RE: সম্পর্কের পূর্ণতা দেখেও শান্তি
আপু আপনার পোস্টগুলি পড়তে আমার ভীষণ ভালো লাগে। আজ কে আপনার পোস্টটি দেখতে পেলাম।পোস্টটি পড়ার পর জানতে পারলাম এটা আমাদের প্রিয় ছোট দাদা ও ছোট বৌদিকে নিয়ে লেখা । জি ওনাদের সম্পর্কটা সৃষ্টিকর্তার রহমতে পূর্ণতা পেয়েছে। আমরা দোয়া করি সম্পর্কের বন্ধনটা আজীবন অটুট থাকুক। সম্পর্কের মধ্যে যেন ভালোবাসা টিকে থাকে সারা জীবন।কারণ ভালোবাসাটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে। আমি তো বুঝতাম না। বিয়ের পর বুঝতেছি। আসলে নিজের ভালো থাকা তখন অন্যের উপর নির্ভরশীল হয়ে যায়।তাদের ভালো লাগার মধ্যে নিজের মধ্যে প্রশান্তি খুঁজে পাওয়া যায়। দাদা পোস্ট করেছে যে আমাদের স্বাগতা আপু অনেক সুন্দর মনের মানুষ এবং তিনি তাকে অনেক ভালোবাসে।জ্বী আপু ঠিক বলেছেন আমরা কিন্তু তাদের সুন্দর পরিবারের অটুট বন্ধন দেখেও কিন্তু আমরা শান্তি পেতে পারি। তাদের ভালো থাকার মধ্যেই আমাদের প্রশান্তি। খুব ভালো লাগলো যে ওনারা দুজন মনের মানুষকেই খুঁজে পেয়েছে। এটাই বা কয়জন পায়। এটা সবথেকে শান্তির ব্যাপার অনেক ভালো বলেছেন। আমরা দোয়া করি তাদের জন্য সুখের সংসার আজীবন যেন কেটে যায় পূর্ণতায়।