ভাই আজকে আপনার পোস্ট পড়ে সত্যিই অনেক খারাপ লাগছে, কারণ একটা মানুষ এতগুলো কাজ কিভাবে করতে পারে। দিনের বেলা ডিউটি হলে তা মেনে নেওয়া যায় রাতের ডিউটি এবং রাতে না ঘুমিয়ে ডিউটি করা যে কতটা কঠিন সেটা আমি একদিন নাইট ডিউটি করে বুঝেছি। আমিও যখন হসপিটালে নাইট ডিউটি, তবে হসপিটালে নাইট ডিউটিতে তাও ঘুমানোর ব্যবস্থা রয়েছে তিন-চার ঘন্টা ঘুমানো যায় কিন্তু আপনার তো দেখছি কোন ঘুমের অবস্থায় নেই। আসলে মানুষ রাতে না ঘুমালে তার যেন খুবই খারাপ লাগে এটা আমি বুঝেছি।যাই হোক আপনি ১০ ঘন্টা ডিউটি করেও আপনার পড়াশোনায় এবং কমিউনিটির কাজ চালিয়ে যাচ্ছেন এটা সত্যি একটা অন্যরকম শক্তি। দোয়া রইলো আপনার জন্য।