আহা এ দেখি কবিতায় কবিতায় ৬৯ এর কথাও উঠে এলো। আমিও তাহলে বলতে চাই -
যদি পেতাম সিক্সটি নাইন এ এক্সেস,
হয়ে যেতো জীবন টা সাক্সেস।
গুরু আমাদের টান মারেন 69 এ। আমিও সেখানের সদস্য হতে চাই।
এই কবিতা যুদ্ধের সময় আমি ছিলাম না। তবে কোড ল্যাঙ্গুয়েজ এর সময় ছিলাম। মজা পেয়েছিলাম অনেক। ধারনা করেছিলাম এটার মানে এমন কিছুই হবে।