DIY🃏 (এসো নিজে করি) 🧩// রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি✴️ || @rayhan111 [১০% লাজুক খ্যাঁকের জন্য]
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আমরা প্রতিদিন আমাদের সৃজনশীলতা প্রকাশ করার জন্য কাগজ দিয়ে নানা রকমের সুন্দর সুন্দর জিনিস বানিয়ে থাকি। নতুন কিছু তৈরি করতে খুবই ভালো লাগে। কারণ নিজের মধ্যে নতুন এক উদ্ভাবনী শক্তি তৈরি হয়। আমিও আজকে কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি। এই ওয়ালমেট তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে।
রঙ্গিন কাগজের সুন্দর ওয়ালমেট তৈরি🎋👇
ক্যামেরা: Redmi Not 6 pro
কাগজ দিয়ে এই সুন্দর ওয়ালমেট তৈরি করতে আমি যে সকল উপকরণ ব্যবহার করেছি এবং আমি যেভাবে এটি তৈরি করেছি তা ধাপে ধাপে উপস্থাপন করা হলো।
তো চলুন শুরু করা যাক🖼️👇
১)লাল রঙ্গিন কাগজ।
২)শক্ত কাগজ।
৪)হলুদ রঙ্গিন কাগজ।
৪)কালো কাগজ।
৫) কাঁচি।
৬) আঠা।
৮) স্কেল।
৯) পেন্সিল
ক্যামেরা: Redmi Not 6 pro
ধাপ-১👇
এই ওয়ালমেট তৈরি করার জন্য আমি প্রথমে রঙিন কাগজ গুলো কাঁচি দিয়ে সুন্দর করে মেপে কেঁটে নিলাম।
ক্যামেরা: Redmi Not 6 pro
ধাপ-২👇
এই রঙিন কাগজ গুলো মেপে আমি সুন্দর করে কেঁটে নিলাম।
ক্যামেরা: Redmi Not 6 pro
ধাপ-৩👇
তারপরে কাগজের এই কাঁটা অংশ গুলোর দুই পাশে আঠা দিয়ে লাগিয়ে একটি ফুলের সাইজ বানিয়ে নিলাম।
ক্যামেরা: Redmi Not 6 pro
ধাপ-৪👇
দুইপাশে আঠা দিয়ে লাগিয়ে দুটো এক জায়গায় করে জোড়া দিলাম।
ক্যামেরা: Redmi Not 6 pro
ধাপ-৫👇
ক্যামেরা: Redmi Not 6 pro
ধাপ-৬👇
এই ফুলের অংশগুলো আমি সুন্দর করে আঠা দিয়ে লাগানোর পরে একটি শক্ত কাগজ নিলাম। এই শক্ত কাগজের উপরে আঠা লাগিয়ে দিয়ে এই ফুলের অংশগুলো সুন্দর করে বসিয়ে দিলাম।
ক্যামেরা: Redmi Not 6 pro
ধাপ-৭👇
এই শক্ত কাগজের উপরে আমি ফুলগুলো আঠা দিয়ে সুন্দর করে চতুর্দিকে বসিয়ে দিলাম। ফুলটি গোল করলাম, দেখতে এখন ভালই লাগছে।
ক্যামেরা: Redmi Not 6 pro
ধাপ-৮👇
তারপরে আমি কাগজ দিয়ে ফুলের পাতা বানিয়ে নিলাম, ফুলের পাতা গুলো সুন্দর করে ভাজ করে নিলাম।
ক্যামেরা: Redmi Not 6 pro
ধাপ-৯👇
ক্যামেরা: Redmi Not 6 pro
ধাপ-১০👇
ক্যামেরা: Redmi Not 6 pro
ধাপ-১১👇
তারপরে আমি এই রঙিন কাগজ গুলো কেঁটে ফুলের কলি বানিয়ে নিলাম। ফুলের কলি বানাতে আমার খুবই ভালো লাগে। এই ফুলের কলি গুলো খুবই সুন্দর লাগে আমার কাছে।
ক্যামেরা: Redmi Not 6 pro
ধাপ-১২👇
ক্যামেরা: Redmi Not 6 pro
ধাপ-১৩👇
তারপর ফুলের পাতার মধ্যে আমি ফুলের কলিগুলো সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। যখন আমি ফুলের কলি গুলো ফুলের মধ্যে বসিয়ে দিলাম, তখন ফুলটা খুবই সুন্দর লাগলো।
ক্যামেরা: Redmi Not 6 pro
ধাপ-১৪👇
তারপরে আমি ওয়ালেটয়ের নিচের অংশে ফুল লাগাবো, এজন্য আমি তিনটি কাগজের লাঠি ওয়ালেটের পিছনে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।
ক্যামেরা: Redmi Not 6 pro
ধাপ-১৫👇
ক্যামেরা: Redmi Not 6 pro
ধাপ-১৬👇
তারপরে আমি এই ওয়ালেটয়ের নিচের অংশে ফুলগুলো সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। যখন আমি নিচের অংশে ফুলগুলো সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। তখন ওয়ালেটয়ের নিচের অংশ খুবই সুন্দর লাগছিল।
ক্যামেরা: Redmi Not 6 pro
শেষের ধাপ-🖼️👇
কাগজ দিয়ে এই সুন্দর ওয়ালমেট তৈরির শেষের ধাপে এসে আমি পৌঁছে গেছি। শেষের ধাপে এসে আমার খুবই ভালো লাগছে। কারণ আমার ওয়ালেট এখন সম্পূর্ণ হয়ে গেছে নিচের অংশটুকু কাজ সম্পন্ন করে সত্যিই আমার খুব ভালো লাগছে।
ক্যামেরা: Redmi Not 6 pro
অবশেষে রঙ্গিন কাগজ দিয়ে আমি এই সুন্দর ওয়ালমেট তৈরি করতে পেরেছি। আমি এই ওয়ালমেটটি তৈরি করতে পেরে খুবই আনন্দ। তাই আমি আমার রুমের দেওয়ালে এই ওয়ালমেট সুন্দর করে লাগিয়েছি।
ক্যামেরা: Redmi Not 6 pro
আমার বানানো কাগজের ওয়ালমেট আমার রুমে দেওয়ালের লাগিয়ে আমার খুবই ভালো লাগছে। আসলে নিজ হাতে বানানো জিনিস তাই আমার বেশি ভালো লাগছে। তাই আমি আমার বানানো ওয়ালমেটয়ের সাথে একটি ছবি উঠে আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা সবাই আমাকে উৎসাহিত করবেন, আমি যেন আরো ভাল কিছু করতে পারি।
ক্যামেরা: Redmi Not 6 pro
💝💝 শুভেচ্ছা@rayhan111🌹🌺🌹
আপনার সব পোস্ট গুলো আমি দেখি। অসাধারণ সব পোস্ট আমাদের সাথে শেয়ার করেন আপনি।বরাবর এই ওয়ালমেট টাও বেশ সুন্দর লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার আজকের ওয়ালমেটটি আমার কাছে খুব সুন্দর লেগেছে। সুন্দর লাগার একটি কারণও আছে। সুন্দর লাগার কারণটি হচ্ছে আপনি আজকের কাগজগুলো একদম বরাবর মাপে কেটেছেন সবগুলো। যার কারণে সবকিছুর সাইজ একই রকম হয়েছে আর সবগুলোর সাইজ একই রকম হওয়াতে ওয়ালমেটটির শেইপটি অনেক বেশি দারুন লাগছে আর কাগজের রং নির্বাচন অনেক বেশি ভালো ছিল যার কারণে কালার কম্বিনেশন টাও খুব দারুণ লাগছে। আর এত সুন্দর দেওয়ালে টাঙানোতে ওয়ালমেটটি আরও বেশি ফুটে উঠেছে।
আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু 🌹🌻🌹
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন যা মুগ্ধতা ছুয়ে গেল খুব ভালো লেগেছে আমার। শুভকামনা আপনার জন্য♥♥
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু🌻🌹
ভাইয়া আপনি খুব সুন্দর করে কালার পেপার দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট টি আমার কাছে খুবই ভালো লেগেছে।
আপনাকে অনেক ধন্যবাদ আপু 🌹
সত্যি ভাইয়া মুগ্ধ হয়ে গেলাম। আপনার হাতের কাজ দেখে সুন্দরভাবে কাজটি সম্পন্ন করেছেন। দেখার মত ছিল এবং আমার খুবই পছন্দ হয়েছে। আপনি প্রতিটি ধাপ খুব দক্ষতার সাথে আমাদের মাঝে পরিবেশন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল
এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই🥰🌻🥰
ভাইয়া এতো সুন্দর করে কিভাবে তৈরি করতে পারেন ওয়ালমেট গুলো। অত্যন্ত সুন্দর হয়েছে। আমার খুবই পছন্দ হয়েছে।
আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।
আপনার তৈরি ওয়ালমেট টি দেখতে খুবই অসাধারণ হয়েছে, যা ছিল চোখে ধরানোর মত। আর এই রকম পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।
এক কথায় আমি মুগ্ধ। এতো নিপূণ ভাবে আপনি ওয়ালমেট বানিয়েছেন যা সত্যি প্রসংশার দাবিদার। দেয়ালে অনেক সুন্দর মানিয়েছে। ধাপে ধাপে ফুটে তুলেছেন আপনি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনার ওয়ালমেট টি খুব সুন্দর হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে খুব নিখুঁতভাবে আপনি এটি তৈরি করেছেন। সব মিলিয়ে আপনার ওয়ালমেটটি চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
কাগজ দিয়ে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন যা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।