"আমার বাংলা ব্লগ"// কবিতা // স্বপ্নের রাণী 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার একটি কবিতা নিয়ে হাজির হলাম। আর এই কবিতাটির নাম হল স্বপ্নের রাণী। আসলে আমাদের মনের ভিতর অনেক স্বপ্ন থাকে। এই স্বপ্ন নিয়ে যেন আমরা প্রতিনিয়ত পথ চলি।স্বপ্নগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তেমনি স্বপ্নের মানুষকে নিয়ে মনের মাঝে হাজারো ভাবনা আমাদের আসে। আর এই স্বপ্নগুলো পূরণ করতে পারলেই জীবনের শান্তি আসে। তাইতো ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে আজকের লেখা আমার মনের এই কবিতাটি। আশা করছি আজকের কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।
আমার স্বপ্ন জুড়ে রয়েছে তুমি,
তাইতো মনের রাণী করে,
রেখেছি আমি শুধুই তোমাকে।
তুমি আমার মনের মানুষ,
রয়েছো মনের ঘরে।
মনের স্বপ্ন জুড়ে তুমি,
দিয়েছো ভালোবাসায় ছড়িয়ে।
তোমার ভালোবাসা পেয়ে আমি ধন্য,
হয়েছি এই সমাজ মাঝে,
তাই তো স্বপ্নের রাণী করে,
রেখেছি তোমায় ভালোবাসায় ভরিয়ে।
তুমি আমার ভালোবাসার রাণী,
রয়েছো মনের ঘরে।
তোমার জন্য ভালোবাসার রাজ্য,
তৈরি করেছি স্বপ্নের ঘরে।
বুকের মাঝে হাজারো স্বপ্ন নিয়ে,
ভালোবেসেছি আমি শুধুই তোমাকে।
তাইতো তোমার জন্য আমি,
মনের মাঝে রাজপ্রাসাদ তৈরি করেছি।
ভালোবাসার এই রাজপ্রাসাদ জুড়ে,
থাকবো তুমি আর আমি।
আমার মনের স্বপ্ন জুড়ে,
রাণী হয়ে রয়েছো যে তুমি।
https://x.com/rayhan111s/status/1899883591787831587?t=LUVH5S31OEvASgQNTGLS8A&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
কবিতাটি খুবই আবেগময় ও ভালোবাসায় পরিপূর্ণ। আপনি স্বপ্নের রাণীর প্রতি তাঁর গভীর অনুভূতি ও মনের ভালোবাসা সুন্দরভাবে প্রকাশ করেছেন। বিশেষ করে, "তাইতো তোমার জন্য আমি, মনের মাঝে রাজপ্রাসাদ তৈরি করেছি।" — এই লাইনটি ভালোবাসার গভীরতা ও একান্ত আপন করে রাখার ইচ্ছাকে ফুটিয়ে তুলেছে। কবিতাটি সত্যিই হৃদয় ছুঁয়ে যাচ্ছে ধন্যবাদ ভাইয়া।
ভাই আপনি সব সময় আমাদের সাথে দারুন দারুন কবিতা শেয়ার করেন আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগে। আপনি আজকে স্বপ্নের রানী কবিতাটি শেয়ার করেছেন পরে মুগ্ধ হয়ে গেলাম। স্বপ্নের রানীকে তো সবাই ভালবাসতে চায়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
আপনার কবিতা আমাকে মুগ্ধ করে দিয়েছে। নিজের পছন্দের নারীকে নিয়ে যে এত সুন্দর একটি কবিতা লেখা যায় সেটা আপনার কবিতার মাধ্যমে প্রকাশ পেল। অনেক সুন্দর হয়েছে আপনার কবিতাটি।
আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই কবিতাটা লেখার টপিক। কবিতার প্রত্যেকটা লাইন এত সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো।
আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কবিতা লিখেছেন।স্বপ্নের রাণী কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে প্রত্যেক মানুষের মনে প্রিয় একটি মানুষ থাকে। আর মানুষের মনের কল্পনা আকাঙ্ক্ষাও অনেক বেশি থাকে। যাইহোক সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার স্বরচিত কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম।ভালোবাসার মানুষ মানেই স্বপ্নের রানী যাকে নিয়ে কবিতায় খুব সুন্দর অনুভূতি ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাই দারুন একটি কবিতা শেয়ার করার জন্য।