You are viewing a single comment's thread from:

RE: গল্পলেখাঃ- চির দুঃখী সুমির ভালবাসার গল্প। (১ম পর্ব)।

in আমার বাংলা ব্লগ2 years ago

হুম শিক্ষকতা জীবনে কিন্তু বেশি টাকা নিয়ে আহ্লাদী করা যায় না। শিক্ষকতা একটা সম্মানের পেশা। মানুষ সম্মানের বশে এটা করে থাকে। আগেকার সময় বিএসসি টিচার মানে অনেক ভালো মানের ছিল কিন্তু এখনকার সময় তো শিক্ষার মান কমে গেছে। অনেক ভালো ভালো শিক্ষক ও কোন কিছু সলভ করতে পারে না। সৌদি আরবে সুমির বাবা মারা গেল। সত্যিই তাদের জীবনে অন্ধকার নেমে আসলো।অভাব এমন একটা জিনিস যা মানুষকে খুড়ে খুড়ে খায়। সে ছেলে মেয়েকে ভালো রাখতে বিদেশ গেছিল এবং হাজারো টেনশন হয়তোবা তার মাথায় ছিল। স্ট্রোক করেছিল। এখানে তার মৃত্যু লিখেছিল আল্লাহ।হুম প্রেম বয়স ছোট বড় কিছুই মানে না। আমরা অল্প বয়সে প্রেমে পড়ি এবং আবেগ কাজ করে। ফলে জীবনটা কিন্তু আমরা ধ্বংস করে ফেলি। একটা সময় বুঝতে পারি যে এই কাজটা না করলে ভালই হতো
জানিনা তার পরবর্তী জীবনে কি হবে সুমির

Sort:  
 2 years ago 

দেশে থাকলে হয়তো আরো অনেক দিন বেঁচে থাকতে পারতো। বিদেশের মাটিতে গিয়ে টেনশনে মৃত্যু হয়ে গেল। ধন্যবাদ আপনাকে পুরো পোস্ট পড়ার জন্য। অনেক সুন্দর অনুভূতি শেয়ার করলেন ভাল লাগলো।