"আমার বাংলা ব্লগের" ফান MEME টোকেন $PUSS Hold এর কনটেস্টে আমার পার্টিসিপেশন

in আমার বাংলা ব্লগ5 months ago

আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভাল আছি। আজকে অনেকদিন পর একটু কাজে ফিরতে পারলাম।কিছু সমস্যার কারণে একটু দূরে ছিলাম তাই এটা সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা ছিল না। আজকে হঠাৎ করেই চোখের সামনে আসলো তাই এটা নিয়ে একটু ভাবলাম।বেশ কয়দিন ধরেই এটা নিয়ে ডিস্কোর্ড এ বিশেষ আলোচনা হচ্ছে। অবশেষে আমার নজরে আসলো এবং এটা নিয়ে বেশ আগ্রহ বৃদ্ধি পেল।অতঃপর আমার বাংলা ব্লগে আয়োজিত কনটেস্ট টি পড়লাম এবং অংশগ্রহণ করতে যাচ্ছি।এটা যেহেতু দাদার প্রজেক্ট চোখ বন্ধ করে এটাতে ইনভেস্ট করা যায়। দাদা বলেই দিয়েছে এটা তিনি মজা করেই আমাদের মাঝে নিয়ে এসেছেন। আমাদেরও মজা হিসাবে এটা নিতে হবে।এটা নিয়ে ভবিষ্যতে অনেক ভালো কিছু হবে এবং এটা অনেক দূরে এগিয়ে যাবে এই কামনায় করতেছি। একটা জিনিস লক্ষ্য করতেছি আমি শুরুতে আমার বাংলা ব্লগের কিছুই ছিল না, একমাত্র দাদা আরো কিছু এডমিন। তখনকার পর্যায় আর এখনকার পর্যায় কত উন্নতি হয়েছে ভাবা যায়, দিনের পর দিন আরও উন্নতির দিকে যাচ্ছে আমার বাংলা ব্লগ। তাদের চিন্তাধারা অনেক সুন্দর। আশা করব আপনারা অংশগ্রহণ করবেন নিজের সাধ্যমত। অতিরিক্ত কোন কিছুই ভালো না।নুসূরা আপু পোস্ট করেছে। তার পোস্টের লেখাগুলো বেশ শিক্ষনীয়। এইতো চলুন শুরু করা যাক নিচে পুশ কেনার পদ্ধতি শেয়ার করব

IMG_5018.png

Credit @nusuranur

বর্তমান সময়ে মিমি কয়েনের জনপ্রিয়তা ব্যাপক।এটা যেহেতু দাদার প্রথম মিমি কয়েন তাই আমাদের উদ্দীপনা অনেকটাই বেশি।প্রতিটা এডমিন মডারেটর এটা নিয়ে যথেষ্ট পরিশ্রম করছে। তারা নিজের সাধ্যমত প্রমোশন করতেছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আমরা যেন আস্তে আস্তে অনেক পর্যায়ে পৌঁছাতে পারি।এখন আমি আপনাদের মাঝে ধাপে ধাপে $puss কেনার পদ্ধতি শেয়ার করব আশা করি আপনারা সকলে দেখবেন।
১ম ধাপ

IMG_20240830_225507.jpg

প্রথমত আমাদের ফোনে ট্রন লিঙ্ক অ্যাপটি থাকতে হবে। অবশ্যই এটা স্টিমিট ওয়ালেট এর সাথে কানেক্টেড থাকতে হবে।আমাদের যদি লগইন না থাকে তাহলে ইমপোর্ট করে Tronlink এর seed/private Key দিয়ে আমাদের ওয়ালেট টিতে প্রবেশ করতে হবে। অতঃপর আপনারা দেখতে পারতেছেন ৪১৭ Trx আমার ওয়ালেটে রয়েছে।

২য় ধাপ

IMG_20240830_232003.jpg

এরপর আমি নিচের চারটা অপশন দেখতে পারতেছেন আমি Discover অপশনটিতে ক্লিক করলাম। আমার আগে থেকেই ২৩৪৬ পুশ কিনা ছিল।

৩য় ধাপ

IMG_20240830_232349.jpg

এরপর ওপরে সার্চ অপশন আসবে। আমরা আমার বাংলা ব্লগ কমিউনিটির অ্যানাউন্সমেন্ট চ্যানেল থেকে যে লিংকটি পেয়েছিলাম। ওটা কপি করে এখানে পেস্ট করবো।লিংক ওখানে ক্লিক করার পর একটি পেজ আসবে অতঃপর আমাদের মেইন পেজটি সামনে চলে আসবে।

চতুর্থ ধাপ

Screenshot_2024-08-30-23-27-20-33_c564fc6db12409a4b375ae7fc4428dbe.jpg

IMG_20240830_225623.jpg

অতঃপর নিচে Buy অর sell দুইটা অপশন আছে Buy ওখানে ক্লিক করে আমরা এমাউন্ট বসিয়ে ট্রেডে ক্লিক করলে ওখান থেকে আমরা দিয়ে কিনতে পারবো $puss আর আমরা যদি সেল করতে চায় তাহলে সেল অপশনে ক্লিক করে আমরা ওখানে অ্যামাউন্ট বসিয়ে কনভার্ট করলেই আমাদের এটা সেল হয়ে যাবে।এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে আমরা যত অ্যামাউন্ট দিয়ে পুশ কিনব তত এমাউন্টের পরিমাণ আমাদের ওয়ালেটে থাকতে হবে।তো আমি এমাউন্টের জায়গায় ৪১৬ বসিয়ে দিলাম।৪১৬ Trx এর ফলে আমি ৯৫০৪২.৫৫ পুশ পেলাম।

৫ম ধাপ

IMG_20240830_225651.jpg

অতঃপর আমি অ্যামাউন্ট এর জায়গায় এমাউন্ট বসালাম ও ট্রেডে ক্লিক করলাম।

ষষ্ঠ ধাপ

IMG_20240830_225719.jpg

এরপর কনফার্ম ট্রানজেকশন করার জন্য আমাকে Next বাটনে ক্লিক করতে হবে।

৭ম ধাপ

IMG_20240830_225739.jpg

অতঃপর এটা কনফার্ম করার জন্য আমার ওয়ালেটটির পাসওয়ার্ডটি সেট করতে হবে। আমি পাসওয়ার্ড বসালাম ও কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম।

অষ্টম ধাপ

IMG_20240830_225753.jpg

অতঃপর আমার ট্রানজেকশন টি সফল হয়েছে আমি কনফার্ম এ ক্লিক দিলাম।অতঃপর আমার ট্রন ওয়ালেটে পুশ প্রবেশ করছে।

সর্বশেষ ধাপ

IMG_20240830_234106.jpg

অবশেষে আমি আমার ওয়ালেট ৯৭,৩৮৯+ $Puss জমা করতে সফল হয়েছি।কিনতে একটু দেরি করে ফেলেছি কিন্তু আমার নিজের কাছে অনেকটাই ভালো লাগা কাজ করতেছে কারণ দাদার প্রতি অটল বিশ্বাস আছে। আমার জীবনে যত বিপদ আপদ এসেছে সব সময় আমার বাংলা ব্লগ ও দাদার সমর্থন পেয়েছি।আশা করবো প্রতিটা ইউজার পুশ হোল্ড করবে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।আজকের মত এখানেই শেষ করলাম যদি ভুলভ্রান্তি করে থাকি আমাকে মাফ করে দেবেন। আমি আমার সাধ্যমত পোস্টটি সুন্দরভাবে গুছিয়ে তোলার চেষ্টা করেছি।

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।

Sort:  
 5 months ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

MEME টোকেন $PUSS Hold এর কনটেস্টে আপনার পার্টিসিপেশন দেখে অনেক ভালো লাগলো। আশা করছি আপনি ভালো কিছুই পাবেন। আপনার জন্য শুভকামনা রইলো।

 5 months ago 

আমাদের সবার উচিত এই চমৎকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। আপনি আজকে আমার বাংলা ব্লগের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো। আমার বাংলা ব্লগের ফান $PUSS টোকেন কিনে হোল্ড করে বেশ ভালো করেছেন। এই প্রতিযোগিতায় আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 5 months ago 

পুশ নিয়ে যে দাদার দীর্ঘমেয়াদি এবং ভালো একটা চিন্তা আছে সেটা বলার কোন অপেক্ষা রাখে না। আপনার পুশ টোকেন হোল্ড করা দেখে ভালো লাগল। অভিনন্দন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এবং ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 4 months ago 

অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 5 months ago 

আমার বাংলা ব্লগের" ফান MEME টোকেন $PUSS Hold এর কনটেস্টে অংশগ্রহণ করার জন্য শুরুতেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আর সেই সাথে অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভকামনা।

 4 months ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।