সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালোর দলে। শীত আসতে শুরু করেছে। আমার পছন্দের সিজন এটি। ইতিমধ্যে সকালে গরম পানি দিয়ে গোসল করতে হচ্ছে। আহ কি শান্তি। শীত মানেই মজা। হেহে। তো আজ আরো একটি আর্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে।
আমার তৈরি আর্ট
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CC 2019
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।
এবার আমি লেসো টুল ব্যবহার করে মাঝের মাটির অংশ তৈরি করি। তারপর এটিকে গাঢ় নীল রঙ দিয়ে ভরাট করি।
এবার নিচের দিকে গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি। দুইটি রঙ এর কম্বিনেশন এর।
এবার ছবির উপরের অংশেও গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করে দেই।
এবার মাঝের লেয়ারটিকে প্রতিবিম্ব তৈরি করি যেনো বুঝা যায় পানিতে রিফ্লেক্ট হচ্ছে।
এবার বড় একটি চাঁদ আঁকি। এক্ষেত্রে এলিপ্টিক্যাল মারকিউ টুল ব্যবহার করেছি।
এবার চাঁদের উজ্জ্বলতা বৃদ্ধি করি।
এবার একটু কালার কারেকশন করি।
এবার আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।
![210.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmdxQ31R6Hxq5uWp4dnKCHX4eutNwiMBkUHYsUhYRXk4Pv/210.png)
আমার করা আর্ট।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
plz follow the PUSS Promotion rules.
করেছি আপু। আসলে কাল রাতে পোস্ট করার পর মনে ছিলোনা।
Twitter : https://x.com/razuahmed788/status/1860712545390359013
আপনার মতো শীতকাল আমার কাছেও অনেক ভালো লাগে। তবে যত শীতই থাকুক না কেন আমি কখনও গরম পানি দিয়ে গোসল করি না। আমার কাছে যেন ঠান্ডা পানিতেই আরাম লাগে। গোসলের পর যে কাঁপুনি উঠে সেটা খুব উপভোগ করি। যাই হোক আপনি আজ খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করেছেন। পুকুর পাড়ের চাঁদনী রাতের এত সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই দৃশ্য গুলো বাস্তবে দেখতেও খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
জ্বি আপু। শীতকাল আমার মতে বেস্ট।
একটা সময় ছিল যখন পূর্ণিমা রাতে চাঁদের আলোয় গ্রামের পুকুর পাড়ে বসে বন্ধুরা আড্ডা দিতাম। আমার ডিজিটাল আর্ট টা দেখে ঐ দিনগুলো যেন মূহূর্তের মধ্যে স্মরণে চলে আসল। আহ কী দিনগুলো ফেলে রেখে এসেছি। চমৎকার ছিল আপনার ডিজিটাল আর্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
আহ সেই সময় গুলা। খুব মিস করা হয় ভাই।
আপনার আর্টগুলো সব সময় অনেক অসাধারণ হয়ে থাকে। সব সময় আপনি খুব সুন্দর কিছু আর্ট আমাদের মাঝে শেয়ার করে আসছেন৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর আর্ট এখানে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ একই সাথে এই আর্ট শেয়ার করার মাধ্যমে আপনার কাছ থেকে একেবারে অসাধারণ কিছু ডিজাইন দেখতে পেলাম৷ সুন্দর কিছু রংয়ের সংমিশ্রণ এর মাধ্যমে আজকে আপনি আপনাদের অসাধারণ আর্ট ফুটিয়ে তুলেছেন৷ ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আপনাদের জন্যই এমনটা সম্ভব হয়েছে ভাই।