সরষে ইলিশের ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে মজাদার আমার প্রিয় সরষে ইলিশ মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। আসলে সরষে ইলিশ রেসিপি আমি খেতে খুবই পছন্দ করি। আর এই রেসিপি তৈরি করার জন্য তাই আমি সকালবেলা বাজারে গিয়েছিলাম, ইলিশ মাছ কেনার জন্য। আর গ্রাম থেকে কিছু সরষে নিয়ে এসেছিলাম। তাই বাজারে এসে আমি টাটকা একটি ইলিশ মাছ কিনলাম এক হাজার টাকা দিয়ে। আর এই ইলিশ মাছটি আমি সরষে বাটা দিয়ে মজাদার ভাবে ভুনা করেছি।তাই আজকে আপনাদের মাঝে আমার প্রিয় এই সরষে ইলিশ মাছের রেসিপি শেয়ার করলাম। আশা করছি রেসিপিটি দেখে ভালো লাগবে।


IMG_20241126_155753.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


GridArt_20241126_160218408.jpg

উপাদানপরিমাণ
১) ইলিশ মাছ৮০০ গ্রাম ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল৪০০ গ্রাম।
৭) সরষে বাটা১/২ কাপ।
৯)আদা বাটাপরিমানমতো।
১০) পিঁয়াজ বাটাপরিমানমতো।
সরষে ইলিশের ভুনা রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20241126_160107.jpgIMG_20241126_160059.jpg
  • প্রথমে ইলিশ মাছ আমি খুবই সুন্দরভাবে কেটে পিস করে ধুয়ে নিলাম এবং মরিচের গুড়া হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিলাম।
ধাপ-২🍲
IMG_20241126_160037.jpgIMG_20241126_160028.jpg
  • তারপরে কড়াইয়েরর মধ্যে তেলের গরম করে তার মধ্যে আদা ও পিঁয়াজ বাটা দিয়ে দিলাম।
ধাপ-৩🍲
IMG_20241126_160018.jpgIMG_20241126_160007.jpg
  • তারপরে আদা ও পিঁয়াজ বাটার মধ্যে আমি সরষে বাটা দিয়ে দিলাম।
ধাপ-৪🍲
IMG_20241126_155956.jpgIMG_20241126_155856.jpg
  • তারপরে এই সরষে বাটার মধ্যে আমি ইলিশ মাছের পিস গুলো দিয়ে মাখিয়ে নিলাম।
ধাপ-৫🍲
IMG_20241126_155820.jpgIMG_20241126_155808.jpg

তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে, আস্তে আস্তে আমি জ্বাল দিতে লাগলাম।

IMG_20241126_155939.jpg

  • এভাবে আস্তে আস্তে জ্বাল দিয়ে মজাদার সুস্বাদু সরষে ইলিশ মাছের রেসিপির শেষের ধাপে এসে পৌঁছালাম।
👇পরিবেশন🍲

IMG_20241126_160143.jpg

ইলিশ মাছের রেসিপি আমি খুবই পছন্দ করি। ইলিশ মাছ আমার প্রিয় মাছ। যার কারণে ইলিশ মাছের যেকোনো রেসিপি আমি তৈরি করতেও আমার ভালো লাগে। তাই ইলিশ মাছের অন্য অন্য রেসিপি মধ্যে সরষে ইলিশ অন্যতম যার কারণে আমি ইলিশ মাছের সরষে ইলিশ রেসিপি তৈরি করেছিলাম। আর এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপি দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই,পরবর্তীতে আবারও আপনাদের মাঝে বিভিন্ন কোন রেসিপি নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। 🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 months ago 

সরষে ইলিশ খেতে আমার কাছেও বেশ ভালো লাগে। আর আমি এটা অনেক আগেই রান্না করেছিলাম। তবে আপনি গ্রাম থেকে সরিষা নিয়ে এসে বাসায় তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো ভাইয়া। মজাদার একটা রেসিপি শেয়ার করেছেন।

 3 months ago 

এতো সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ আপু

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

GridArt_20241126_170208378.jpg

 3 months ago 

এরকম লোভনীয়ভাবেও যে ইলিশ মাছ রান্না করা যায়, এটা আপনার পোস্ট থেকে জানতে পারলাম। রেসিপিটি কিন্তু সুন্দর হয়েছে ভাইয়া। সেই সাথে রন্ধন প্রণালী ও খুবই সুন্দর এবং সাবলীল ভাষায় আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমি চেষ্টা করব আপনার রন্ধন প্রণালী অনুসরণ করে এরকমভাবে সর্ষে ইলিশের ভুনা রেসিপি তৈরি করার জন্য। অসংখ্য ধন্যবাদ এরকম লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 months ago 

সুন্দর মতামতের জন্য ধন্যবাদ

 3 months ago 

এভাবে সরষে ইলিশ রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। আপনি খুবই সুন্দরভাবে রেসিপিটা তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছিল। এরকম মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

ইলিশ মাছ কমবেশি সবাই পছন্দ করে খেতে। আর সরষে ইলিশ সবারই পছন্দ। আপনার রেসিপি টা দেখে তো জিভে চলে এসেছে। খুবই লোভনীয় লাগছে দেখতে। আপনি পুরো রেসিপিটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। মজার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

সরষে ইলিশ দেখেই তো লোভ লেগে গেলো।ইলিশ মাছ বাঙালির প্রিয় মাছ সেটা যদি চোখে পড়ে তাহলে তো লোভ লাগবেই। আমি ইলিশ মাছ খুব পছন্দ করি তাই আর সামলাতে পারছি না। সরষে ইলিশ রেসিপিটি দারুন হয়েছে। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্নাটি করেছেন। রান্না করার প্রত্যেকটি ধাপ বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। লোভনীয় রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

সুন্দর মতামতের জন্য ধন্যবাদ

 3 months ago 

ইলিশ মাছ সবারই ভীষণ পছন্দের মাছ। তাকে যে এভাবেও চমৎকার পদ্ধতিতে রান্না করা যায় তা আপনার পোস্টেই জানলাম। খুব সুন্দর আপনি ধাপ গুলো দেখিয়েছেন। এখনো আমার ফ্রিজে ইলিশ মাছ রয়েছে একদিন রান্না করলেই হয়।

 3 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ