"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা
অনু কবিতা-১
নীল আকাশের ওই,
সাদা মেঘের সাথে।
ভেসে বেড়াবো আমি আপন মনে,
সাদা মেঘের সাথে, আমার খুবই ইচ্ছা করে।
তাই তো নীল আকাশের দিকে তাকিয়ে,
প্রকৃতির উপভোগ করি আপন মনে,
নীল আকাশের সাথে,
ভেসে বেড়াতে চাই আমি তোমার হাতটি ধরে।
অনু কবিতা-২
মায়া ভরা এই প্রকৃতির প্রেমে,
পড়েছি আমি আপন মনে।
প্রকৃতিকে ভালোবেসে,
আগলে রেখেছে আমায় খুব গোপনে।
তাইতো প্রকৃতিকে ভালোবাসি আমি,
নিজের মতো করে।
প্রকৃতির মাঝে বাঁচবো আমি,
সারাটা জীবন ধরে।
অনু কবিতা-৩
তোমার অপেক্ষায় রয়েছি আমি,
তুমি আসবে বলে দিয়েছিলে কথা।
তাইতো তোমার জন্য,
ফুল নিয়ে দাঁড়িয়ে আছি আমি একা।
তোমাকে বরণ করবো আমি,
ভালোবাসা ফুল দিয়ে,
ভালোবাসার ফুলে ভরে উঠবে,
আমাদের এই জীবন জুড়ে।
অনু কবিতা-৪
সকালবেলা পাখি ডাকে,
ঘুম ভেঙ্গে যায়।
তোমার ডাকে আমার যে,
হৃদয়ের ভালোবাসা আরো বৃদ্ধি পায়।
তুমি আমার মনের মানুষ,
চুপটি করে মনের কথা বলো।
হৃদয় জুড়ে তাইতো তুমি,
স্বপ্নে আলো দিয়ে থাকো।
https://x.com/rayhan111s/status/1879891086879211859?t=7wgC7Xtrx0wYl5Es2kj3_g&s=19
আজ আপনি অসাধারণ কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা প্রতিটা অনু কবিতা আমার কাছে পড়তে অনেক ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর অনু কবিতা গুলো আমি অনেক বেশি পছন্দ করি পড়তে। অনেক সুন্দর টপিক তুলে ধরে প্রতিটা অনু কবিতা লিখলেন আপনি। আপনার এত সুন্দর অনু কবিতার প্রশংসা করতেই হচ্ছে।
অনেক সুন্দর লিখেছেন তো। খুবই ভালো লেগেছে ভাই আপনার এই ভালোবাসার কবিতা দেখে। এদিকে ভোরের পাখির ডাকে ঘুম ভাঙ্গে আরেকদিকে প্রিয়জনের ডাকে ভালোবাসা বাড়ে। অসাধারণ হয়েছে লেখা।
খুব সুন্দর সুন্দর কয়েকটি অনু কবিতা সাথে শেয়ার করে নিয়েছেন। প্রতিটি অনু কবিতা দারুন হয়েছে ভাইয়া। সকালবেলা প্রিয় মানুষের ডাকে ভালোবাসা জাগে।লাইনটি বেশ ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর হয়েছে। সুন্দর কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।
অনেক ভালো লাগলো ভাই আপনার লেখা ছোট এই কবিতাগুলো। আপনার কবিতা প্রেমময়ী মনের ভাব প্রকাশ করেছে। প্রাকৃতিক পরিবেশের প্রতি ভালোলাগা প্রিয়জনের প্রতি ভালোবাসা সব মিলে যেন একাকার হয়ে ধরা পড়েছে কবিতায়।
এই ধরনের অনু কবিতা গুলো আমি একটু বেশি পছন্দ করি লিখতে এবং পড়তে দুটোই। বিশেষ করে ভালোবাসার মানুষটাকে নিয়ে যত চিন্তাভাবনা থাকে এবং যত স্মৃতি থাকে, সেগুলো নিয়ে অনু কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। আপনি স্মৃতির পাতা জুড়ে থাকা সেগুলোকে নিয়ে অনু কবিতাগুলো লিখেছেন দেখে ভালো লেগেছে। খুব দারুণ হয়েছে সব গুলো অনু কবিতার প্রত্যেকটা লাইন।
ভালো লাগার মত চমৎকার চারটি অনু কবিতা লিখেছেন। আপনার এক একটা অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আসলে অনু কবিতার মধ্যে নিজের মনের ছোট ছোট অনুভূতি প্রকাশ করা যায়। সুন্দর অনুভূতি দিয়ে ভিন্ন ভিন্ন অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেন।আপনার শেয়ার করা কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকের ২-৩ নাম্বার অনু কবিতা টি দারুণ হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।