"আমার বাংলা ব্লগ"// কবিতা // স্বপ্নের রাণী 💖

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার একটি কবিতা নিয়ে হাজির হলাম। আর এই কবিতাটির নাম হল স্বপ্নের রাণী। আসলে আমাদের মনের ভিতর অনেক স্বপ্ন থাকে। এই স্বপ্ন নিয়ে যেন আমরা প্রতিনিয়ত পথ চলি।স্বপ্নগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তেমনি স্বপ্নের মানুষকে নিয়ে মনের মাঝে হাজারো ভাবনা আমাদের আসে। আর এই স্বপ্নগুলো পূরণ করতে পারলেই জীবনের শান্তি আসে। তাইতো ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে আজকের লেখা আমার মনের এই কবিতাটি। আশা করছি আজকের কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।


স্বপ্নের রাণী
মোঃরায়হান রেজা


আমার স্বপ্ন জুড়ে রয়েছে তুমি,
তাইতো মনের রাণী করে,
রেখেছি আমি শুধুই তোমাকে।

তুমি আমার মনের মানুষ,
রয়েছো মনের ঘরে।
মনের স্বপ্ন জুড়ে তুমি,
দিয়েছো ভালোবাসায় ছড়িয়ে।

তোমার ভালোবাসা পেয়ে আমি ধন্য,
হয়েছি এই সমাজ মাঝে,
তাই তো স্বপ্নের রাণী করে,
রেখেছি তোমায় ভালোবাসায় ভরিয়ে।

তুমি আমার ভালোবাসার রাণী,
রয়েছো মনের ঘরে।
তোমার জন্য ভালোবাসার রাজ্য,
তৈরি করেছি স্বপ্নের ঘরে।

বুকের মাঝে হাজারো স্বপ্ন নিয়ে,
ভালোবেসেছি আমি শুধুই তোমাকে।
তাইতো তোমার জন্য আমি,
মনের মাঝে রাজপ্রাসাদ তৈরি করেছি।

ভালোবাসার এই রাজপ্রাসাদ জুড়ে,
থাকবো তুমি আর আমি।
আমার মনের স্বপ্ন জুড়ে,
রাণী হয়ে রয়েছো যে তুমি।

fox-ga73d03b37_1920.png

source

মনের মাঝে অনেক স্বপ্ন থাকে। সেই স্বপ্নের রাজ্যে প্রিয় মানুষকে রাণী করে রাখতে খুব ইচ্ছা করে। আসলে মনের অনুভূতির শেষ নেই, আকাঙ্ক্ষা নেই। ভালোবাসার প্রিয় মানুষের জন্য যেন মনের ভিতর হাজার আকাঙ্ক্ষা এবং স্বপ্ন থাকে সেই স্বপ্ন নিয়ে লেখা আজকের এই ভালোবাসার কবিতাটি। তো বন্ধুরা আজকের কবিতা পড়ে আশা করছি আপনাদের ভালো লাগবে। পরবর্তী তারপর আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 5 days ago 

GridArt_20250313_105409531.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

কবিতাটি খুবই আবেগময় ও ভালোবাসায় পরিপূর্ণ। আপনি স্বপ্নের রাণীর প্রতি তাঁর গভীর অনুভূতি ও মনের ভালোবাসা সুন্দরভাবে প্রকাশ করেছেন। বিশেষ করে, "তাইতো তোমার জন্য আমি, মনের মাঝে রাজপ্রাসাদ তৈরি করেছি।" — এই লাইনটি ভালোবাসার গভীরতা ও একান্ত আপন করে রাখার ইচ্ছাকে ফুটিয়ে তুলেছে। কবিতাটি সত্যিই হৃদয় ছুঁয়ে যাচ্ছে ধন্যবাদ ভাইয়া।

 5 days ago 

ভাই আপনি সব সময় আমাদের সাথে দারুন দারুন কবিতা শেয়ার করেন আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগে। আপনি আজকে স্বপ্নের রানী কবিতাটি শেয়ার করেছেন পরে মুগ্ধ হয়ে গেলাম। স্বপ্নের রানীকে তো সবাই ভালবাসতে চায়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 5 days ago 

আপনার কবিতা আমাকে মুগ্ধ করে দিয়েছে। নিজের পছন্দের নারীকে নিয়ে যে এত সুন্দর একটি কবিতা লেখা যায় সেটা আপনার কবিতার মাধ্যমে প্রকাশ পেল। অনেক সুন্দর হয়েছে আপনার কবিতাটি।

 5 days ago 

আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই কবিতাটা লেখার টপিক। কবিতার প্রত্যেকটা লাইন এত সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো।

 5 days ago 

আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কবিতা লিখেছেন।স্বপ্নের রাণী কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে প্রত্যেক মানুষের মনে প্রিয় একটি মানুষ থাকে। আর মানুষের মনের কল্পনা আকাঙ্ক্ষাও অনেক বেশি থাকে। যাইহোক সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 4 days ago 

চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার স্বরচিত কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম।ভালোবাসার মানুষ মানেই স্বপ্নের রানী যাকে নিয়ে কবিতায় খুব সুন্দর অনুভূতি ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাই দারুন একটি কবিতা শেয়ার করার জন্য।