You are viewing a single comment's thread from:
RE: ভালোবাসা রইল || @shy-fox 10% beneficiary
আমার জীবনের সবকিছুর পরিবর্তনের পেছনে যে মানুষটার অবদান , সে হচ্ছে ব্ল্যাকস দাদা ।
ভাইয়া গতকাল স্পেশাল হ্যাংআউটে আপনি আপনার জীবনের সকল ঘটনা এবং ছোট দাদা আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সে গল্প আপনি বলতেছিলেন আমি তখন খুবই নীরবে শুনতেছিলাম। শুনে আমার খুবই ভালো লেগেছে। আসলে ছোট দাদা একজন মহান ব্যক্তি। যার অনুপ্রেরণায় আজকে আপনি অনেক পরিবর্তন হয়েছে। সত্যিই যদি ছোট দাদা না থাকতো হয়তো বা আপনি এরকম পজিশনে আসতে পারতেন না। শুধু আপনি না আমরাও এরকম পজিশনে আসতে পারতাম না। কারণ ছোট দাদা আমাদের প্রতিনিয়ত অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে।ছোট দাদা এবং বড় দাদার জন্য রইল শুভেচ্ছা ও ভালোবাসা এবং আপনার জন্য রইল আন্তরিক ভালোবাসা, আপনার সুস্থতা কামনা করছি।
এইটা সত্য দাদারা আসলেই উদার ব্যক্তিত্বের মানুষ। এমন সময়ে এইরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর।