DIY🃏 (এসো নিজে করি) 🧩// রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি✴️ || @rayhan111 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।🤝

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

আমরা প্রতিদিন আমাদের সৃজনশীলতা প্রকাশ করার জন্য কাগজ দিয়ে নানা রকমের সুন্দর সুন্দর জিনিস বানিয়ে থাকি। নতুন কিছু তৈরি করতে খুবই ভালো লাগে। কারণ নিজের মধ্যে নতুন এক উদ্ভাবনী শক্তি তৈরি হয়। আমিও আজকে কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি। এই ওয়ালমেট তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে।

রঙ্গিন কাগজের সুন্দর ওয়ালমেট তৈরি🎋👇

IMG_20211030_163653.jpg

ক্যামেরা: Redmi Not 6 pro

কাগজ দিয়ে এই সুন্দর ওয়ালমেট তৈরি করতে আমি যে সকল উপকরণ ব্যবহার করেছি এবং আমি যেভাবে এটি তৈরি করেছি তা ধাপে ধাপে উপস্থাপন করা হলো।

তো চলুন শুরু করা যাক🖼️👇

প্রয়োজনীয় উপকরণসমূহ

১)লাল রঙ্গিন কাগজ।
২)শক্ত কাগজ।
৪)হলুদ রঙ্গিন কাগজ।
৪)কালো কাগজ।
৫) কাঁচি।
৬) আঠা।
৮) স্কেল।
৯) পেন্সিল

IMG_20211030_163030.jpg

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-১👇

IMG_20211030_163047.jpg

এই ওয়ালমেট তৈরি করার জন্য আমি প্রথমে রঙিন কাগজ গুলো কাঁচি দিয়ে সুন্দর করে মেপে কেঁটে নিলাম।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-২👇

IMG_20211030_163104.jpg

এই রঙিন কাগজ গুলো মেপে আমি সুন্দর করে কেঁটে নিলাম।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-৩👇

IMG_20211030_163123.jpg

তারপরে কাগজের এই কাঁটা অংশ গুলোর দুই পাশে আঠা দিয়ে লাগিয়ে একটি ফুলের সাইজ বানিয়ে নিলাম।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-৪👇

IMG_20211030_163218.jpg

দুইপাশে আঠা দিয়ে লাগিয়ে দুটো এক জায়গায় করে জোড়া দিলাম।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-৫👇

IMG_20211030_163145.jpg

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-৬👇

IMG_20211030_163232.jpg

এই ফুলের অংশগুলো আমি সুন্দর করে আঠা দিয়ে লাগানোর পরে একটি শক্ত কাগজ নিলাম। এই শক্ত কাগজের উপরে আঠা লাগিয়ে দিয়ে এই ফুলের অংশগুলো সুন্দর করে বসিয়ে দিলাম।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-৭👇

IMG_20211030_163250.jpg

এই শক্ত কাগজের উপরে আমি ফুলগুলো আঠা দিয়ে সুন্দর করে চতুর্দিকে বসিয়ে দিলাম। ফুলটি গোল করলাম, দেখতে এখন ভালই লাগছে।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-৮👇

IMG_20211030_163320.jpg

তারপরে আমি কাগজ দিয়ে ফুলের পাতা বানিয়ে নিলাম, ফুলের পাতা গুলো সুন্দর করে ভাজ করে নিলাম।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-৯👇

IMG_20211030_163308.jpg

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-১০👇

IMG_20211030_163412.jpg

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-১১👇

IMG_20211030_163356.jpg

তারপরে আমি এই রঙিন কাগজ গুলো কেঁটে ফুলের কলি বানিয়ে নিলাম। ফুলের কলি বানাতে আমার খুবই ভালো লাগে। এই ফুলের কলি গুলো খুবই সুন্দর লাগে আমার কাছে।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-১২👇

IMG_20211030_163338.jpg

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-১৩👇

IMG_20211030_163428.jpg

তারপর ফুলের পাতার মধ্যে আমি ফুলের কলিগুলো সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। যখন আমি ফুলের কলি গুলো ফুলের মধ্যে বসিয়ে দিলাম, তখন ফুলটা খুবই সুন্দর লাগলো।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-১৪👇

IMG_20211030_163454.jpg

তারপরে আমি ওয়ালেটয়ের নিচের অংশে ফুল লাগাবো, এজন্য আমি তিনটি কাগজের লাঠি ওয়ালেটের পিছনে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-১৫👇

IMG_20211030_163512.jpg

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-১৬👇

IMG_20211030_163529.jpg

তারপরে আমি এই ওয়ালেটয়ের নিচের অংশে ফুলগুলো সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। যখন আমি নিচের অংশে ফুলগুলো সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। তখন ওয়ালেটয়ের নিচের অংশ খুবই সুন্দর লাগছিল।

ক্যামেরা: Redmi Not 6 pro

শেষের ধাপ-🖼️👇

IMG_20211030_163551.jpg

কাগজ দিয়ে এই সুন্দর ওয়ালমেট তৈরির শেষের ধাপে এসে আমি পৌঁছে গেছি। শেষের ধাপে এসে আমার খুবই ভালো লাগছে। কারণ আমার ওয়ালেট এখন সম্পূর্ণ হয়ে গেছে নিচের অংশটুকু কাজ সম্পন্ন করে সত্যিই আমার খুব ভালো লাগছে।

ক্যামেরা: Redmi Not 6 pro

উপস্থাপন 🖼️👇

IMG_20211030_163731.jpg

অবশেষে রঙ্গিন কাগজ দিয়ে আমি এই সুন্দর ওয়ালমেট তৈরি করতে পেরেছি। আমি এই ওয়ালমেটটি তৈরি করতে পেরে খুবই আনন্দ। তাই আমি আমার রুমের দেওয়ালে এই ওয়ালমেট সুন্দর করে লাগিয়েছি।

ক্যামেরা: Redmi Not 6 pro

IMG_20211030_163915.jpg

আমার বানানো কাগজের ওয়ালমেট আমার রুমে দেওয়ালের লাগিয়ে আমার খুবই ভালো লাগছে। আসলে নিজ হাতে বানানো জিনিস তাই আমার বেশি ভালো লাগছে। তাই আমি আমার বানানো ওয়ালমেটয়ের সাথে একটি ছবি উঠে আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা সবাই আমাকে উৎসাহিত করবেন, আমি যেন আরো ভাল কিছু করতে পারি।

ক্যামেরা: Redmi Not 6 pro

new.gif

💝💝 শুভেচ্ছা@rayhan111🌹🌺🌹

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

আপনার সব পোস্ট গুলো আমি দেখি। অসাধারণ সব পোস্ট আমাদের সাথে শেয়ার করেন আপনি।বরাবর এই ওয়ালমেট টাও বেশ সুন্দর লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার আজকের ওয়ালমেটটি আমার কাছে খুব সুন্দর লেগেছে। সুন্দর লাগার একটি কারণও আছে। সুন্দর লাগার কারণটি হচ্ছে আপনি আজকের কাগজগুলো একদম বরাবর মাপে কেটেছেন সবগুলো। যার কারণে সবকিছুর সাইজ একই রকম হয়েছে আর সবগুলোর সাইজ একই রকম হওয়াতে ওয়ালমেটটির শেইপটি অনেক বেশি দারুন লাগছে আর কাগজের রং নির্বাচন অনেক বেশি ভালো ছিল যার কারণে কালার কম্বিনেশন টাও খুব দারুণ লাগছে। আর এত সুন্দর দেওয়ালে টাঙানোতে ওয়ালমেটটি আরও বেশি ফুটে উঠেছে।

 3 years ago 

আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু 🌹🌻🌹

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন যা মুগ্ধতা ছুয়ে গেল খুব ভালো লেগেছে আমার। শুভকামনা আপনার জন্য♥♥

 3 years ago (edited)

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু🌻🌹

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর করে কালার পেপার দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট টি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 years ago (edited)

আপনাকে অনেক ধন্যবাদ আপু 🌹

 3 years ago 

সত্যি ভাইয়া মুগ্ধ হয়ে গেলাম। আপনার হাতের কাজ দেখে সুন্দরভাবে কাজটি সম্পন্ন করেছেন। দেখার মত ছিল এবং আমার খুবই পছন্দ হয়েছে। আপনি প্রতিটি ধাপ খুব দক্ষতার সাথে আমাদের মাঝে পরিবেশন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই🥰🌻🥰

 3 years ago 

ভাইয়া এতো সুন্দর করে কিভাবে তৈরি করতে পারেন ওয়ালমেট গুলো। অত্যন্ত সুন্দর হয়েছে। আমার খুবই পছন্দ হয়েছে।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আপনার তৈরি ওয়ালমেট টি দেখতে খুবই অসাধারণ হয়েছে, যা ছিল চোখে ধরানোর মত। আর এই রকম পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

 3 years ago 

এক কথায় আমি মুগ্ধ। এতো নিপূণ ভাবে আপনি ওয়ালমেট বানিয়েছেন যা সত্যি প্রসংশার দাবিদার। দেয়ালে অনেক সুন্দর মানিয়েছে। ধাপে ধাপে ফুটে তুলেছেন আপনি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনার ওয়ালমেট টি খুব সুন্দর হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে খুব নিখুঁতভাবে আপনি এটি তৈরি করেছেন। সব মিলিয়ে আপনার ওয়ালমেটটি চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

কাগজ দিয়ে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন যা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।