কবিতা আবৃত্তি ||আবদার||রেদোয়ান মাসুদ ||@razuan12

in আমার বাংলা ব্লগ4 months ago

Picsart_24-09-05_14-45-21-696.jpg

picsart থেকে এডিট

picsart থেকে এডিট করা

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন।আজকে আমি রেদোয়ান মাসুদ এর " আবদার "কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি।আস্তে আস্তে আমার ভীষণ ভালো লাগতেছে আমার নিজের কাছে।এখন একটু ধরে রাখার চেষ্টা করতেছি খুব শীঘ্রই সুন্দরভাবে কাজ করার জন্য। এখন মোটামুটি বেশ সুন্দরভাবে আবৃত্তি করতে পারি।প্রতিটা মানুষ শুরুতে কিছুই পারে না।বেশ কয়েকদিন আমি অনেকটাই ছিটকে পড়েছি কাজ থেকে। কবিতা আবৃত্তি করতে বেশ ভালই লাগে। সময় অসময়ে আপনাদের অনুপ্রেরণার মাধ্যমে আজকে কবিতা আবৃত্তি করতে চলে আসলাম।প্রতিটা মানুষ কবিতা আবৃতি করতে বেশ এক্সপার্ট।আমার বাংলা ব্লগের মাধ্যমে প্রতিটা মানুষ প্রতিটা কাজে দক্ষ হতে পারতেছে।প্রথমত আমিও ঠিক ভাবে পারতাম না এখন আপনাদের অনুপ্রেরণার কারণে খুব সুন্দর ও সাহস নিয়ে কবিতা আবৃতি করতে পারি।এই কবির কবিতা গুলি আমার অনেক ভালো লাগে এবং আমার নামের সাথে সংযুক্ত থাকায় আমার ভীষণ পছন্দের। কবির কবিতা গুলি একদম মনোমুগ্ধকর।দিন যত যাচ্ছে আমার বাংলা ব্লগের প্রতিটা ইউজার দক্ষ হচ্ছে এবং আমাদের অনেক ইনকাম আর ও বাড়ছে। প্রতিনিয়ত দারুণ কিছু শিখতে পারতেছি। আজকের মত আমি এই কবিতাটি আবৃত্তি করছি।

কবিতার নাম :আবদার
কবি: রেদোয়ান মাসুদ
আবৃত্তি :@razuan12

কবিতার লাইনগুলোর নিম্নরুপ:

আমাকে একটু ঘুমাতে দাও
সেই কত রাত ঘুমাতে পারি না।
আমাকে এক ফোটা জল দাও
সেই কতকাল বৃষ্টি দেখি না।
আমাকে একটু অক্সিজেন দাও
সেই কতকাল শ্বাস প্রশ্বাস চলে না।
আমাকে একটু জ্যোৎস্না দাও
সেই কতকাল আলো দেখি না।
আমাকে এক বিন্দু শিশির দাও
সেই কতকাল পা ভিজাতে পারি না।
আমাকে একটি গোলাপ দাও
সেই কতকাল গন্ধ নেই না।
আমাকে একটু্ শ্রোত দাও
সেই কতকাল নদীতে ভাসি না।
আমাকে একটু স্পর্শ দাও
সেই কতকাল তোমাকে ছুই না।
আমাকে একটি আকাশ দাও
সেই কতকাল মনের সুখে উড়ি না।
আমাকে একটি পথ দাও
সেই কতকাল তোমাকে নিয়ে হাটি না।
আমাকে একটি চাঁদ দাও
সেই কতকাল তোমাকে নিয়ে হাসি না।
আমাকে একটি আয়না দাও
সেই কতকাল তোমাকে দেখিনা।
আমাকে একটি মোহনা দাও
সেই কতকাল দুজন এক হই না।
আমাকে একটু ভালোবাসার সুযোগ দাও
সেই কতকাল ভালবাসতে পারি না।

Source

কবিতা আবৃত্তির লিংক

আজকের মত আমি এখানেই শেষ করলাম আমার কবিতা আবৃত্তি।বর্তমান সময়টা সময়টা ভীষণ খারাপ যাচ্ছিল আস্তে আস্তে অনেকটাই রিকভার হয়ে যাচ্ছে সৃষ্টিকর্তার কাছে অশেষ প্রার্থনা করি যেন আরো সামনে সুন্দর দিন আমাদের নিয়ে আসে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সকলে যেন সুন্দরভাবে স্বাভাবিকভাবে জীবনে ফিরতে পারে । কবিতা আবৃত্তি করতে আমি পারতাম না, আমি আবারো সুপার একটিভ লিস্টে আসার চেষ্টা করব আপনারা সকলে সমর্থন করবেন আমাকে। আবারো সুন্দরভাবে কাজ করার চেষ্টা করব। এখন আস্তে আস্তে বেশ ভালোই পারতেছি প্রতিটা ইউজরকে দেখে অনুপ্রেরণা পেয়ে নিজের ভিতরে দক্ষতা আনার চেষ্টা করতেছি। । মানুষের জীবনে ভালো ও খারাপ দুটি সময়ই আসে।সর্বদা আমাদের সংগ্রাম করে যেতে হবে। বর্তমানে দাদা অনেক প্রজেক্ট নিয়ে কাজ করছে। দিনের পর দিন নতুনত্ব প্রজেক্ট আমাদের সামনে আসছে সত্যি এটা আমাদের জন্য বেশ কল্যাণকর। আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য।

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

খুব সুন্দর একটি কবিতা বেছে নিয়েছেন ভাইয়া কবিতা আবৃত্তি করার জন্য। এই ধরনের কবিতাগুলো পড়তে যেমন ভালো লাগে আবার কবিতা আবৃত্তি শুনতেও ঠিক ততটাই ভালো লাগে। আজ আপনি খুবই সুন্দরভাবে কবিতার লাইন গুলো গুছিয়ে আবৃত্তি করেছেন ভাইয়া। যা শুনে বেশ ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন প্রায় সময়। আপনার শেয়ার করা কবিতা আবৃত্তিগুলো শুনে থাকি সব সময় বেশ ভালো লাগে শুনতে। এত সুন্দর কবিতা আবৃত্তিগুলো আপনি আমাদের সাথে শেয়ার করে শোনার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।

 4 months ago 

অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।

 4 months ago 

বাহ আপনি তো খুব সুন্দর করে কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো। কবিতা আবৃত্তি করতে হলে ধৈর্য এবং সাহস দুটোই লাগে। আর আপনি ধৈর্য এবং সাহস নিয়ে খুব সুন্দর কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার আবদার কবিতাটি আবৃত্তি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

অনেক সুন্দর মন্তব্য করেছেন ভালো লাগলো।