You are viewing a single comment's thread from:
RE: ইস!!! কি জে গরম || আমার বাংলা ব্লগ
গ্রাম অঞ্চলের অবস্থা খুবই খারাপ ভাই।শহরে যারা বসবাস করে পাঁচ তলা, ছয়তলা তাদের জন্য বেশ কষ্টকর নয়। কারণ বেশ ঠান্ডা থাকে। যারা গ্রামাঞ্চলে বসবাস করে একতলা বাড়ি অথবা টিনের বাড়ি এতটা ভয়াবহ দিন পার করতে হয় দিনের বেলায়। সত্য কথা বলতে বেশ কষ্টকর। ফ্যানের বাতাস খাওয়া মানে আগুন উপর থেকে পড়তেছে। আজকে দুপুর বেলা বাইরে বের হয়েছিলাম রোদের জ্বালায় চোখ দিয়ে পানি বের হচ্ছে। এতটা কষ্ট হচ্ছিল তাকাতেই পারছিলাম না। আপনার আব্বু যেহেতু রোজায় আপনি আব্বুর পরিশ্রমে কথা চিন্তা করে কলটা ঠিক করার সিদ্ধান্ত নিয়েছেন, দেখে ভীষণ ভালো লাগলো। প্রতিটা সন্তানের উচিত বাবার এরকম খেয়াল রাখা। অনেক সুন্দর পোস্ট করেছেন।