"আমার বাংলা ব্লগ"// কবিতা // কষ্টময় জীবন 💖

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


alone-8603184_1280.png

source

জীবনের হাসি কান্না কষ্ট নিয়ে যেন পার করতে হয়। জীবনের সব সময় সুখ এবং শান্তি আসেনা। কখনো কখনো কষ্টের মধ্যে দিয়েও আমাদের জীবন পার করতে হয়। আর ভালোবাসার প্রিয় মানুষের দ্বারা কষ্ট গুলো যেন আরো বেশি আমাদের বুকের মাঝে আঘাত করে থাকে। তাই তো সেই আঘাতগুলো থেকে ফিরিয়ে আসতে অনেক সময় লাগে। তারপরেও ভালোবাসার আঘাত এবং প্রিয় মানুষের কথা এবং প্রিয় মানুষের দ্বারা আঘাতগুলো অনেক বেশি খারাপ লাগে। তারপরেও কষ্ট সুখ নিয়ে আমাদের জীবন এগিয়ে নিয়ে যেতে হবে। জীবন কখনোই থেমে থাকে না। জীবন চলমান, আর এই জীবনটাকে আমাদের নিয়ে প্রতিনিয়ত ভালোর দিকে চালিয়ে যেতে হবে। আমার জীবন শুধু একজনের জন্যই নয়। একটি পরিবার, একটি সমাজের উপরও অনেক দায়িত্ব থাকে। পরিবারের কথা চিন্তা করে জীবনকে এগিয়ে নিতে হয়। তো কষ্টময় জীবন নিয়ে আজকে কিছু কবিতা লিখলাম। আশা করছি আজকের কবিতা আপনাদের ভালো লাগবে।


কষ্টময় জীবন
মোঃরায়হান রেজা


বুকের মাঝে হাজারো কষ্ট নিয়ে,
থাকি আমি একা নিরবে।
কষ্টগুলো কষ্টই থাকে,
সুখ পায়না আমি খুঁজে।

তাই তো আজ বিলুপ্তর পথে,
জীবনের শান্তি গুলো।
হারিয়ে ফেলেছি আমার,
জীবনের আনন্দ আর হাসি গুলো।

আবারো আমি ফিরে পেতে চাই,
শান্তিময় সেই জীবনটাকে।
কষ্টগুলো দূর করে,
সুখ যে পেতে চাই।

ভালোবাসার মানুষগুলো,
হারিয়ে গেছে জীবন থেকে।
তাদের চিন্তা ভাবনায় যেন আমার,
কষ্ট গুলো জেগে ওঠে।

ভালবাসার মানুষ যখন,
খারাপ হয়ে যায়।
কষ্টগুলো জেগে ওঠে,
আমার বুকের মাঝে।

কষ্ট নিয়ে বেঁচে আছি,
এই পৃথিবীর মাঝে।
কষ্টগুলো প্রকাশ করি না,
চেপে রাখি তাই বুকের মাঝে।

fox-ga73d03b37_1920.png

source

সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন। জীবনের সব সময় দুঃখ থাকে না। আমার জীবনের সব সময় সুখও থাকে না। দুঃখের পরে সুখ আসে, সুখের পর এই দুঃখ এভাবেই যেন আমাদের জীবন পার করতে হয়। আর সুখ খুঁজতে হলে দুঃখকে মেনে নিতে হবে। দুঃখের পরে সুখ আসবেই, আর জীবনটাকে সাজাতে হবে নতুন করে। যদি আমরা জীবনটাকে নতুন ভাবে আবার সাজিয়ে তুলি, তাহলে দুঃখকে আমরা ভুলে গিয়ে সুখের সন্ধানে পৌঁছাতে পারবো। তো বন্ধুরা মনের অনুভূতি নিয়েই কষ্টময় জীবন এই কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আজকের কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 yesterday 

GridArt_20250201_235548370.jpg

 yesterday 

আমি এখানে সক্রিয়ভাবে কাজ করার সময় থেকে লক্ষ্য করে দেখছি, আপনারা বেশ কয়েকজন মানুষ অনেক সুন্দর ভাবে কবিতা লিখেন। আপনাদের কবিতাগুলো আমাকে অনুপ্রাণিত করেছে এবং কবিতা লেখার প্রতি ভালোলাগা জাগিয়েছে। অনেক ভালো লাগলো আপনার লেখা কবিতা আবৃত্তি করে। অনেক সুন্দর ভাবে লিখেছেন আপনি কবিতাটা।

 yesterday 

সত্যি ভাইয়া কাউকে যদি ভালোবেসে না পাওয়া যায় তাহলে তার কষ্টটা অনেক বেশি হয়। আর এই কষ্টটা না কাউকে বলা যায় না কাউকে বোঝানো যায়। সব মিলিয়ে নিজের মনের ওপর অনেক চাপ পড়ে যায়। আপনি কষ্টময় জীবন দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতাটা আমার কাছে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।

 yesterday 

আপনার লেখা কষ্টময় জীবন শিরোনামের কবিতাটি পড়ে আবার খুবই ভালো লেগেছে। কবিতাটির ভাষাগুলো অত্যন্ত সাবলীল হয়েছে। আসলে জীবন থেকে হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষ গুলোর কথা মনে পড়লে কষ্ট অনুভব হওয়াটাই স্বাভাবিক। যাহোক অনেক সুন্দর একটি কবিতা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 yesterday 

কষ্টের অনুভুতি নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি।কবিতাটি আবৃত্তি করে আমার খুবই ভালো লাগলো। কষ্ট নিয়ে মানুষ বেঁচে থাকে এটা সত্যি। ভালোবাসার মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আসলে ভালো থাকা যায় না।

 yesterday 

আপনি খুব সুন্দর করে কবিতা লিখেন। আপনার আজকের কবিতাটা জাস্ট অসাধারণ। আবৃতি করতে খুবই ভালো লাগলো। দারুন লিখেছেন কবিতার লাইন গুলো। অনেক ভালো লাগলো আপনার কবিতার ভাষা।

 16 hours ago 

ভাইয়া আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করেন।তবে আজকের কবিতাটি আমার কাছ থেকে ভীষণ ভালো লেগেছে ভাইয়া।খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুজিয়ে পুরো কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 8 hours ago 

আজকে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন।কষ্টময় জীবন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভালোবাসা মানুষের আঘাতগুলো বেশি কষ্ট দেয় মানুষকে। আর প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু কষ্ট থাকে যা জীবনও ভুলার মত নয়। সুন্দর অনুভূতি এবং চমৎকার ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।