দুই ভাই মিলে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে আনন্দময় মুহূর্তের ফটোগ্রাফি//পর্ব-৩
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে ভ্রমণের মুহূর্তগুলো আমার কাছে দারুন ছিল। এই মুহূর্তগুলো সত্যি স্মৃতির পাতায় রেখে দিয়েছি ফটোগ্রাফি হিসেবে। আর এই ফটোগ্রাফিগুলোই আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। আজকে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আজকে আমি এবং মোহাম্মদ দুই ভাই মিলে সমুদ্রের পাড়ে গোসল করার এই আনন্দময় মুহূর্তের ফটোগ্রাফি গুলো শেয়ার করলাম। আসলে কক্সবাজার সমুদ্র সৈকতের ভ্রমণের মজাটা যেমন আনন্দের গোসল করার মজাটা আরো বেশি আনন্দের। সমুদ্রের পানিতে এত সুন্দরভাবে মুহূর্তগুলো উপভোগ করা যায় যা বলার মতো নয়। সমুদ্রের এই বালু নিয়ে আমরা অনেক আনন্দের সাথে খেলাধুলা করেছিলাম। মনে হচ্ছিল যেন ছোটবেলায় ফিরে এসেছি। তাই আজকে আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।
কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা গোসল করার জন্যই দুপুরবেলা এসেছিলাম। দুই ভাই মিলে গোসল করার মজাটা আনন্দের সাথে উপভোগ করতেছিলাম। আসলে সমুদ্রের ঢেউ এর সৌন্দর্যময় মুহূর্তগুলো আমার খুবই ভালো লাগে। তারপরে জোয়ার ভাটা হওয়ার কারণে সমুদ্রের এই বালুচরের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারও আশেপাশে দৃশ্য দেখতে ছিলাম এবং দুই ভাই মিলে গোসল করার পরিকল্পনা করতেছিলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তারপরে আমরা সমুদ্রের পানিতে নেমে পড়লাম। গোসল করার জন্য প্রথমেই একটি বড় ঢেউ এসে, আমাকে সমুদ্রের পানিতে ফেলে দিল। আসলে তখন মোহাম্মদ অনেক হাসাহাসি করতে ছিল। তবে অনেক মজার সাথে আমরা গোসল করার জন্য নেমে পড়তেছি। আর সমুদ্রের এই ঢেউ গুলো অনেক বড় বড় ছিল, যার কারণে সমুদ্রের ঢেউয়ে ঠিক থাকতে পারতে ছিলাম না।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তারপরে আমার ছোট ভাই সুমুদ্রের অনেক দূরে চলে গেল। ও বেশি পানির মধ্যে চলে গিয়েছিল। আমাকে তখন ডাকতে ছিল, যে বেশি পানির মধ্যে গেলে ঢেউ এর সাথে সাথে তাল মিলিয়ে মুহূর্তগুলো উপভোগ করা যায়। আসলে অল্প পানির ভিতরে ঢেউ এসে যেন অনেক আঘাত করে, কিন্তু বেশি পানির ভিতরে এই ঢেউ এগুলোর সাথে তালে তাল মিলিয়ে দোল খাওয়া যায়। তাই আমিও বেশি পানির মধ্যে চলে আসলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তারপরে আমরা চারপাশের গোসল করার এই মুহূর্ত গুলোর ফটোগ্রাফি করতে লাগলাম। আসলে অনেক দূরদূরান্ত থেকে সমুদ্রের পাড়ে মানুষ আসে ভ্রমণ করার জন্য এবং সমুদ্রের পানিতে গোসল করার জন্য। তারা সবাই আনন্দের সাথে পরিবারের সাথে যেন এই সমুদ্রের পানিতে গোসল করছে, আর মুহূর্তগুলো উপভোগ করছে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
সমুদ্রের পানিতে অনেক গোসল করার পরে আমরা দুই ভাই মিলে ভেজা বালুর মধ্যে বসে থাকলাম। আর এই বালু নিয়ে আমরা অনেক খেলাধুলা করতে লাগলাম। আসলে এই বালুর সাথে খেলাধুলা করতে করতে মনে হচ্ছিল যেন আমরা ছোটবেলায় ফিরে এসেছি। তারপরে আমরা সমুদ্রের এই ভেড়া বালুর মুহূর্ত ফটোগ্রাফি করলাম,স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi Note 6 Pro |
---|---|
ধরণ | ফটোগ্রাফি। |
ক্যামেরা.মডেল | Note 6 Pro |
ক্যাপচার | @rayhan111 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
আপনারা দুই ভাই তো তাহলে বেশ আনন্দঘন সময় উপভোগ করেছেন কক্সবাজারে। এখানে গিয়ে বালুতে খেলাধুলার মাধ্যমে পুরনো শৈশবে ফিরে গিয়েছেন। সবকিছু জানতে পেরে এবং আপনাদের দুই ভাইয়ের আনন্দ দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।
https://x.com/rayhan111s/status/1903007063581524236?t=4jKRcdBsQYW0RU2up5AaUQ&s=19
https://x.com/rayhan111s/status/1903013065433714899?t=IJ46rNcoiAp93cCbCF32Ww&s=19
দুই ভাই মিলে কক্সবাজারে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। সমুদ্র আমার খুবই পছন্দের। এখানে সময় কাটাতে পারলে ভালোই লাগে। আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দারুন ছিল। আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
কক্সবাজার সমুদ্র সৈকতের দুই ভাই মিলে অনেক আনন্দের সাথে মুহূর্তগুলো উপভোগ করেছেন। আপনাদের গোসল করার দৃশ্য দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। সত্যিই বালুর ভিতরে এই খেলাধুলা দৃশ্য গুলো দেখে যেন আমারও যেতে খুব ইচ্ছা করলো।
কক্সবাজারে গিয়ে ছোট ভাই সহ যে মুহূর্তগুলো উপভোগ করেছেন এগুলো দেখে ভীষণ ভালো লাগছে। আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম তখন সবাই মিলে বেশ মজা করেছিলাম। সেই মুহূর্তগুলো মনে পড়ে গেল। এত সুন্দর মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
দুই ভাই মিলে কক্সবাজার সমুদ্র সৈকতে কাটানো আনন্দময় মুহূর্তগুলো সত্যিই দারুণ লাগলো।বিশেষ করে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে গোসলের অভিজ্ঞতা আর বালুর সঙ্গে খেলাধুলার অংশটুকু যেন ছোটবেলার সেই নির্ভেজাল আনন্দকে মনে করিয়ে দিল। আপনার ফটোগ্রাফির মাধ্যমে মুহূর্তগুলো আরও জীবন্ত হয়ে উঠেছে। এমন সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। অপেক্ষায় রইলাম পরবর্তী পর্বের জন্য।
খুব সুন্দর একটি মুহূর্ত শেয়ার করলেন আপনি আমাদের সাথে। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর মুহূর্ত কাটালেন দুই ভাই মিলে। পুরো লেখাটি বিস্তারিত পড়ে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ।
https://x.com/rayhan111s/status/1903147263565979999?t=e7cQ6vPjLMJeuMczfHhpRg&s=19