দাদা প্রথমে আপনার সুস্থতা কামনা করছি এবং করোনা টেস্ট নেগেটিভ আসাতে আরও বেশি ভালো লাগছে। যাই হোক আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন এই দোয়া রইল। তবে আজকে আপনার ছোটবেলার ঘটনা পড়ে খুবই ভালো লাগলো ছোটবেলা আপনার বন্ধু অনুপম খুবই সুন্দর ম্যাজিক দেখায় আপনাদের। আর এই ম্যাজিক আপনি শিখতে চেয়েছিলেন কিন্তু সে আমাদের শিখালো না। বুদ্ধি খাটিয়ে বাড়িতে গিয়ে শুধু বললেন সামনেই পরীক্ষা। আপনার পরীক্ষার কথা শুনে অনুপম শেষ কারণ তাকে না দেখালে পাস করার সাধ্য ছিল না। এটা ছিল তার দুর্বল পয়েন্ট। যাই হোক সে আপনাকে শিখালো এবং আপনি সবাইকে শিখিয়ে দিলেন। তার কোনো দামই থাকল না। বিষয়টা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। অনুপমকে খুব অল্পতেই পোষ মানিয়ে নিয়েছিলেন হাজাহা। যাইহোক আছে গল্পটি অনেক ভালো লাগছে আমার।