"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা কিছু অনুভূতি নিয়ে আসলাম। আসলে অনু কবিতা লিখতে আমার অনেক ভালো লাগে। তাই তো গতকাল রাতে নিরিবিলি বসে আমি কিছু কবিতা লিখেছি। আর এই অনু কবিতার মাধ্যমে আমি আমার মনের অনুভূতি প্রকাশ করেছি। আসলে অনু কবিতার মাধ্যমে মনের অনুভূতি প্রকাশ করতে পেরে অনেক বেশি ভালো লাগে। তাই তো আপনাদের মাঝে আমার লেখা এই কবিতা শেয়ার করলাম। তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই কবিতাটা আপনাদের ভালো লাগবে।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১


নীল আকাশের ওই,
সাদা মেঘের সাথে।
ভেসে বেড়াবো আমি আপন মনে,
সাদা মেঘের সাথে, আমার খুবই ইচ্ছা করে।

তাই তো নীল আকাশের দিকে তাকিয়ে,
প্রকৃতির উপভোগ করি আপন মনে,
নীল আকাশের সাথে,
ভেসে বেড়াতে চাই আমি তোমার হাতটি ধরে।

অনু কবিতা-২


মায়া ভরা এই প্রকৃতির প্রেমে,
পড়েছি আমি আপন মনে।
প্রকৃতিকে ভালোবেসে,
আগলে রেখেছে আমায় খুব গোপনে।

তাইতো প্রকৃতিকে ভালোবাসি আমি,
নিজের মতো করে।
প্রকৃতির মাঝে বাঁচবো আমি,
সারাটা জীবন ধরে।

অনু কবিতা-৩


তোমার অপেক্ষায় রয়েছি আমি,
তুমি আসবে বলে দিয়েছিলে কথা।
তাইতো তোমার জন্য,
ফুল নিয়ে দাঁড়িয়ে আছি আমি একা।

তোমাকে বরণ করবো আমি,
ভালোবাসা ফুল দিয়ে,
ভালোবাসার ফুলে ভরে উঠবে,
আমাদের এই জীবন জুড়ে।

অনু কবিতা-৪


সকালবেলা পাখি ডাকে,
ঘুম ভেঙ্গে যায়।
তোমার ডাকে আমার যে,
হৃদয়ের ভালোবাসা আরো বৃদ্ধি পায়।

তুমি আমার মনের মানুষ,
চুপটি করে মনের কথা বলো।
হৃদয় জুড়ে তাইতো তুমি,
স্বপ্নে আলো দিয়ে থাকো।

fox-ga73d03b37_1920.png

source

তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমার লেখা এই চারটি অনু কবিতা শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আসলে মনের অনুভূতিগুলো আমি কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। আশা করছি আমার লেখা আজকের এই কবিতা আপনাদের ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন অনু কবিতা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 17 hours ago 

GridArt_20250117_234810683.jpg

 2 days ago 

আজ আপনি অসাধারণ কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা প্রতিটা অনু কবিতা আমার কাছে পড়তে অনেক ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর অনু কবিতা গুলো আমি অনেক বেশি পছন্দ করি পড়তে। অনেক সুন্দর টপিক তুলে ধরে প্রতিটা অনু কবিতা লিখলেন আপনি। আপনার এত সুন্দর অনু কবিতার প্রশংসা করতেই হচ্ছে।

 2 days ago 

অনেক সুন্দর লিখেছেন তো। খুবই ভালো লেগেছে ভাই আপনার এই ভালোবাসার কবিতা দেখে। এদিকে ভোরের পাখির ডাকে ঘুম ভাঙ্গে আরেকদিকে প্রিয়জনের ডাকে ভালোবাসা বাড়ে। অসাধারণ হয়েছে লেখা।

 2 days ago 

খুব সুন্দর সুন্দর কয়েকটি অনু কবিতা সাথে শেয়ার করে নিয়েছেন। প্রতিটি অনু কবিতা দারুন হয়েছে ভাইয়া। সকালবেলা প্রিয় মানুষের ডাকে ভালোবাসা জাগে।লাইনটি বেশ ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর হয়েছে। সুন্দর কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 2 days ago 

অনেক ভালো লাগলো ভাই আপনার লেখা ছোট এই কবিতাগুলো। আপনার কবিতা প্রেমময়ী মনের ভাব প্রকাশ করেছে। প্রাকৃতিক পরিবেশের প্রতি ভালোলাগা প্রিয়জনের প্রতি ভালোবাসা সব মিলে যেন একাকার হয়ে ধরা পড়েছে কবিতায়।

 22 hours ago 

এই ধরনের অনু কবিতা গুলো আমি একটু বেশি পছন্দ করি লিখতে এবং পড়তে দুটোই। বিশেষ করে ভালোবাসার মানুষটাকে নিয়ে যত চিন্তাভাবনা থাকে এবং যত স্মৃতি থাকে, সেগুলো নিয়ে অনু কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। আপনি স্মৃতির পাতা জুড়ে থাকা সেগুলোকে নিয়ে অনু কবিতাগুলো লিখেছেন দেখে ভালো লেগেছে। খুব দারুণ হয়েছে সব গুলো অনু কবিতার প্রত্যেকটা লাইন।

 17 hours ago 

ভালো লাগার মত চমৎকার চারটি অনু কবিতা লিখেছেন। আপনার এক একটা অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আসলে অনু কবিতার মধ্যে নিজের মনের ছোট ছোট অনুভূতি প্রকাশ করা যায়। সুন্দর অনুভূতি দিয়ে ভিন্ন ভিন্ন অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।

 3 hours ago 

ভাইয়া আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেন।আপনার শেয়ার করা কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকের ২-৩ নাম্বার অনু কবিতা টি দারুণ হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।