমরা কে না ভালবাসি৷ ছোটবেলার অনেক মাছ ধরার স্মৃতি আছে আমার। পুকুর ও নদী দু-জায়গাতেই মাছ ধরার অভিজ্ঞতা আছে আমার। এ দুজন আমার শৈশবকে মনে করিয়ে দিল।
Device : Canon EOS 600D
Date & EXIF data: 10-10-21 || f/5.0-85.00mm
What's 3 Word Location :https://w3w.co/hobby.eng..
নদী প্রায় শুকিয়ে গেছে। তবুও যতটুকু পানি আছে ততটুকু পানির মধ্যে থেকেই আবার একটা শুকনো জায়গায় বেরিয়ে এসেছে। এ যেন সমুদ্রের মাঝে ছোট্ট একটা দ্বীপ। ছোট ওই জায়গাটিতে দু'চারটা বড় গাছ আর সাদা কাশফুলের এক বিশাল সমারোহ।
Device : Canon EOS 600D
Date & EXIF data: 10-10-21 || f/4.5-130.00mm
What's 3 Word Location :https://w3w.co/hobby.eng..
ছোট ভাই, পরম যত্নে ফটোগ্রাফি করতে ব্যস্ত। ওই ফটোগ্রাফির দৃশ্য আবার আমি ক্যামেরাবন্দি করে নিলাম।
Device : Canon EOS 600D
Date & EXIF data: 10-10-21 || f/5.6-155.00mm
What's 3 Word Location :https://w3w.co/hobby.eng..
একজন কৃষক সারাদিন তার জমিতে কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করার জন্য। আর যখন উৎপাদিত সেই ফসল সংগ্রহ যোগ্য হয়ে যায়, তখন সেগুলো বাজারে বিক্রি করতে হয় এবং নিজেদের খাবার চাহিদা পূরণ করতে তারা কিছুটা রেখেও দেয়। এমনই একটা কৃষক বিকেল বেলায় মাথায় ঝুড়িতে করে লাউ নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করবে বলে।
Device : Canon EOS 600D
Date & EXIF data: 10-10-21 || f/5.6-75.00mm
What's 3 Word Location :https://w3w.co/hobby.eng..
জানিনা ফুল গুলোর নাম কি। কিন্তু নদীর পাড় ধরে প্রচুর পরিমাণে এরকম ফুল ফুটে আছে। অনেক ফুল মরে গেছে আবার অনেক ফুল এখনো তার সৌন্দর্য প্রকাশ করে যাচ্ছে।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ভাইয়া আপনার এত সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি যেভাবেই প্রশংসা করি না কেন তা খুবই কম মনে হচ্ছে। আপনি গ্রাম বাংলার সাধারন ও চিরচেনা সেই দৃশ্যগুলো আপনার ফটোগ্রাফির মাধ্যমে অসাধারণ করে তুলেছেন। ইলেকট্রিক পোল এর পিছনে সূর্য ডুবি অনেক ভালো লেগেছে। সত্যি কথা বলতে সুন্দর দৃশ্য গুলো শুধুমাত্র একজন ভাল মানের ফটোগ্রাফারের চোখেই ধরা পড়ে। আর আমরা যখন রাস্তা দিয়ে হেটে যাই তেমন কিছু দেখতেই পাই না। কারণ আমরা সেই রকম চিন্তা ভাবনার মধ্যেই থাকি না। আপনার মত একজন ফটোগ্রাফার হতে গেলে অবশ্যই আমাদের চিন্তাধারার মধ্যে একটু ভিন্নতা আনতে হবে। সব মিলিয়ে অসাধারণ হয়েছে। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
ভাইয়া ফটোগ্রাফি গুলো অসাধারন হয়েছে।প্রশংসা করে শেষ করা যাবে না।প্রথম ছবিটা আমার বেশি ভালো লেগেছে ।😍
এজন্যই তো ওটা থাম্বনেইলে দিছি 😁
😁😁😁ভাইজান উইকি লাভ ফটো কন্টেস্ট গুলা ফলো করে এটেন্ড হতে পারেন।দেশ সেরা ফটোগ্রাফার হবার সুযোগ হইয়া যাবে😪😪🤔
এই ফোটোগ্রাফি নিয়ে কনটেস্ট এ পার্টিসিপেট করতে গেলে দৌড়ানি দিবে। 😁
😁
ভাইয়া আপনার প্রতিটা ছবিই অসাধারণ সুন্দর হয়েছে ।প্রতিটি ছবি দেখে মনে হচ্ছে যেন এক একটি পোস্টার। গ্রাম বাংলার ছবি সত্যিই দারুণ।ঘাস সংগ্রহ করে ঘোড়ার গাড়িতে বাড়ি ফেরার ছবিটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লেগেছে । তারপরে ছেলেদের মাছ ধরা, ঘাস ভর্তি বস্তা নিয়ে চাচার বিশ্রাম নেওয়া প্রতিটি ছবিই অসাধারণ ।সবগুলো ছবি এত সুন্দর হয়েছে যে কোনটা রেখে কোনটা বলবো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এমন মন্তব্য দেখে ফোটোগ্রাফি করার আগ্রহ বেড়ে যাচ্ছে । 🥳
ভাইয়া আপনার প্রতিটা ফটোগ্রাফির দৃশ্য দেখে মন ছুয়ে গেল। তবে বিশেষ করে ভাইয়া মাছ ধরার দৃশ্য টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবিরাম।
আপনার জন্যও শুভকামনা।
তুমি সুন্দর কিন্তু আমার মত এই সৌন্দর্যপিপাসুর কাছ থেকে লুকিয়ে থাকবা সেটা কি করে হয়।
পুলিশ ভাই জিন্দাবাদ। 😜
সত্যি ভাইয়া এইটা জাস্ট মাশাল্লাহ, মাশাল্লাহ,মাশাল্লাহ!
অনেক বেশি সুন্দর হয়েছে।
কৃষক মাঠ থেকে ঘাস সংগ্রহ করে বেলা ফুরাবার পূর্বেই ঘাসগুলো ঘোড়া গাড়িতে নিয়ে বাড়ি ফিরছিলেন।
আপনার এই ক্যাপশন এর ছবিটা দেখে মনে হচ্ছিলো এটা বুঝি ক্যালেন্ডারের কোনো পাতা।
একদম নিখুঁত ছবি তোলা, বড় বড় ফটোগ্রাফাররাও বোধহয় এমন পারবেনা।
প্রফেশনাল ফটোগ্রাফার যদি হয় একটি সমুদ্র, আমি সেখানে একটি ছোট পুকুর মাত্র। তবুও চেষ্টা করি নিজের মতো করে করার। কারণ এটা তো আসলে আমার শখ। যেটা ভালো লাগে সেটাই ক্যামেরাবন্দি করে ফেলি।
যখন দেখেছি আপনার ফটোগ্রাফি পোস্ট প্রবেশ করতে দেরি করি নাই আপনার পোস্টে🥰কারন ভাইয়া এই কমিউনিটিতে বেস্ট ছবি তুলেন আপনি। আপনার সেই ক্যামেরার একটু উড়ন্ত ছবির প্রেমে পরেছিলাম আমি 🥰🥰🥰
বাহ।।। শুনে খুব ভালো লাগলো। 😊
জ্বী ভাইয়া কথাগুলো একদম মন থেকে বলেছি।
ভাইজান আপনার ফটোগ্রাফি গুলো দেখে অবাক দৃষ্টিতে চেয়ে ছিলাম।আর প্রথম ছবিটির কথা বলোবোনা চমৎকার একটি ফটোগ্রাফি।সূর্য যখন লাল গোলাকার হয়ে থাকে তখন খুব দ্রুত ডুবে যায়।আপনি এই সূর্যের ছবিটি তুলার জন্য আগে থেকেই বসে ছিলেন নাকি?
তুমি না থাকলে তো এই ছবিটা তোলা সম্ভবই হতো না।
আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক নিখুঁত ও অসাধারণ হয়। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি মন কেরে নিয়েছে আমার। আমি আশাকরি আপনি আমাদের আগামীতে আর ও সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপহার দিবেন। আর আপনার ফটোগ্রাফি তোলা দেখে আমরাও অনেক কিছুই শিখতে পারি। ধন্যবাদ আপনাকে ভাইয়া। সবসময়ই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ভাইয়া অসম্ভব সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো। তার সাথে সাথে খুব সুন্দর করে নদীর পাড় ও তার সাথে জড়িয়ে থাকা মানুষগুলোকে নিয়ে প্রকৃতির সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য, ধন্যবাদ ভাইয়া।
আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ ছিল। গ্রামের সুন্দর কিছু মুহূর্ত আপনি এই ফটোগ্রাফির মাধ্যমে প্রকাশ করেছেন। যেগুলো গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রেখেছে। আমার খুবই ভালো লেগেছে গ্রামীণ প্রকৃতির খুবই সুন্দর এবং নিখুঁত ভাবে আপনি তুলে ধরেছেন।
মন্তব্য করার জন্য ধন্যবাদ। তবে আপনার লেখায় কিছু ভুল আছে। ওগুলো সংশোধন করুন।