কবিতা আবৃত্তি- ফিরে এসো// Poetry by @mohamad786
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
কবিতা আবৃত্তি @rayhan111 👇 |
---|
দিন যায়, দিন আসে,
তবুও কেন আসো না?
তোমার পথ চেয়ে বসে থাকি,
তুমি কি তা জানো না?
বাতাসে ভাসে স্মৃতির সুর,
তবু তুমি শোনো না কেন?
চাঁদ জেগে থাকে একলা রাতে,
তবুও তুমি দেখো না কেন?
বলেছিলে আমায় ছাড়া
যাবে না কোথাও দূরে,
তবে ঠিকই চলে গেলে
আমায় একলা করে!
বাতাস বলে, নদী বলে,
তুমি নাকি আসবে ফিরে?
আমি বলি, ছলনা সবই,
তুমি কি ফিরবে কভু নিরবে?
আকাশ জুড়ে অন্ধকার,
তবুও আমি জ্বালাই আলো,
আসবে তুমি এই আশাতে
রেখেছি হৃদয়ের দ্বার খুলে।
আচ্ছা হয়েছে, অনেক হলো,
এবার তো ফিরে এসো,
তোমার ছোঁয়ায় বাঁচতে চাই,
এই মনটাকে সুধা দিও।
তোমায় ছাড়া একলা আমি,
জীবনটা যে হাহাকার,
ফিরে এসো, স্পর্শ দাও,
ফিরিয়ে দাও আমার সুখ!
কবিতার পোস্টটি পড়ে এখানে ক্লিক করুন
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi Note 6 Pro |
---|---|
ধরণ | কবিতা আবৃত্তি। |
ক্যামেরা.মডেল | Note 6 Pro |
ক্যাপচার | @rayhan111 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
https://x.com/rayhan111s/status/1902632584099852395?t=FeLQxtJJH7XzfQBHghXD4w&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার লেখা ফিরে এসো, কবিতাটি আপনি আবৃত্তি করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাই।কবিতার আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো। খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। আমার কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
কবিতা টা সত্যিই খুব সুন্দর। আপনি প্রত্যেকটা লাইন খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। ভালো লাগলো আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে। খুব সুন্দর ভাবে প্রত্যেকটা লাইন কভার করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য।
আপনি দেখছি আমাদের প্রিয় মোহাম্মদ ভাইয়ের লেখা কবিতাটি আবৃত্তি করেছেন।ফিরে এসো কবিতাটি আপনার কন্ঠে আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো। আসলে প্রিয় মানুষ পাশে না থাকলে সবকিছু এমনিতে মরুভূমি লাগে। ধৈর্য ধরে সুন্দর করে কবিতাটি আবৃত্তি করে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।