"আমার বাংলা ব্লগ"// কবিতা // হারিয়ে যাবো একদিন 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আমাদের জীবনে হাজারো স্মৃতি জড়িয়ে থাকে। সুন্দর এই পৃথিবীর মাঝে ফেলে আসা দিনগুলো যেন অনেক আনন্দের। বন্ধুদের সাথে কত স্মৃতি জড়িয়ে রয়েছে। সেই দিনগুলো আমরা পার করে এসেছি, এখন আমরা মনে করি সেই পুরনো দিনগুলোর কথা, কিন্তু আমরাও একদিন হারিয়ে যাব এই পৃথিবীর সকল মায়া ত্যাগ করে। তখন প্রিয়জনদের কাছে আমাদের কিছু স্মৃতি পড়ে থাকবে। কিছু প্রিয়জন সকল কিছুই আস্তে আস্তে ভুলে যাবে, হারিয়ে যাবো একদিন এই অনুভূতি নিয়েই লেখা আমার আজকের এই কবিতাটি। আসলে এই পৃথিবীতে আমরা কেউ চিরকাল বেঁচে থাকবো না। আমারা প্রত্যেকে একদিন হারিয়ে যাবো, নতুন একযুগে আমরা থাকবো। তখন আমাদের স্মৃতিগুলো শুধু থাকবে। এই অনুভূতি নিয়ে লেখা আমার আজকের কবিতাটি। আশা করছি আজকের কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।
হারিয়ে যাবো একদিন আমি,
সব মায়া ছেড়ে।
থাকবো আমি নিরবে একলা ঘরে।
তাইতো আজ সে কথা ভেবে, খুবই কষ্ট লাগে।
হারিয়ে যাওয়ার দিনগুলো,
পাবো নাকি আর আমি কোন ভাবে।
সেই দিনগুলোর কথা ভেবে,
খুঁজতে থাকি আমি একলা পথে।
হারিয়ে যাওয়া সোনালী সেই দিনগুলো,
পাবো না আর আমি কোন ভাবে।
তবুও খুঁজতে থাকি,
সোনালী সেই দিনের পথে, আমি হেঁটে হেঁটে।
বন্ধুদের সাথে কত আনন্দময় দিন,
পার করেছি আমি।
সেই দিনগুলোর কথা ভাবলেই লাগে,
মনের ভিতর আনন্দ আর হাসি।
তাইতো আমি ফিরে পেতে চাই,
সেই পুরনো দিনগুলো।
হারিয়ে যাওয়া দিনগুলো খুঁজতে থাকি,
একলা পথে নীরবে তাই হাঁটি।
হারিয়ে যাবো একদিন আমি,
সব মায়া ছেড়ে।
সকল স্মৃতি পড়ে থাকবে,
প্রিয়জনদের মাঝে।
কেউবা মনে করবে আমায়,
কিছুদিন ধরে।
সকলকেই ছেড়ে চলে যাব আমি,
নতুন এক যুগে।
https://x.com/rayhan111s/status/1893610548249436398?t=HX-rx4bviUgRk1JVgachjQ&s=19
বড় ব্যর্থতা থেকে লিখেছেন কবিতাটি মনে হলো। হারিয়ে যাওয়া বলাটা যত সহজ আসলেই তত কঠিন। আপনার প্রতিটি প্রিয় জন থেকে হারিয়ে গেলে আপনি নিজেও কষ্ট থাকবেন। নতুন যুগে কি নতুন করে আপন পরিবার আপনজন বানানোর এত সহজ নয়। তবে দুঃখের হলেও কবিতাটি পড়তে ভালই লেগেছে আসলে কবিতায় সামান্য বিরহ না থাকলে একেবারেই ভালো লাগেনা।
আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার লেখা এই কবিতাটা লেখার টপিক। কবিতার প্রত্যেকটা লাইন এত সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো।
"হারিয়ে যাবো একদিন আমি"—এই লাইনটি যেন জীবনের অমোঘ বাস্তবতা এবং সময়ের ধারার প্রতি এক ধরনের মেনে নেওয়ার উপলব্ধি প্রকাশ করেছে। পুরনো দিনের স্মৃতিগুলো সব সময় হৃদয়ে জীবিত থাকে, কিন্তু কখনও কখনও আমাদের সে স্মৃতিগুলোকে ছেড়ে এগিয়ে যাওয়ার সময় আসে। কবিতার প্রতিটি শব্দে যেন মনের এক ধরনের একাকীত্ব আর সময়ের প্রতি এক অনুরাগের কথা বলছে।
আলাদা কিছু অনুভূতি নিয়ে খুব সুন্দর করে কবিতাটা লিখেছেন। আসলে এরকম অনেক স্মৃতি রয়েছে আমাদের যেগুলো আমরা কখনোই ভুলতে পারি না। আমরা চিরকাল বেঁচে থাকবো না কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে। আর এই অনুভূতি গুলো নিয়ে কবিতাটা লেখায় ভালো লেগেছে পড়তে।
আমরা কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী নয়। নির্দিষ্ট একটি সময়ের পরে আমরা এই পৃথিবীতে থাকবো না। সৃষ্টিকর্তার ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। আপনি খুব সুন্দর কবিতা লিখলেন হারিয়ে যাবো একদিন কবিতার নাম লিখেছেন। চমৎকার একটি কবিতা পড়ে অনেক ভালো লাগলো।
অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া।আমার বাংলা কমিউনিটির অনেক সদস্যরাই খুব সুন্দর সুন্দর কবিতা লেখেন।তাদের মধ্যে আপনি একজন।এত সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে।
আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।হারিয়ে যাবো একদিন কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আসলে এই পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকবে না। সবাইকে একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আর বন্ধু-বান্ধব আপন মানুষ সবাই ভুলে যাবে একদিন পৃথিবী থেকে চলে গেলে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।